বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মূল কারিগর যারা

লিখেছেন লিখেছেন নয়ন খান ০১ জুন, ২০১৬, ১০:৫৬:৪৩ রাত

১. প্রাথমিক শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক (ডিজি) শ্যামল কান্তি ঘোষ।

২. পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সচিব বজ্র গোপাল ভৌমিক।

৩. কারিগরি শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব অশোক কুমার বিশ্বাস।

৪. সৃজনশীল পদ্ধতি বাস্তবায়নকারী মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন কর্মসূচির (সেসিপ) যুগ্ম পরিচালক রতন কুমার রায়।

৫.সৃজনশীল পদ্ধতি বাস্তবায়নকারী মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন কর্মসূচির (সেসিপ) বিশেষজ্ঞ ড. উত্তম কুমার দাশ।

৬. ঢাকা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক অদ্বৈত কুমার রায়।

৭. চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ড. পীযুষ কান্তি দন্ত।

৮. শিক্ষা মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী।

৯. বাংলাদেশের পাঠ্যপুস্তক বোর্ডের চেয়্যারম্যান নারায়ন চন্দ্র পাল।

১০. ঢাকা বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ্র।

১১. শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব অজিত কুমার ঘোষ।

১২. শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব পতিত পাবন দেবনাথ।

১৩. শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব অসীম কুমার কর্মকার।

১৪. শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-প্রধান স্বপন কুমার ঘোষ।

১৫. শিক্ষামন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শ্রী বনমালী ভৌমিক।

১৬. শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস।

১৭. শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার।

#মাইনরটিইসলামইনমুসলিমমেজরটিবাংলাদেশ

বিষয়: বিবিধ

১৪৭৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370688
০১ জুন ২০১৬ রাত ১১:০১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।
এদের শেকড় আরও অনেক বেশী গভীরে প্রোথিত।
০১ জুন ২০১৬ রাত ১১:৪৪
307562
নয়ন খান লিখেছেন : কিন্তু তাসের ঘরের মত খান খান হয়ে যাবে যখন সময় আসবে ইনশাআল্লাহ!
370701
০২ জুন ২০১৬ রাত ১২:১৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
০২ জুন ২০১৬ রাত ১২:৫৮
307582
নয়ন খান লিখেছেন : Happy>-
370719
০২ জুন ২০১৬ সকাল ০৭:৩৩
শেখের পোলা লিখেছেন : অস্তিত্ব সংকট ধেয়ে আসছে। উপায় নেই গোলাম হোসেন। জেগে ওঠ।
০২ জুন ২০১৬ রাত ১০:০৪
307692
নয়ন খান লিখেছেন : জেগে উঠার ডাকারও লোক নেই আজ!
370725
০২ জুন ২০১৬ সকাল ০৮:৪০
হতভাগা লিখেছেন : সরকারী প্রশাসনে ভারতের লোক আনার জন্য হিন্দুদেরকে দিয়ে চারাগাছ রোপন ও তার দেখভালের ব্যবস্থা দেওয়া হয়েছে ।

হিন্দুরা মুসলমানদের হিংসা করত সবসময়ই । এরা কখনও বাংলাদেশকে আপন করে নেয় নি ।
০২ জুন ২০১৬ রাত ১০:০৪
307693
নয়ন খান লিখেছেন : ১০০% খাঁটি কথা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File