মৃত নিজামী দিন দিন যেন আরো জীবন্ত হয়ে উঠছেন!
লিখেছেন লিখেছেন নয়ন খান ০১ জুন, ২০১৬, ০৪:৩০:৪০ রাত
২০০৪ সালে হুমায়ুন আজাদ মারা যান জার্মানীতে। কিভাবে মারা যান সে ব্যাপারে অনেক কথা আছে। সেদিকে আজ যাবো না। পাঠকদের মনে আছে কিনা জানিনা, তার শোকাহত পরিবার কিন্তু সেসময় সংবাদ সম্মেলন করে একটা অভিযোগ দায়ের করেছিল, "নিজামী মেরেছে।"
"কিভাবে নিজামী মারল?"
উত্তরে সদ্য বিধবা মিসেস আজাদ বলেছিলেন, "হুমায়ুন যেদিন জার্মানীতে যায়, সেদিনই সে নিজামীকে এয়ারপোর্টে দেখেছে। ও আমাকে বলেছিল ওর ভয় লাগছে।"
হ্যাঁ, সেদিন মন্ত্রী মাওলানা নিজামী আন্তর্জাতিক এক সম্মেলন, খুব সম্ভবত কৃষি বিষয়ক কোন এক সম্মেলনে যোগদানের জন্য পাশ্চাত্যের কোন এক দেশে যাচ্ছিলেন। আর তাতেই মিসেস লতিফা কহিনুর তার স্বামীর মৃতের কারন হিসাবে নিজামীকে পেয়ে গেয়েছিলেন। তখন পত্রিকায় আসছিল, "নিজামীর হাত এত লম্বা।"
এখন সেটাই দেখছি - নিজামীর হাত অনেক লম্বা। ফাঁসির পর থেকে প্রায় প্রতিদিনই বিশ্বের কোথাও না কোথাও উনাকে নিয়ে কথা উঠছে।
আমেরিকার মুসলমানদের সবচেয়ে বড় সংগঠন হল ইকনা-ICNA (ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা) । মুসলমানদের দাবী-দাওয়া নিয়ে আমেরিকায় ইসনা এবং ইকনা সবচেয়ে বেশী সোচ্চার। গত মেমোরিয়্যাল লং উইকেন্ডে বাল্টিমোরে হয়ে গেল বিশাল কনভেনশন। সারা দুনিয়ার সেরা সেরা স্কলারদের সমারোহ। জনগণের উপস্থিতি তিরিশ হাজার ছাড়িয়ে গেছে। শধু বাংগালী আমেরিকানই প্রায় দশ হাজারের মত এসেছিল! সেখান থেকেই মাওলানা নিজামীকে দেওয়া হল মরনোত্তর সম্মাননা সার্টিফিকেট। উনার ছেলে ড: নকিবের বক্তব্যে হাজার হাজার মানুষ কেঁদেছে আর ওয়াক থু দিয়েছে হাসিনাকে।
প্রায় একই সময়ে হল তুরস্কে এসাম (ESAM) কনফারেন্স। বিশ্বের নামকরা মুসলিম লিডার, স্কলার, তরুন-তরুনী ইন্টারপ্রেনারদের সম্মেলন। এই প্রথম বাংলাদেশ থেকে দাওয়াত দেয়া হয়েছিল নিজামী সাহেবের আরেক পুত্র ব্যারিস্টার নাজিব মোমেনকে।
উনার জীবনী এখন মানুষজন শুনতে চায়। হা হয়ে সবাই মোমেনের কথা শুনেছে, শহীদ নিজামীর ভিডিও ক্লিপ দেখেছে আর অভিশম্পাত করেছে বিশ্বব্যাপী জালিম শাসকদের প্রতি।
আসলে নিজামী সাহেবদের পরাজয় নাই। ছয় বছর জেলে থেকে তিনি যা করতে পারেননি, ফাঁসির পরেই আল্লাহ রাব্বুল আলামীন তা বাড়িয়ে আজ সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন। চোখের অশ্রু ভিজিয়ে বাংলাদেশের এই আলেমে দ্বীনের জন্য বিশ্বের বড় বড় আলেমেরা দোয়া করছে আর শপথ নিচ্ছে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। নিজামীকে মেরে হাসিনা চেয়েছিল সত্যের আওয়াজ স্তব্ধ করে দিতে, কিন্তু উল্টো হাসিনার কূকীর্তিই আজ দেশে-বিদেশ ছাপিয়ে অভিশম্পাতের তীর সর্বখানে ছড়িয়ে যাচ্ছে।
#মাওলানানিজামী #শহীদনিজামী #WeAreNizami
বিষয়: বিবিধ
২৪২৯৯ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো অনেক ধন্যবাদ
রমজান নিয়ে ব্লগীয় আয়োজনের প্রস্তুতি চলছে। অংশ নিতে পারেন আপনিও। বিস্তারিত জানতে-
Click this link
অসাধারণ লাগলো লিখাটি।
EB6YoKEYQuU
u92DOdXYGgI
u92DOdXYGgI
মন্তব্য করতে লগইন করুন