সামনের কয়েকদিন কেমন হবে সংবাদপত্রের হেড লাইন?

লিখেছেন লিখেছেন নয়ন খান ১০ জুলাই, ২০১৫, ১২:০৮:৫৮ রাত

"আমার সারা শরীরে আওয়ামী লীগের রক্ত। মন্ত্রীত্বের জন্য রাজনীতি করিনা। আজীবন শেখ হাসিনার নেতৃত্বে মানুষের সেবা করে যাব।"

"আমার নেত্রী, জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রের জন্য কাজ করছেন। তিনি যেটা ভাল মনে করেন সেটাই মেনে নেব।"

"মন্ত্রী নয় আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হয়ে মরে যেতে চাই।"

"মন্ত্রীত্বের চেয়ে আওয়ামী লীগের একজন সাধারন সদস্য হিসাবে আমার মর্যাদা অনেক বেশী।"

"এখন আমি নিশ্চিন্তে দলকে অনেক সময় দিতে পারব।"

"আমার নেত্রী যা করেছেন ঠিকই করেছেন। বংগবন্ধুর রক্ত যার ভিতরে আছে সে কখনো ভুল করতে পারে না।"

সম্পাদকীয় হবে এমন:

"একজন নির্মোহ মানুষ হিসাবে তাঁর নাম লেখা হয়ে থাকবে।"

"অতি সজ্জন আশরাফ উদাহরণ সৃষ্টি করলেন।"

"বাবার মত নিজ থেকেই প্রধানমন্ত্রীকে বলে অব্যাহতি নিলেন।"

"তাঁর মন্ত্রণালয় ছিল সবচেয়ে ক্লিন। এখানে কোন টাকার লেনদেন হয়নি।"

"যে নেতা মানুষের, যাঁর কোন লোভ নাই।"

বিষয়: বিবিধ

১১০৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329412
১০ জুলাই ২০১৫ রাত ১২:২৯
মাটিরলাঠি লিখেছেন :
হাসিনা গঙ্গা চুক্তি করার পর কত কিছুই যে ভাইসা আসতাছে....
১০ জুলাই ২০১৫ রাত ০২:০৯
271729
নয়ন খান লিখেছেন : তার সাথে আমরাও ভাসিয়া যাইতেছি...
329418
১০ জুলাই ২০১৫ রাত ০১:৪৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বড় উইকেট কিন্তু।..সামনে আরো আসতে পারে..মায়া, জামরুল ... ধন্যবাদ।
১০ জুলাই ২০১৫ রাত ০৩:৩৩
271740
নয়ন খান লিখেছেন : ওগুলোর বদলে আরো বড় সাইজের মায়া, গমরুল আসবে। তাতে জনগণের লাভ কি?


329432
১০ জুলাই ২০১৫ রাত ০৪:৪৮
এ,এস,ওসমান লিখেছেন : এটাও শিরোনাম হতে পারে আবারও পদ্মা সাঁকো সংকারন জন্য সংসদে বড় ধরনের বাজেট পাশ। Tongue Tongue Tongue Tongue
১০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
271794
নয়ন খান লিখেছেন : দারুণ তো!
329442
১০ জুলাই ২০১৫ সকাল ০৮:২০
শেখের পোলা লিখেছেন : একে একে সবাই দফ্তর বিহীন হয়ে যাক৷ ক্ষতি কি?মন্ত্রীত্বতো আর যাচ্ছেনা৷
১০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
271795
নয়ন খান লিখেছেন : গণতন্ত্রের স্বার্থেই আশরাফ দপ্তরবিহীন: সুরঞ্জিত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File