তোমরা এভাবে ওদের ধ্বংস করতে পারবা না?
লিখেছেন লিখেছেন নয়ন খান ৩০ জানুয়ারি, ২০১৫, ০১:৩৩:২১ রাত
তরতাজা যুবকদেরকে তোমরা হত্যা করছো! মায়ের কোল থেকে নিয়ে এসে গাড়ী চাপা, বন্দুকযুদ্ধ নাম দিয়ে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলছ। নির্যাতন করে তাদের হাত-পায়ের নখ, চামড়া, বিভিন্ন স্পর্শকাতর অংগসমূহ উপড়ে ফেলছো। শুরু করেছো সেই ছয় বছর আগ থেকে। দমাতে পেরেছো কি? একটুও টলাতে পেরেছো কি তাঁদের মনোবল? পারো নি। পারবেও না।
কত অত্যাচার করবে? আর কত পাষাণ হবে তোমরা? আর কত অমানুষ হলে বলা হয় আওয়ামী লীগ? বাংলার মানুষ এতদিনও জানত না এদেশের মানুষ তাদেরই স্বগোত্রীয় ভাইদেরকে এভাবে মারতে পারে। তোমরা ইন্ডিয়ান পান্ডাদের বিভিন্ন বাহিনীতে ঢুকায়ে সেটাই সম্ভব করেছো। দেশটা শেষ করে দিলে।মূর্খদের অত্যাচারে আজ পূরো জাতিই যেন কোনঠাসা।
কোন আদর্শকে এভাবে শেষ করা যায় না। তোমরাও পারবে না। অত্যাচারের মাত্রা হয়তো আরো বাড়িয়ে দিবা। তারপর কি হবে? শয়তানের শেষ যাত্রা কোথায় হয় সেটা তোমরা তোমাদের বাবার কাছ থেকেও শেখোনি। আসলে তোমরা মানুষ নও, অন্য প্রজাতি। সত্যি তোমরা আওয়ামী লীগ।
বিষয়: বিবিধ
১২৫৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শক্তি যেমন নিঃশেষ হয় না, শুধু মাত্র রুপান্তরিত হয়। এটাই শক্তির নিত্যতাবিধি। তেমনি আদর্শ কখন নিঃশেষ হয় না, শুধু মাত্র নাম পরিবর্তিত হয়ে নতুন আলোয় উদ্ভাসিত হবে। অনেক ধন্যবাদ সিরাজ ভাই। আসুন সবাই শহীদ ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ্ যেন তাদের কে কবুল করেন, তাদের ত্যাগের বিনিময়ে এই দেশে ইসলাম কে বিজয়ী করেন । আমীন ।
কারেকশন: আমি কিন্তু আপনার সিরাজ ভাই না, আমি নয়ন খান।
এটা হলো হাসিনা মার্কা গনতনর নমুনা
মন্তব্য করতে লগইন করুন