“আপনারা বলুন কোন বুদ্ধিজীবীকে হত্যা করেছিলেন আমার বাবা?”

লিখেছেন লিখেছেন নয়ন খান ১৭ জুন, ২০১৫, ০৩:৪০:১০ রাত



আলী আহমদ মাবরুর (মুজাহিদের ছেলে), হাসান ইকবাল (কামারুজ্জামানের ছেলে) আর হাসান জামিল (কাদের মোল্লার ছেলে), তোমাদের প্রশ্নের উত্তর কে দেবে? রাস্ট্র তোমাদের প্রশ্নের উত্তর দিবে না। তবে হ্যাঁ, নিশ্চয়ই একজনে উত্তর দিবেন। অপেক্ষা করো।

তোমাদেরকে কথাগুলো মনোযোগ সহকারে পড়ি, টিভিতে দেখি। নিজেকে তোমাদের অবস্থানে কল্পনায় রাখি। আত্মাটা ছটফট করে। দু'গন্ড বেয়ে অশ্রু ঝরে। কেমন করে সহ্য করা যায় এই অসম বিচার? তোমরা কেমন করে পার করছো প্রতিটা দিন?

নির্জলা মিথ্যাচার! যে রাস্ট্র মানুষের জান-মালের নিরাপত্তা দিবে, সেই রাস্ট্রই কিনা মিথ্যার পাহাড় সাজিয়ে শুলে চড়িয়ে তোমাদের বাবাদের হত্যা করছে।

জানো, তোমরা ইতিহাস সৃষ্টি করছো? নিস্পাপ বাবাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে দেখছো! এক শ্রেণীর বিকৃত জনতার উল্লাস দেখছো, সাথে দেখছো জ্ঞান-পাপীদের কলংকিত শ্রেণীবিন্যাস! বিচারপতিরা এমন

ইতিহাসের ধারাই এমনটি। কিছু কিছু পরিবারকে যে সীমাহীন অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়! আজ পৃথিবী স্বচক্ষে দেখছে কেমন করে তোমরা আর মিশরের ওই পরিবারগুলো অসহায়ভাবে তাদের সামনেই তাদের প্রিয়জনদের হারাতে দেখছে। একমাত্র উপরের দিকে চাওয়া ছাড়া সাহায্য করার মতো তোমাদের কেউই নাই।

আল্লাহ এভাবেই পছন্দ করেন। আমরা হয়তো পারতামনা। এজন্যই তোমাদের পরিবারগুলোকে পছন্দ করেছেন। তোমরা বেঁচে থাকবে আজীবন। ইতিহাসের সত্যতা এই যে ইতিহাসের নির্মমতা থেকে কেউ শিক্ষা নেয়না। জালিমেরা শিক্ষা নেবে না। তোমাদের বাবাদের একমাত্র অপরাধ হলো, তারা মহামহিম প্রতিপালকের প্রতি ঈমান এনেছে। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়্যুমিনু বিল্লাহিল আযীযিল হামিদ।

বিষয়: বিবিধ

১৪৪৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326323
১৭ জুন ২০১৫ সকাল ০৫:২২
এনাম বিন আব্দুল হাই লিখেছেন : ইন্নাল্লাহা মায়াস সাাবিরীন
১৭ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
268764
নয়ন খান লিখেছেন : ইনশাল্লাহ
326324
১৭ জুন ২০১৫ সকাল ০৫:৫২
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : গুলি করে বুদ্ধিজীবিদের হত্যা করতে হয়না ! তাদের মতের উপর সার্বভৌম একটি মত প্রতিষ্টা করতে পারা তাদেরকে হত্যার চেয়ে কম কিসে ।
ভালই বলেছেন, মনেহয় আকাশ ও জমিনের মালিকের কাছে হাত পাতা ছাড়া কিইবা করা যায় !
১৭ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
268766
নয়ন খান লিখেছেন : আর অপেক্ষা করা...
326332
১৭ জুন ২০১৫ সকাল ০৮:১৩
আবু জারীর লিখেছেন : হযরত ওমর (রাঃ) দুনিয়াতি দ্বিতীয়জন নাই কিন্তু তাকেও নিহত হতে হয়েছিল কুচক্রীদের হাতে!

হযরত অসমান (রাঃ) আলী (রাঃ) দেরও একই পরিণতি হয়েছিল।

আজও পৃথিবীতে যারা তাদের পদাঙ্ক অনুসরণ করছে তাদেরও একই পরিণতি ভোগ করতে হচ্ছে।

বরং যদি এই পরিণতি ভোগ না করত তাহলেই বরং এরা এবং এদের দল রাসূল (সঃ) এর সত্যিকারের অনুসারী কিনা সে ব্যাপারে প্রশ্ন থেকে যেত।
১৭ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
268767
নয়ন খান লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।
326368
১৭ জুন ২০১৫ দুপুর ১২:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইসলামই তাদের একমাত্র অপরাধ।
১৭ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
268768
নয়ন খান লিখেছেন : এছাড়া আর কি হতে পারে!
326372
১৭ জুন ২০১৫ দুপুর ১২:২৯
আবু জান্নাত লিখেছেন : এই বিচারই শেষ বিচার নয়। ক্বেয়ামতের ময়দানে হবে চুড়ান্ত বিচার। তখন বুঝা যাবে, বিচারপতির উপরও বিচারপতি আছেন, আদালতের উপরও আদালত আছে। কোন মিথ্যার সুযোগ সেখানে রবে না।
১৭ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
268770
নয়ন খান লিখেছেন : সেদিন তাদের মুখ বন্ধ থাকবে। হাত কথা বলবে, শরীরের সমস্ত অংগ প্রত্যংগ সাক্ষী দিবে।
326384
১৭ জুন ২০১৫ দুপুর ০১:৪৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওরা তো কোন জবাব দেবে না! রাজনৈতিক প্রতিহিংসা এবং প্রভুদের জন্য মনোরঞ্জনের জন্যই ফাঁিস দিচ্ছে.. ধন্যবাদ।
১৭ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
268771
নয়ন খান লিখেছেন : ওদের কাছে কোন জবাব নেই। ওরা জন্মেছেই অবিচার, নির্যাতন করার জন্য। কোন যুক্তিই ওদের কাছে গ্রহনযোগ্য নয়।
326430
১৭ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : রাসূল (স) মক্কায় যখন ইসলামের দাওয়াত দিলেন তখন মক্কার কাফেরেরা রাসূল (স) পাগল, ভন্ড, প্রতারক, যাদুকর, কবি আরোও নানান রকম উপাধি দিয়েছিল, যদি রাসূল (স) তাদের মাঝে নবুয়তের পূর্বে ৪০ টা বছর আল-আমিন হিসেবেই ছিলেন। যখন কোন কোরানের আয়াত নাযিল হতো তখন তারা ঐ আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য হাজারো মন গড়া কাহিনী বানাইতো। আজ বাংলার জমিনে জামাত ইসলামির বিরোধীরাও মক্কার কাফের ও মুনাফিকদের ভূমিকায় অবতীর্ণ। আর মহান আল্লাহ এই সমস্ত লোকদের সাথে তর্ক করে সময় নষ্ট করতে নিষেধ করেছেন। আল্লাহ এদরকে হেদায়াতের পথ দেখিয়ে দিন, আর যদি হেদায়েতের উপযুক্ত না হয়, তাহলে এদের পরিনতি ফেরাউন, নমরুদের মতই করে দিন। ছুম্মা আমিন।
১৭ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
268772
নয়ন খান লিখেছেন : আমীন সুম্মা আমীন।
326458
১৭ জুন ২০১৫ রাত ০৮:২০
শেখের পোলা লিখেছেন : আল্লাহর পরীক্ষায় তাঁরা গোল্ডেন প্লাস পেয়েছেন৷ এতেই আমাদের শান্তনা৷ ধৈর্য ধরুন৷
২৩ জুন ২০১৫ রাত ১১:৪১
269481
নয়ন খান লিখেছেন : ইনশাআল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File