“আপনারা বলুন কোন বুদ্ধিজীবীকে হত্যা করেছিলেন আমার বাবা?”
লিখেছেন লিখেছেন নয়ন খান ১৭ জুন, ২০১৫, ০৩:৪০:১০ রাত
আলী আহমদ মাবরুর (মুজাহিদের ছেলে), হাসান ইকবাল (কামারুজ্জামানের ছেলে) আর হাসান জামিল (কাদের মোল্লার ছেলে), তোমাদের প্রশ্নের উত্তর কে দেবে? রাস্ট্র তোমাদের প্রশ্নের উত্তর দিবে না। তবে হ্যাঁ, নিশ্চয়ই একজনে উত্তর দিবেন। অপেক্ষা করো।
তোমাদেরকে কথাগুলো মনোযোগ সহকারে পড়ি, টিভিতে দেখি। নিজেকে তোমাদের অবস্থানে কল্পনায় রাখি। আত্মাটা ছটফট করে। দু'গন্ড বেয়ে অশ্রু ঝরে। কেমন করে সহ্য করা যায় এই অসম বিচার? তোমরা কেমন করে পার করছো প্রতিটা দিন?
নির্জলা মিথ্যাচার! যে রাস্ট্র মানুষের জান-মালের নিরাপত্তা দিবে, সেই রাস্ট্রই কিনা মিথ্যার পাহাড় সাজিয়ে শুলে চড়িয়ে তোমাদের বাবাদের হত্যা করছে।
জানো, তোমরা ইতিহাস সৃষ্টি করছো? নিস্পাপ বাবাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে দেখছো! এক শ্রেণীর বিকৃত জনতার উল্লাস দেখছো, সাথে দেখছো জ্ঞান-পাপীদের কলংকিত শ্রেণীবিন্যাস! বিচারপতিরা এমন
ইতিহাসের ধারাই এমনটি। কিছু কিছু পরিবারকে যে সীমাহীন অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়! আজ পৃথিবী স্বচক্ষে দেখছে কেমন করে তোমরা আর মিশরের ওই পরিবারগুলো অসহায়ভাবে তাদের সামনেই তাদের প্রিয়জনদের হারাতে দেখছে। একমাত্র উপরের দিকে চাওয়া ছাড়া সাহায্য করার মতো তোমাদের কেউই নাই।
আল্লাহ এভাবেই পছন্দ করেন। আমরা হয়তো পারতামনা। এজন্যই তোমাদের পরিবারগুলোকে পছন্দ করেছেন। তোমরা বেঁচে থাকবে আজীবন। ইতিহাসের সত্যতা এই যে ইতিহাসের নির্মমতা থেকে কেউ শিক্ষা নেয়না। জালিমেরা শিক্ষা নেবে না। তোমাদের বাবাদের একমাত্র অপরাধ হলো, তারা মহামহিম প্রতিপালকের প্রতি ঈমান এনেছে। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়্যুমিনু বিল্লাহিল আযীযিল হামিদ।
বিষয়: বিবিধ
১৪৩৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালই বলেছেন, মনেহয় আকাশ ও জমিনের মালিকের কাছে হাত পাতা ছাড়া কিইবা করা যায় !
হযরত অসমান (রাঃ) আলী (রাঃ) দেরও একই পরিণতি হয়েছিল।
আজও পৃথিবীতে যারা তাদের পদাঙ্ক অনুসরণ করছে তাদেরও একই পরিণতি ভোগ করতে হচ্ছে।
বরং যদি এই পরিণতি ভোগ না করত তাহলেই বরং এরা এবং এদের দল রাসূল (সঃ) এর সত্যিকারের অনুসারী কিনা সে ব্যাপারে প্রশ্ন থেকে যেত।
মন্তব্য করতে লগইন করুন