এখন তাদের হ্যান্ডশেক করা নিয়ে আর কেউ কথা বলে না!
লিখেছেন লিখেছেন নয়ন খান ১১ জুন, ২০১৫, ১২:০০:১৯ রাত
খালেদা জিয়া যখন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন, তখন কোন পুরুষ মানুষ তিনি যেই হোন না কেন হাত মেলাতেন না। ইরানের সেসময়কার প্রধানমন্ত্রী হাসেমী রাফসানজানী খালেদার এরকম দৃঢতার প্রশংসা করেছিলেন।উনার উদাহরণ টেনে বলতেন খালেদা জিয়া আন্তর্জাতিক সম্মেলনেও বিদেশি প্রভাবশালী নেতাদের সাথে হাত মেলান না। কেউ হাত আগায়ে দিলে উনি শুধু মুচকি হাসি দিতেন।
হাসিনাও রয়ে সয়ে মেলাতেন প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর। চুপি চুপি মেলাতেন। পোপের সাথে হাত মেলানোর ছবি মিডিয়ায় আসলে সারাদেশে যেন তুলকালাম কান্ড বেধে যায়। আওয়ামী নেতারা অনেক ব্যাখ্যা নিয়ে হাজির হতেন জনগনের প্রশ্নের উত্তর দিতে।
এখন আর এসব লাগে না। দুই নেত্রীর ব্যক্তিত্বে এমন ধ্বস নেমেছে যে এসব করতে আর একটুও বাধে না। পাপিস্ঠদের আল্লাহ এভাবেই মৃত্যুর আগে দেখিয়ে থাকেন।
বিষয়: বিবিধ
২২৭০ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটাকে তো আমার কাছে হ্যান্ডশেক মনে হচ্ছে না , হ্যান্ড শেকে একজন আরেকজনের হাত গ্রিপ করার মত করে । এখানে শুধু মোদিই গ্রিপ করেছে ।
অথচ ইসলাম এটা সমর্থন করে না।
মন্তব্য করতে লগইন করুন