নিজামীকে যেমন দেখেছি

লিখেছেন লিখেছেন নয়ন খান ২৪ জুন, ২০১৪, ১২:২২:৪০ রাত



প্রথমেই বলে রাখি আমি নিজামীর পার্টিতে নাম জীবনেও লেখাইনি। তার দলের ভক্ত-অনুরক্তও আমি নই। একই এলাকার মানুষ। তাই খুব কাছ থেকে এই অসাধারণ ব্যক্তিত্বকে দেখেছি। তাই পাঠকদের সাথে এই সময়ে কয়েকটি ঘটনা শেয়ার না করলে তাঁকে খাটো করা হবে।

তখন আমি সবে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি।ক্লাশ শুর হয়নি। রাজনীতি টাজরীতি বুঝি না। ৮৬ সালে ইলেকশনে উনি আমাদের এলাকায় প্রার্থী হন। এর আগে উনার নামও আমরা শুনিনি। অথচ উনার গ্রাম আমাদের গ্রাম থেকে মাত্র দুই কিমি হবে। শুধুমাত্র মোহনীয় ভাষণ আর ব্যক্তিত্বের প্রভাবে এই অচেনা মানুষকে যে কি পরিমান আমজনতা ভোট দিয়েছিল, তা বিশ্বাস করা কঠিন। তবুও জিতলেন না। বেহায়া মিলিটারী লিডারের সুযোগ্য অনুসারী মেজর (অবHappy মন্জুর কাদেরকে নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করল।

নিজামী জিতলেন না ঠিকই, তখন থেকেই তিনি কিন্তু মানুষের মণিকোঠায় ঠিকই স্হান করে নিলেন।

শ্রমিকদের সাথে নিজামী:

প্রথম নির্বাচনে পরাজয়ের পরও প্রতিমাসে অন্তত: একবার এলাকায় আসতেন। এলাকার মানুষের সাথে যেভাবে হাত মিলাতেন (একদিন দেখলাম রাস্তার মাটিকাটা শ্রমিকদের কাছে গাড়ী থেকে নেমে পায়ে হেঁটে গিয়ে কোলাকুলি করছেন আর শ্রমিকরা, 'হুজুর হুজুর আমাদের হাত নোংরা', 'গায়ে মাটি' ইত্যাদি বলছে), গভীর পলকে তাকিয়ে তাদের পরখ করতেন, সবার সুখ-দু:খের কথা বিরামহীনভাবে শুনতেন তা সত্যি অনুকরণীয়। পথের ফকিরদেরকেও উনি বন্চিত করতেন না। ৫০০ টাকা, ১০০ টাকার নোট পকেট থেকে বের করে বিলি করতেন। শুধু ইলেকশনের সিজনে কিন্তু না!

উনার নাম মনে রাখার গুণটিও কিন্তু চমতকার! একবার কারো নাম শুনলেই বেশ মনে রাখতে পারতেন।

মুক্তিযোদ্ধাদের প্রতি নিজামী:

একদিন আমাদের গ্রামে উনি এলেন। আমাদের পুরো গ্রামই মুক্তিযোদ্ধাদের। আমার নানার দূর সম্পর্কের দিক থেকে উনি আত্মীয়। নানা উনাকে মামা ডাকতেন। নানার পুরো পরিবার আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন। গ্রামে এসে উনি নানাকে একদিন বুকের সাথে বুক মেলালেন। ভোট নিয়ে কথা বলতেন না। শুধু কুশল বিনিময় আর ছোটবেলাকার কথা স্মরণ করলেন। তাতেই নানা কূপোকাত। জীবিত থাকতে সারা জীবন উনার কথা মনে করেছেন আমার নানা।

আমার এক দূর সম্পর্কের মামা এলাকার মুক্তিযোদ্ধাদের কমান্ডার ছিলেন। উনি তার খোজ নিলেন। দেখতে গেলেন। বড্ড অভাবী মুক্তিযোদ্ধাকে অর্থ সাহায্য দিলেন। একটা ঘরও করে দিয়েছিলেন। এই চুনো মামা কোনদিনও বলেননি নিজামী কোন ধরণের অপকর্মের সাথে জড়িত ছিলেন।

ছাত্রদের সাথে নিজামী:

উনি তখন অনেক বড় নেতা। জামায়াতের সেক্রেটারী জেনারেল। আমাদের এলাকার এমপিও। মাঝে মাঝে দেখা করতাম। ঢাকায় থাকতাম বলে এলাকার বিভিন্ন সমস্যা বিশেষ করে, রাস্তাঘাট ইত্যাদির কথা উনাকে বলতাম। একদিন আমার বন্ধুরা বলল, চল উনার সাথে আমাদের পরিচয় করিয়ে দে। ডাইরেক্ট ফোন দিলাম উনাকে। বললেন চলে এসো। কোন প্রটোকল নেই। ছেলেপেলেদেরকে কোক, কলা, বিস্কুট দিয়ে আপ্যায়ণ করলেন। গভীর মনোযোগ দিয়ে সবার সাথে কথা বললেন। একজন একজন করে নাম শুনলেন, বাড়ি কোথায়, কি পড়াশুনা করি সব শুনলেন।

বিনয়ী নিজামী:

আমি বলব, এটা তাঁর চরিত্রের এক অহংকার! কিভাবে সম্ভব হল তার উত্তর খোজার চেষ্টা করি।কখনো রাগ নেই, ঠান্ডা মাথায় সর্বক্ষণ!

জোরে বা ধমকের সুরে কথা বলতেন না। মনে কষ্ট পাবে বা আদেশ হয়ে যাবে এইভাবে কথা বলতেন না।

চোখে ঔষধ লাগাবেন, হাতে নিয়ে বসে আছেন। আমি কাছেই। বললাম, কি কিছু করতে হবে? উনি বললেন, এটা লাগায়ে দিতা পারবা?

আরেকদিন পানি চাইলেন। পানি এনে দিলাম। দেখি গ্লাস হাতে বসে আছেন। কিছুক্ষণ পর বললাম, পানি খান। বললেন, পানি বেশী ঠান্ডা। পাল্টে ওয়ার্ম ওয়াটার দিলাম।

বাসায় গেলে উনার বড় ছেলের নাম ধরে বলতেন, তারেক, মেহমান এসেছে। তারেক রুটি, পেঁপে ভাজি নিয়ে আসত। সাধারণের ছাপ তার মধ্যে সবসময় দেখেছি।

ইবাদতে একাগ্র নিজামী:

ভাষণে তিনি যেমন ছিলেন বজ্রকঠিন, প্রার্থনায় ঠিক তার উল্টো, অন্য এক নিজামী। রমজানের শেষ দশদিন নিয়মিত ই'তেকাফ করতেন।

একবার আমাদের এলাকার এক মসজিদে ইতেকাফ করলেন। একরাতে সারারাত ধরে ইবাদত করছেন। কখনো নামাজ, কখনোবা কোরআন অধ্যয়ন, আবার কখনোবা লেখালেখি। একজন জানতে চাইলেন, এভাবে করেন কিভাবে?

উনি তখন বাইরে একদল ছেলেদের দেখালেন। ওরা ঘেমে ঘেটে অস্থির, কেবলই সিনেমা হলে ছবি দেখা শেষ করে বেরিয়েছে। বললেন, এরা কেমন করে পারে? পারে এজন্যই যে এরা সিনেমাকে খুব পছন্দ করে যার জন্য ওদের এত কষ্টও আঁচড় দিতে পারেনা। ইবাদতও এমনি।

চরিত্রের অনেক অসাধারণ গুণ উনার ভিতরে আছে যা আমি খুব কাছ থেকে নিরপেক্ষভাবে প্রত্যক্ষ করেছি। কয়টা উল্লেখ করব?

আমাদের পাশের গ্রামের এক গোঁয়াড় রিটায়ার্ড আমলীগ (আমার আব্বার আবার বন্ধুও) উনার বিরুদ্ধে সাক্ষী হয়েছিলেন। সাক্ষী দিতে ঢাকাও গিয়েছিলেন কিন্তু বাড়ী ফিরলেন বোবা হয়ে। এখন কমপ্লিট্টলি বেডে, প্যারালাইজড। আল্লাহর শাস্তি বা কাকতালীয় যেটাই হোক নিজামীর মত মানুষের হাত দিয়ে যে অপকর্ম হতে পারে না সেটা এলাকার মানুষ হলফ করে বলতে পারবে।

ততকালীন বাকশাল ছাত্রলীগ সভাপতি জাহাংগীর সাত্তার টিংকু ঢাকা ভার্সিটিতে উনাকে অপমান করার

অন্যতম একজন। কয়েকমাস পরে ওর বউ আত্মহত্যা করে মারা যায়। টিংকু এক গভীর রাতে নিজামীকে ফোন করে মাফও চায়।জাগতিক শাস্তিও হয়তো আল্লাহ দেখায়। জানিনা, বিষয়টি বড়ই দূর্ভেদ্য!

ছাত্রলীগের প্রাক্তণ কেন্দ্রীয় সভাপতি ইকবালুর রহীমের ভাই ইনায়েতুর রহীম কালকে আদালত প্রাঙ্গন ব্যবহার করে হাসিনীয় আরেক রায় দিবে। কি দিবে তা সবাই জানে। হাসিনা এজন্যই কট্টর আমলীগ ও নাস্তিক পরিবারের একজনকে বসিয়েছে। রংপুরের লোকেরা এই পরিবার সম্পর্কে ভাল করেই জানে।

কিন্তু রোজ হাশরে যখন আদালতে আল্লাহ সুবহানাহু তা'আলা কাহ্হার সেজে বিচারকের আসনে বসে রায় দিবেন, তখন এই জালেমরা কি উত্তর দিবে? তাদের প্রসিকিউটরই বা কারা হবে?

বিষয়: বিবিধ

১৪০৩৮ বার পঠিত, ৪৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238161
২৪ জুন ২০১৪ রাত ১২:৪৩
ভিশু লিখেছেন : একজন আদ্যোপান্ত সৎ, যোগ্য এবং অতি সহজ-সরল-ভালো চিন্তার তাক্বওয়াসম্পন্ন ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলনের আপোষহীন নেতা! এ যুগে এত সৎ একজন কেন্দ্রীয় নেতা বিশ্ব-মুসলিমের জন্য একটি গৌরবই বলতে হবে! তাঁকে সাজানো হয়েছে খুনের আসামী! আর শামীম ওসমান, মায়া, আবুল, সুরঞ্জিত, এখলাস মোল্লা, শাহজাহান খাঁনরা ভালো মানুষ, জনদরদী, দেশপ্রেমিক!!!
২৪ জুন ২০১৪ রাত ০১:১৯
184632
নয়ন খান লিখেছেন : ভাল মানুষদের আজ কদর নাই। সবচেয়ে অসত অপদার্থদের কবলে আজ সমাজ দেশ নিষ্পেষিত।
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১২
184822
জীবন রাহমান লিখেছেন : সহমত
238162
২৪ জুন ২০১৪ রাত ১২:৪৮
সাদাচোখে লিখেছেন : আপনারা যারা ভারতের সেবাদাসী শেখ হাসিনা র এসব স্বপ্নে দেখা 'বলির পাঠা' দের কাছ হতে দেখেছেন, তাদের কথা শুনেছেন, তাদেরকে বিচার বিবেচনা করেছেন, ক্রিটিক্যালী চিন্তাভাবনা করেছেন - তারা কেন আরো আরো বেশী করে এসব মানুষদের বাংলাদেশের মানুষের কাছে পরিচয় করিয়ে দিচ্ছেন না, কেন এদের কথা আরো জোরে শোরে বলছেন না, কেন আড়ালে আবডালে থেকে কথা বলছেন - এবং স্বার্থপরের মত বিবেকের তাড়নায় শেষ সময়ে বলছেন - একজন নিরাপরাধ লোক কে অন্যায় বিচার হতে বাচাঁনোর চেষ্টা আমাদের সবার জন্যই ফরজ।

আল্লাহ আপনার কথার সত্য অংশটুকুকে আপনার আখেরাতের পাথেয় হিসাবে কবুল করুক এবং আপনাকে আপনার জানা আরো গল্পগুলো গণমানুষের সাথে শেয়ার করার সময়, সুযোগ করে দিক। এটাই প্রত্যাশা।
২৪ জুন ২০১৪ রাত ০১:১৯
184633
নয়ন খান লিখেছেন : আমিন।
238163
২৪ জুন ২০১৪ রাত ১২:৪৯
সাদাচোখে লিখেছেন : আপনারা যারা ভারতের সেবাদাসী শেখ হাসিনা র এসব স্বপ্নে দেখা 'বলির পাঠা' দের কাছ হতে দেখেছেন, তাদের কথা শুনেছেন, তাদেরকে বিচার বিবেচনা করেছেন, ক্রিটিক্যালী চিন্তাভাবনা করেছেন - তারা কেন আরো আরো বেশী করে এসব মানুষদের বাংলাদেশের মানুষের কাছে পরিচয় করিয়ে দিচ্ছেন না, কেন এদের কথা আরো জোরে শোরে বলছেন না, কেন আড়ালে আবডালে থেকে কথা বলছেন - এবং স্বার্থপরের মত বিবেকের তাড়নায় শেষ সময়ে বলছেন - একজন নিরাপরাধ লোক কে অন্যায় বিচার হতে বাচাঁনোর চেষ্টা আমাদের সবার জন্যই ফরজ।

আল্লাহ আপনার কথার সত্য অংশটুকুকে আপনার আখেরাতের পাথেয় হিসাবে কবুল করুক এবং আপনাকে আপনার জানা আরো গল্পগুলো গণমানুষের সাথে শেয়ার করার সময়, সুযোগ করে দিক। এটাই প্রত্যাশা।
238164
২৪ জুন ২০১৪ রাত ০১:১৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৪ জুন ২০১৪ রাত ০১:২০
184634
নয়ন খান লিখেছেন : ধন্যবাদ।
238165
২৪ জুন ২০১৪ রাত ০১:১৯
মনসুর আহামেদ লিখেছেন : চোখ দিয়ে পানি এসে গেল।
২৪ জুন ২০১৪ রাত ০১:২১
184635
নয়ন খান লিখেছেন : আল্লাহর আপনার চোখের পানিকে কবুল করুন। কলম ধরুন, আর মানুষদের জানান এইসব লোক হল সমাজের অহংকার, বোঝা নয়।
238175
২৪ জুন ২০১৪ রাত ০২:০৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার লিখার প্রতিটি শব্দ সাক্ষ্য দিচ্ছে নিজামী সাহেব একজন সত চরিত্রবান নেতা। আমাদের দুর্বাগ্য বাংলাদেশের দুর্বাগ্য এমন নেতাকে তার দায়িত্ব পালন করা থেকে দুরে রেখেছে।মজলুম নেতা নিজামী সাহেব শুধু বাংলাদেশের নয় বিশ্বের ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার।
আল্লাহ মজলুমকে সাজ্জ করুন ,,আমীন।
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০১
184842
নয়ন খান লিখেছেন : আমীন।
238183
২৪ জুন ২০১৪ রাত ০২:১৬
বড়মামা লিখেছেন : আল্লাহর নিজামী সাহেবকে হেফাজত করুন আামিন। আপনাকে অনেক ধন্যবাদ ।
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০১
184843
নয়ন খান লিখেছেন : আমীন। আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।
238203
২৪ জুন ২০১৪ রাত ০৪:২৮
সন্ধাতারা লিখেছেন : It is really really painful and unbelievable that honest people are being killed one after another!!!
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
184845
নয়ন খান লিখেছেন : Bangladesh has been ruling by the worst people on this earth since 6 years now. BAL is not a name of political party, it's a cancer in Bangladesh.
238235
২৪ জুন ২০১৪ সকাল ১০:২৬
প্রেসিডেন্ট লিখেছেন : আল্লাহ যেন এ মহান ইসলামী ব্যক্তিত্বকে হেফাজত করেন। আমরা সকলে কায়মনোবাক্যে প্রার্থনা করি।
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
184846
নয়ন খান লিখেছেন : আল্লাহ জালিমদেরকে ধ্বংস করে দাও আর তোমার রাজ প্রতিষ্ঠা করতে যারা সারাক্ষণ চেষ্টা করছে তাদের সাহায্য কর।
১০
238252
২৪ জুন ২০১৪ সকাল ১১:১৫
জিনাত লিখেছেন : আল্লাহ কবুল করুন। (আমীন)
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
184847
নয়ন খান লিখেছেন : আমীন।
১১
238258
২৪ জুন ২০১৪ সকাল ১১:৩৫
ইবনে হাসেম লিখেছেন : রব্বের কাছে শুধুই করুণা ভিক্ষা আমাদের এসব যুগশ্রেষ্ঠ নেতাদের জন্য। হে আল্লাহ্ তুমি আমাদেরকে এভাবে ইয়াতিম করে দিয়োনা। আমাদের গর্ব আর অহংকারের জায়গাকে তুমি সংরক্ষণের ব্যবস্থা করো, জালিমের মসনদ চূর্ণ করে দাও...
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
184848
নয়ন খান লিখেছেন : জালিমের মসনদ চূর্ণ করে দাও... আমীন।
১২
238271
২৪ জুন ২০১৪ দুপুর ১২:০২
ইয়াফি লিখেছেন : মওলানা নিজামী সাহেব যে কত নিরঅহংকার, বিনয়ী ও শান্ত স্বভাবের মানুষ তা তাঁর বিভিন্ন টিভি, রেডিও সাক্ষাতকারে দেখেছি। সাংবাদিক আবেদ খান গংরা উঁনাকে কিভাবে খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করতো, উঁনি শান্ত স্বরে জবাব দিতেন। বক্তা হিসাবেও উঁনি অসাধারণ। শেখ হাসিনা বিচারক বাচাইয়ের ক্ষেত্রে প্রমাণ দিচ্ছেন এটা কেমন রাজনৈতিক প্রতিহিংসার বিচার! আল্লাহই সবাচাইতে বড় কৌশলী।
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
184849
নয়ন খান লিখেছেন : হাঁ, ঐ অনু্ষ্ঠানটা আমারো দেখার সুযোগ হয়েছিল।সবচেয়ে অবাক লাগে মানুষ হিসাবে হাসিনা কত খারাপ, প্রতিহিংসা পরায়ন। যে লোকটিকে উনিও কাছে থেকে জানেন, মিটিং এ কতবার বসেছেন, কতভাবে উনাদের জেনেছেন, কাজের এপ্রিশিয়েট করতেন হরদম, সেই মহিলা কত নীচু হতে পারেন!
১৩
238289
২৪ জুন ২০১৪ দুপুর ০১:০২
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : হায় আফসোস , পুরো পৃথিবী যেন অন্যায়ের পক্ষে, কেন এমন মনে হয় যানিনা । তবে আল্লাহর কাছে আকুতি হচ্ছে বর্তমানের দীনের দায়ীযারা তাদের আমরা অপবাদের মৃত্যু দেখতে চাইনা। তাদের কে সম্মানের সহিত আমাদের মাঝে পিরিয়ে দাও । যথার্তই লিখেছেন অশ্রু কেনজানি বেরিয়ে পড়ে নিজের অজান্তে ।
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
184850
নয়ন খান লিখেছেন : দ্বীনের দায়ী যারা তাদের আমরা অপবাদের মৃত্যু দেখতে চাইনা। তাদের কে সম্মানের সহিত আমাদের মাঝে ফিরিয়ে দাও । আমীন।
১৪
238327
২৪ জুন ২০১৪ দুপুর ০৩:১৪
শফিউর রহমান লিখেছেন : আল্লাহপাক এই ভাল মানুষদের ত্যাগ এবং আন্তরিকতাকে কবুল করুন এবং তার উসিলায় আমাদের দেশের না বোঝা মানুষগুলোকে সঠিকটা বুঝার তৌফিক দিন। সাথে সাথে তাদের উসিলায় ইসলামী আন্দোলনকে বিজয়ী করুন।
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
184851
নয়ন খান লিখেছেন : আমিন।
১৫
238342
২৪ জুন ২০১৪ দুপুর ০৩:৫৮
প্যারিস থেকে আমি লিখেছেন : লেখাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লেগেছে।
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১০
184852
নয়ন খান লিখেছেন : পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
১৬
238355
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:১৭
আফরা লিখেছেন : আল্লাহ যেন এ মহান ইসলামী ব্যক্তিত্বকে হেফাজত করেন।
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১০
184853
নয়ন খান লিখেছেন : আমীন।
১৭
238364
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:২৮
আহমদ মুসা লিখেছেন : নিজামী সাহেবের বড় অপরাধ হচ্ছে তিনি ইসলামকে মসজিদ মাদ্রাসা খানকাহ আর মক্তবের মধ্যে সীমাবদ্ধ না রেখে বঙ্গভবন থেকে শুরু করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠার মাধ্যমে সবকিছুকেই ইসলামের আওতাধীন করার নিরলস চেষ্টার মধ্যে দিয়ে ভয়াবহ অপরাধের! সাথে জড়িত। এটা ক্ষমতার অযোগ্য অপরাধ। সুতরাং তাকে এর শাস্তি ভোগ করতেই হবে।
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১১
184854
নয়ন খান লিখেছেন : সেই অপরাধের শাস্তি তো ফাঁসিই! হায়রে জালিমের দল বুঝলিনা। তোরা উনাদের দুনিয়া শেষ করছিস, কিন্তু উনারা তোদের আখিরাত শেষ করে দিচ্ছে।
১৮
238375
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১১
184855
নয়ন খান লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।
১৯
238412
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
পরবাসী লিখেছেন : মেনেই নিলাম,উনি আপাদমস্তক ভালো একজন মানুষ,নিস্কলুষ

কিন্তু,

অপরাধ করল জাহাংগীর সাত্তার টিংকু আর আত্নহ্ত্যা করল ওর বউ বেচারী ,কেমন হয়ে গেল না ব্যাপারটা ?

এতদিন পীর নামক ভন্ডদের এই ধরনের কারামতি শুনতাম,আফসুস মডারেট মুসলিমরাও এখন একই ধরনের কারামতি বর্ননা করে
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
184860
নয়ন খান লিখেছেন : তার অপরাধে ওর বউয়ের শাস্তি হবে এটা কি আমি বুঝিয়েছি? ঘটনা আমি শুধুমাত্র তুলে ধরেছি। এরকম হতে পারে, মানুষটি এত খারাপ যার সাথে ঐ মহিলার সংসার করাই বিপদজনক হয়ে গিয়েছিল অথবা অত্যাচার করত। যাইহোক, এই দায়িত্ব আমার না। আপনি এর কারণ বের করেন।
২০
238744
২৫ জুন ২০১৪ দুপুর ০৩:২৩
দুষ্টু পোলা লিখেছেন : পরবাসী লিখেছেন : মেনেই নিলাম,উনি আপাদমস্তক ভালো একজন মানুষ,নিস্কলুষ

কিন্তু,

অপরাধ করল জাহাংগীর সাত্তার টিংকু আর আত্নহ্ত্যা করল ওর বউ বেচারী ,কেমন হয়ে গেল না ব্যাপারটা ?

এতদিন পীর নামক ভন্ডদের এই ধরনের কারামতি শুনতাম,আফসুস মডারেট মুসলিমরাও এখন একই ধরনের কারামতি বর্ননা করে
রিপোর্ট করুন
২১
238968
২৬ জুন ২০১৪ রাত ১২:৫৪
সত্যলিখন লিখেছেন : "হে ঈমানদানগণ! সবরের পথ অবলম্বন করো, বাতিলপন্থীদের মোকাবলায় দৃঢ়তা দেখাও, হকের খেদমত করার জন্য উঠে পড়ে লাগো এবং আল্লাহকে ভয় করতে থাকো৷ আশা করা যায়, তোমরা সফলকাম হবে৷" আলে ইমরান ২০০
২৬ জুন ২০১৪ রাত ০৯:১৮
185653
নয়ন খান লিখেছেন : জাযাকাল্লাহ।
২২
238972
২৬ জুন ২০১৪ রাত ০১:২৬
জোনাকি লিখেছেন : হ্যা উনি ভালো মানুষ।ভালো লাগ্লো লেখা।জাযাকাল্লাহুখাইরান।
২৬ জুন ২০১৪ রাত ০৯:১৮
185654
নয়ন খান লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File