কান ধরা কয় প্রকার ও কি কি?
লিখেছেন লিখেছেন নয়ন খান ১৮ মে, ২০১৬, ০৫:১৭:০৭ সকাল
বাংলাদেশে "কান উতসব" শুরু হইয়াছে। এইবার জানিয়া লই কান ধরা মোট কত প্রকার ও কি কি।
মূলত: ইহা তিন প্রকার, যথা:
১) শাপলা চত্বরে কান ধরা:
ইহার অপর নাম "আলেমদের কান ধরা"। ইহারা সমাজে সম্মানিত হইলেও সুশীল সমাজে অপাংতেয়ও বলে বিবেচিত। পুলিশেরা ইহাদের কান ধরাইয়া উঠায় আর বসায়। মাইরের পরে বলে বিজয় অর্জিত হইয়াছে। টকশো বলিবে,বাহ্, বাহ্!
২) বাজানদের কান ধরানো:
ইহা আবার দুই প্রকার, যথা:
ক) মন্ত্রী কর্তৃক:
ইহাতে মন্ত্রী দাঁড়াইয়া থাকিবে, পুলিশ তাঁহার হুকুমে চাষা-ভূষা মানুষকে কান ধরাইয়া উঠা-বসা করাইবে।
খ) এমপি কর্তৃক:
এমপির সামনে শিক্ষক কান ধরিবেন, গুণিয়া গুণিয়া উঠিবেন আর বসিবেন, আবার পিছনে পড়িয়াও যাইবেন একসময়, যেহেতু বয়স অনেক, ৪৫ বছর শিক্ষকতা করা হইয়াছে তো!
শিক্ষক আবার দুই প্রকার: মুসলমান আর অমুসলমান।
মুসলমান বা জাহাংগীর, ড: মাহবুব টাইপের নাম হইলে এইটা নিয়ে কোন কথা বলা চলিবেনা, অমুসলমান বা শ্যামল কান্তি গোছের নাম হইলে আবার নীচের প্রকারের কান ধরা পার্টির জন্ম নিবে।
৩) সৌখিন কান ধরা:
ইহার আরেক নাম শাহবাগীয় কান ধরা।
অবশ্যই ঘটনাটা ইসলাম ও মুসলিম বিরোধী হইতে হইবে যাহা আগেই বলা হইয়াছে। ঘটনা ঘটার সহিত ত্বড়িত গতিতে ফেসবুকে সেলফি আপলোড করা হইবে, দিল্লী স্টারে আনামীয় সম্পাদকীয় লেখা হইবে, সারিবদ্ধভাবে দাঁড়াইয়া যাইবে স্ব স্ব কান ধরিয়া।
নীচে কিছু ছবি গাঁথিয়া দেওয়া হইল উপরের সংগাসমূহ বুঝিবার সুবিধার্থে।
বিষয়: বিবিধ
২৬৫৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেলিম ভাই শ্যামল স্যারকে এভাবে শাস্তি দিতে পারতেন । কারণ এটা শিক্ষকদের খুব পছন্দের শাস্তি ছাত্রদের উপর। স্কুল জীবনের ঝালও মিটতো।
মন্তব্য করতে লগইন করুন