সামনের কয়েকদিন কেমন হবে সংবাদপত্রের হেড লাইন?
লিখেছেন লিখেছেন নয়ন খান ১০ জুলাই, ২০১৫, ১২:০৮:৫৮ রাত
"আমার সারা শরীরে আওয়ামী লীগের রক্ত। মন্ত্রীত্বের জন্য রাজনীতি করিনা। আজীবন শেখ হাসিনার নেতৃত্বে মানুষের সেবা করে যাব।"
"আমার নেত্রী, জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রের জন্য কাজ করছেন। তিনি যেটা ভাল মনে করেন সেটাই মেনে নেব।"
"মন্ত্রী নয় আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হয়ে মরে যেতে চাই।"
"মন্ত্রীত্বের চেয়ে আওয়ামী লীগের একজন সাধারন সদস্য হিসাবে আমার মর্যাদা অনেক বেশী।"
"এখন আমি নিশ্চিন্তে দলকে অনেক সময় দিতে পারব।"
"আমার নেত্রী যা করেছেন ঠিকই করেছেন। বংগবন্ধুর রক্ত যার ভিতরে আছে সে কখনো ভুল করতে পারে না।"
সম্পাদকীয় হবে এমন:
"একজন নির্মোহ মানুষ হিসাবে তাঁর নাম লেখা হয়ে থাকবে।"
"অতি সজ্জন আশরাফ উদাহরণ সৃষ্টি করলেন।"
"বাবার মত নিজ থেকেই প্রধানমন্ত্রীকে বলে অব্যাহতি নিলেন।"
"তাঁর মন্ত্রণালয় ছিল সবচেয়ে ক্লিন। এখানে কোন টাকার লেনদেন হয়নি।"
"যে নেতা মানুষের, যাঁর কোন লোভ নাই।"
বিষয়: বিবিধ
১০৮৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাসিনা গঙ্গা চুক্তি করার পর কত কিছুই যে ভাইসা আসতাছে....
মন্তব্য করতে লগইন করুন