এলাকায় জনপ্রিয়, তাই যুদ্ধাপরাধী বানিয়ে ফাঁসি দিতে হবে
লিখেছেন লিখেছেন নয়ন খান ০২ জুন, ২০১৬, ১০:৩৩:১০ রাত
এঁদের পরিচয় লক্ষ্য করুন:
বাম থেকে মহিবুর রহমান বড় মিয়া (৭০) - হবিগঞ্জের বানিয়াচং খাগাউড়া ইউপির সাবেক চেয়ারম্যান,
তাঁর ছোট ভাই বর্তমান ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আঙ্গুর মিয়া (৬৫) এবং সর্বশেষে তাঁদের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক।
বড় মিয়া একসময় নেজামী ইসলামের এমএনএ মানে পার্লামেন্টারিয়ান ছিলেন, তারপর থেকে ইউপি চেয়ারম্যান উনার ছোট ভাইয়ের আগ পর্যন্ত। তাই বড় মিয়ার শাস্তি মৃত্যুদন্ড। পরের দুইজনের শাস্তি আমৃত্যু কারাদন্ড।
ক্যাংগারু কোর্টের দেয়া এই রায়। এটা বদলানোর সাধ্য কারও নাই। যে যত বড় আল্লাহ ভীরু, এই দেশে তাঁর তত বড় শাস্তি। নেজামে ইসলাম পার্টির অস্তিত্বই এখন খুঁজে পাওয়া ভার, সো এখন কেউ কিছু বলছেও না। সত্তর বছরের এই বৃদ্ধের হয়তো ফাঁসিতে ঝুলতে হবে আর কিছুদিন পরেই।
আমি এঁদের কাউকেই চিনি না। আগে কোথাও তাঁদের নাম যে পড়েছি এমনও না। কিন্তু এটা আন্দাজ করতে পারি, কি রকম জনপ্রিয়তা থাকলে একটা ফ্যামিলি থেকে এমপি, চেয়ারম্যান বছরের পর বছর নির্বাচিত হতে পারে? খুন, ধর্ষণের মত আকাম-কুকাম করলে কেউ কি এরকম হতে পারেন? এটা পাগলেও বিশ্বাস করবে না!
আসলে আওয়ামী লীগের এজেন্ডা ভিন্ন। সমস্ত জনপ্রিয় নেতাদের সমূলে উতপাটন করা। একসময় 'ভাল' আওয়ামী লীগের দিকেও ধেয়ে আসবে। ইন্ডিয়ার করদ রাজ্যের জন্য এটা যে অত্যন্ত জরুরী। স্বৈরশাসকদের ইতিহাস এটাই বলে। কোন পপুলার নেতা এমনকি তার নিজের দলেরও ছাড় পায় না।
নিউজ সূত্র
বিষয়: বিবিধ
২৫০৭৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঠিক বলেছেন। সহমত।
যথার্থ বলেছেন, সহমত
মন্তব্য করতে লগইন করুন