শুরু হোক এক দফার আন্দোলন। লাগাতার হরতাল-অবরোধ দিয়ে আওয়ামীদের হঠাও হে বাংলার জনগন!

লিখেছেন লিখেছেন নয়ন খান ০৪ মার্চ, ২০১৩, ১১:৫৮:২৭ রাত



এত লাশের সাথে বেঈমানী করোনা, হে বিএনপি, জামাত, ৮ দল, ১২ দলীয় ইসলামী মোর্চা, ১৪ দলীয় জোট!

লাগাতার হরতাল দাও, অবরোধের কর্মসূচী দাও। একের পর এক আঘাত করে নাস্তিকদের না হঠানো পর্যন্ত ক্ষান্ত দিয়ো না।

দানব পুলিশদের ভয়াবহতার ভিডিও সারা দেশে ছড়িয়ে দাও, শিশু মারার, নারী হত্যার নির্মমতা বড় বড় মনিটরে প্রদর্শন করো অলি-গলিতে। পুলিশ-বিজিবি সদস্যদের পরিচয় সারা দেশে ছড়িয়ে দাও। কেহই বেশীদিন বাঁচতে পারেনি। আওয়ামী গোটা মন্ত্রীসভার ফেরআউন, নমরুদের করুন পরিণতি হতে বাধ্য। পলায়ন শুরু হয়ে গেছে।

সারা দেশের মহিলা পাহলোয়ানরাও জেগেছে।

সারা দেশ তোমাদের সাথে। বিশ্বের এমন কোন ইনস্টিটিউট নাই যে আওয়ামীদের বর্বরতার নিন্দা জানায় নাই। একমাত্র ভারতই দুনিয়া না।

সমগ্র পুলিশের পলায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। গোপাল গন্জ দিয়ে রক্ষা পাওয়া যাবেনা।

আপোষহীন হও, হে নওজোয়ানরা আপোষহীন হও। নীচের এই মহিলাদের মত আপোষহীন হও। মনে রেখো, ইসলাম জিন্দা হোঁতা হ্যাঁয়, হার কারবালাকে বাদ। প্রত্যেক কারবালার পরেই ইসলাম জিন্দা হয়। বাংলাকে রক্ষা করো, ইসলামকে রক্ষা করো শাহবাগীদের কবল থেকে।

null











বিষয়: বিবিধ

১২৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File