নিজামী সেখানেই সবচেয়ে বেশী ভোট পেতেন!

লিখেছেন লিখেছেন নয়ন খান ১৫ মার্চ, ২০১৬, ০৮:০৩:০৩ রাত



যে তিন অভিযোগ নিজামী সাহেবের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আওয়ামী ক্যাংগারু কোর্ট, তার দুটিতে (২ ও ৬ নং এ) আছে পাবনার সাঁথিয়া উপজেলার বাউশগাড়ি ও ধুলাউড়ি গ্রামের নাম। অথচ এই দুই গ্রামসহ সমগ্র ধুলাউড়ী ইউনিয়নে উনি সব সময়ই রেকর্ড সংখ্যক ভোট পেতেন। এমনকি তাঁর নিজের ধোপাদহ ইউনিয়নের চেয়েও বেশী। সেই ধুলাউড়ী ইউনিয়নের চেয়ারম্যান তরুন জামাত নেতা মুখলেসুর রহমান হলেন বর্তমান সাঁথিয়া উপজেলার চেয়ারম্যান। মারাত্মক পপুলার!

যে স্থানের কথা বলা হচ্ছে সেই স্থান দুটো আবার ভোটার সেন্টারও। যদি উনি ওসব অপকর্মের সাথে জড়িত থাকতেন, তাহলে কষ্মিনকালেও সেখানে এত ভোট পেতেন না। এমনকি যাঁদের আত্মীয়-স্বজন ওই স্থানে শহীদ হয়েছেন, সেসব ভিকটিম ফ্যামিলিও নিজামীর স্বপক্ষে ক্যাম্পেইন করেছেন।

একবার শাহরিয়ার কবির, মুনতাসীর মামুন গংরা টিভি-ক্যামেরা ম্যান নিয়ে হাড়-গোরের সন্ধানে ধূলাউড়ী বাজারে যায়, সেখানকার লোকজনদের প্ররোচিত করে উনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে। লোকজন তাদের মোটিভ টের পেয়ে দাবড়ানি দেয়।

এসব কথা আজ কে বলবে? কোন মিডিয়ায় আসবে? আসবে না। যখন আপনি অন্য কোন দেশের কাছে বিক্রী হয়ে যান, তখন সব কিছুই উল্টো চোখে দেখেন।

যে তিন অভিযোগে চূড়ান্ত রায়ে নিজমীর মৃত্যুদণ্ড

বিষয়: বিবিধ

২৯৩৩৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362590
১৬ মার্চ ২০১৬ রাত ১২:৩৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
১৬ মার্চ ২০১৬ রাত ০২:০০
300509
নয়ন খান লিখেছেন : যাক দুষ্ট পোলার ভাল লেগেছে Happy
362632
১৬ মার্চ ২০১৬ দুপুর ০২:৫৩
কুয়েত থেকে লিখেছেন : ওনার এলাকায় এক নিজামীর কারনে হাজার নিজামী তৈরী হয়েছে। সৎ লোকের বিকল্প নেই দেরিতে হলেও এই জাতি তা বুঝতে পারছে। ধন্যবাদ আপনাকে
১৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৩
300544
নয়ন খান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
362668
১৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৩
300545
নয়ন খান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
363084
২০ মার্চ ২০১৬ রাত ১১:৩৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File