নিজামীর সুপারিশ ছিল "বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হোক"
লিখেছেন লিখেছেন নয়ন খান ১১ মে, ২০১৬, ০৭:৫৯:০৮ সন্ধ্যা
এই হল নিজামীর গ্রামের বাড়ি!
মন্ত্রী হওয়ার পরও জীর্ণ-শীর্ণ কুটিরের পরিবর্তন হলো না। গ্রামে আসলে এখানেই উনি উঠতেন, উঠানে অজু করে কাছের মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন।
যারা নিজামীর কাছে সুপারিশের জন্য গিয়েছেন, তাদের কাছে "বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হোক" শব্দটি বেশ পরিচিত। উনার এলাকার লোকজন আসত। বলত, হুজুর আমাকে বদলির ব্যবস্থাটা করে দিন না, কাপ্তাই থেকে নর্থ বেংগলে ট্রান্সফারের ব্যবস্থাটা করেন ইত্যাদি। উনি দরখাস্তের উপরে লিখে দিতেন, "বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হোক"।একদিন এক মুখপোড়া ছেলে বলেই ফেলল, বিধি মোতাবেক ব্যবস্থা নিয়েই তো ওকে কাপ্তাই পাঠাইছে। আপনিও যদি ওইটা বলেন তাহলে ও এখানে আসল কেন? উনি বললেন, আগে ওখানে যাক তারপর এসো, বদলির ব্যবস্থা করা যায় কিনা তখন দেখা যাবে।
আহ! বাংলাদেশ যদি আজ বিধি মোতাবেক চলত!
বিষয়: বিবিধ
৪০৭৫৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন