ঢাবির সেই অধ্যাপক আবারো হিজাবী ছাত্রীকে ক্লাস থেকে বের করে দিলেন #মাইনরিটিইসলামইনমুসলিমমেজরিটিবাংলাদেশ

লিখেছেন লিখেছেন নয়ন খান ২৭ এপ্রিল, ২০১৬, ১০:০৯:০৬ রাত



হিজাব পরে ক্লাসে আসার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. আজিজুর রহমান বিরুদ্ধে।

মঙ্গলবার বিভাগের শ্রেণীকক্ষে এ ঘটনা ঘটে। ড. আজিজুর রহমান আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের প্রভাবশালী সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মনোবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের একজন ছাত্রী বোরকা পরে ক্লাসে আসছিলেন। ওই শিক্ষক তাকে বোরকা পরে ক্লাসে আসতে নিষেধ করেন। একই সঙ্গে যতদিন হিজাব পরে আসবে ততদিন তার ক্লাসের উপস্থিতিও দেয়া হবে না বলে জানান তিনি। এ ঘোষণার পর বেশ কয়েকটি ক্লাসে ছাত্রীটির ক্লাসে উপস্থিতি দেননি ওই শিক্ষক।

সহপাঠীরা জানায়, ছাত্রীটি প্রতিটি ক্লাসে উপস্থিত থাকলেও আজিজুর রহমান তার নাম ডাকেন না এবং উপস্থিতিও দেন না। সর্বশেষ মঙ্গলবার অনুষ্ঠিত ক্লাসেও একই ঘটনা ঘটায় ছাত্রীটি দাঁড়িয়ে তার হাজিরা দেওয়া জন্য স্যারকে অনুরোধ করে। ড. আজিজুর রহমান তাকে হিজাব খুলে ক্লাসে আসলে হাজিরা দেয়া হবে বলে জানিয়ে দেন এবং বলেন, তুমি কি ছাত্র না ছাত্রী সেটা কিভাবে বুঝবো। বিশ্ববিদ্যালয়ে তোমার আইডেনটিটি কি? এর পরপরই তাকে ক্লাস থেকে বের হয়ে যেতে বলেন। এই ঘটনায় কয়েকজন ছাত্রী প্রতিবাদ করলে তাদেরকেও ক্লাস থেকে বের করে দেন ওই শিক্ষক।

তবে ঘটনাটি অস্বীকার করে প্রফেসর ড. আজিজুর রহমান বলেন, হিজাব পরার কারণে তাকে বের করে দেয়া হয় নি। ওই ছাত্রীটি শিক্ষক ও বয়স্ক ব্যাক্তিদের শ্রদ্ধা করতে রাজী নয়। ওই দিনের ক্লাসেও সে আমার সঙ্গে অশ্রদ্ধাপূর্ণ আচারণ করেছে। যার কারণে তাকে ক্লাস থেকে বের করে দেয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. এ এম আমজাদ বলেন, ঘটনাটি আমি শুনিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোনো পোশাক নির্দিষ্ট করে দেয়া নেই। যে যেকোনো পোশাক পরে শিক্ষার্থীরা ক্লাসে আসতে পারবে।

উল্লেখ্য, গত বছরের ১৫ আগস্ট একই রকমভাবে আজিজুর রহমান বোরকা পরে আসার কারণে নাবিলা ইকবাল নামে তৃতীয় বর্ষের এক ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেন। সংবাদমাধ্যমে তখন এই খবর প্রকাশিত হয়েছিল।

Click this link

#মাইনরিটিইসলামইনমুসলিমমেজরিটিবাংলাদেশ

বিষয়: রাজনীতি

১৩২৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367326
২৭ এপ্রিল ২০১৬ রাত ১১:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মনোবিজ্ঞান এর অধ্যাপক কে পাগল এর ডাক্তারে দেখান জরুরি!
২৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৭
304869
নয়ন খান লিখেছেন : একদম ঠিক
367340
২৮ এপ্রিল ২০১৬ রাত ০৪:৩৯
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেই চলছে, আমরা কোন জোড়াল প্রতিবাদ করছিনা এই জন্য।
২৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৮
304870
নয়ন খান লিখেছেন : শক্ত প্রতিবাদ করলে শয়তানেরা এই সাহস পেতনা!
367345
২৮ এপ্রিল ২০১৬ সকাল ০৫:০৯
শেখের পোলা লিখেছেন : সারের মিথ্যাটা কিভাবে প্রতিষ্ঠা পেল? ক্লাশেতো আরও ছাত্র ছাত্রী ছিল৷ তারাকি দেখেনি?
২৮ এপ্রিল ২০১৬ দুপুর ০২:০৮
304819
গাজী সালাউদ্দিন লিখেছেন : মনোবিজ্ঞান বিভাবে তার ছিড়া লোকই বেশি। এইরকম অবমাননাকর ঘটনায় বেশি সংখ্যক খুশিই হবে।
২৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
304871
নয়ন খান লিখেছেন : ছাত্র/ছাত্রীরা তো ভালই দিয়েছে দেখলাম ইউটিউবে!
367352
২৮ এপ্রিল ২০১৬ সকাল ০৭:৩৪
চেতনাবিলাস লিখেছেন : এইধরনের শিক্ষকেরা মুসলমানদের জন্য অভিশাপ |
২৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
304872
নয়ন খান লিখেছেন : এরা মুসলিম নামধারী কলংক, সমাজের কীট।
367356
২৮ এপ্রিল ২০১৬ সকাল ০৮:০৭
হতভাগা লিখেছেন : The Psycho of the Psycho Dept
২৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪০
304873
নয়ন খান লিখেছেন : Yes, for sure
367364
২৮ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৪৬
জ্ঞানের কথা লিখেছেন : আজকে ওনাকে মেসেজ দিয়েছি। আল্লাহ হেদায়েত করুন।
২৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪০
304874
নয়ন খান লিখেছেন : আমীন।
367381
২৮ এপ্রিল ২০১৬ দুপুর ০২:১০
গাজী সালাউদ্দিন লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌। আমার ডিপার্ট্মেন্টে কখনো এমন ঘটেনি। আমার জেলে যাওয়া, সেখানে বসে পরীক্ষা দেওয়া, তারপর আবার নিয়মিত ক্লাস পরীক্ষা দেওয়াতে কোন সমস্যা হয়নি বা কেউ করেনি। ছাত্র শিক্ষক যথেষ্ঠ সফট মাইন্ডের, এমনকি আওয়ামী শিক্ষকরাও।
২৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪০
304875
নয়ন খান লিখেছেন : আলহামদুলিল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File