ভারতে বাংলাদেশী সাংবাদিক নাজেহাল: কিন্তু তারপরেও এ কেমন ইজ্জত বিক্রির দালালী!
লিখেছেন লিখেছেন নয়ন খান ৩০ মার্চ, ২০১৬, ০৭:৩৬:০৯ সন্ধ্যা
পড়ুন আরেক দালাল কিভাবে সাফাই গাচ্ছে? পরিষ্কারভাবে "বাংলাদেশী পাসপোর্ট নট আ্যালাউড" বলার পরেও ওরা নাকি চিনতে পারেনি!
হুমায়ূন কবির ভূঁইয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমার অনুমান, ওরা বাংলাদেশের মানুষকে পাকিস্তানের লোকদের সঙ্গে গুলিয়ে ফেলছে। ভারতের কিছু অঞ্চলে সম্ভবত পাকিস্তানি নাগরিকদের হোটেলে রাখার ব্যাপারে আইনত কিছু বিধিনিষেধ আছে। আমার মনে হয়, ওই বিধিনিষেধগুলো ওরা বাংলাদেশীদের ওপরও খাটানোর চেষ্টা করছে।’
মুম্বাইয়ে বাংলাদেশী সাংবাদিক হয়রানিতে কী বার্তা পেয়েছে জনগণ
বিষয়: রাজনীতি
১০৪০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাই হোক, চ্যানেল আঈকে চোখের ডাক্তার দেখানো উচিৎ।
মন্তব্য করতে লগইন করুন