জামাতের বড় সফলতা হল আওয়ামী লীগের জনপ্রিয়তাকে তলানীতে নিয়ে আসা

লিখেছেন লিখেছেন নয়ন খান ০১ মার্চ, ২০১৪, ০১:৫১:১২ রাত



গত পাঁচ বছরের জামাতের রাজনীতির সবচেয়ে বড় সফলতা হল এত বড় একটা পূরাতন জনপ্রিয় দলকে এক্কেবারে অজনপ্রিয় দলে পরিণত করতে সক্ষম হওয়া। যেটা কেউই পারেনি গত পন্চাশ বছর ধরে। কেউ কি কখনো আন্দাজ করেছিল ভাইস চেয়ারম্যানে বিএনপি আ:লীগকেও ছাড়িয়ে যাবে জামাত? না, করেনি। কিন্তু সাধারণ মানুষ নিরবে জানিয়ে দিয়েছে তারা কি চায়।

সমস্ত রাষ্ট্রশক্তি মিলে নির্যাতনের স্টিম রোলার প্রয়োগ করেছে জামাতের উপর। মিডিয়া সন্ত্রাস দ্বারা তাদেরকে হেস্ত-ন্যস্ত করছে প্রতিনিয়ত। এমন কোন বর্বরতা, অসভ্যতা নাই যা জামাতের উপর প্রয়োগ করা হয় নাই। কিন্তু কি লাভ হয়েছে? তোফায়েলের মত নেতাকে আজ বলতে হয় জাপাই জেতাচ্ছে বিএনপিকে

আ:লীগ আজ উচ্ছিষ্ঠ একটা পার্টিতে পরিণত না হলে, তোফায়েলের মত নেতা এমন কথা বলতে পারেনা। যে জাতীয় পার্টি নিজেই নিজের বেওয়ারিশ জাতটা প্রমাণ করেছে, এবার সাথে নিয়েছে আ:লীগকেও। কালো বিড়াল সুরন্জিতকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। লাঠি নাসিমও বলে দিল একদিন যাদুঘরে আশ্রয় নিবে লীগ।

জনগণ বাবু, কালু, ফালু, টাকু, নুরুকে জানিয়ে দিল আগামী দিনে "অন্যান্য"রাই দেশ চালাবে, ইন্ডিয়া না।

বিষয়: রাজনীতি

১৬২৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

184802
০১ মার্চ ২০১৪ রাত ০১:৫৪
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ধন্যবাদ
০১ মার্চ ২০১৪ রাত ০২:০০
136741
নয়ন খান লিখেছেন : আ:লীগ হলো একটা রোগের নাম, এটা কোন দলের নাম হতে পারেনা। এই সত্যটি বুঝতে মানুষের যত সময় লাগবে, ভোগান্তি তত বাড়বেই।
০১ মার্চ ২০১৪ রাত ০২:০৩
136746
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : সহমত-
০১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
136985
শফিউর রহমান লিখেছেন : খাঁটি কথা।
184804
০১ মার্চ ২০১৪ রাত ০১:৫৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হক লিখেছেন
০১ মার্চ ২০১৪ রাত ০২:০১
136743
নয়ন খান লিখেছেন : প্রবীণ এক রাজনীতিবিদ বলেছিলেন, বাংলাদেশের দূর্ভাগ্য আওয়ামী লীগ নামে একটা পার্টি এই দেশে আছে।
184806
০১ মার্চ ২০১৪ রাত ০২:০১
মাটিরলাঠি লিখেছেন : জনগণ বাবু, কালু, ফালু, টাকু, নুরুকে জানিয়ে দিল আগামী দিনে "অন্যান্য"রাই দেশ চালাবে, ইন্ডিয়া না। Rose Rose
০১ মার্চ ২০১৪ রাত ০২:০৩
136745
নয়ন খান লিখেছেন : ভাসূরের নাম মুখে আনতে নাই। এইজন্য তারা "অন্যান্য" নাম দিয়েছে। জংগীও লিখতে পারে না, কারণ জনতার ধাওয়ার ভয়!
184810
০১ মার্চ ২০১৪ রাত ০২:৩৭
সবুজেরসিড়ি লিখেছেন : জনগণ বাবু, কালু, ফালু, টাকু, নুরুকে জানিয়ে দিল আগামী দিনে "অন্যান্য"রাই দেশ চালাবে, ইন্ডিয়া না . . .

০১ মার্চ ২০১৪ সকাল ০৯:২০
136785
নয়ন খান লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷
184818
০১ মার্চ ২০১৪ রাত ০৩:০১
মুক্তির মিছিল লিখেছেন : আমার এর পরেও আশ্চর্য লাগে আওয়ামীলীগের মত মানব ইতিহাসের জঘন্য একটা দল কিভাবে এখনও ভোট পায়?
০১ মার্চ ২০১৪ সকাল ০৯:৩০
136786
নয়ন খান লিখেছেন : এরি প্রায়শ্চিত্ত দিচেছ জনগণ ৷
০১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
136989
শফিউর রহমান লিখেছেন : এরা ভোট পায় নি - শুধু সিল পেয়েছে দলীয় ক্যাডারদের গায়ের জোরে।
০১ মার্চ ২০১৪ রাত ১১:৩৪
137137
মুক্তির মিছিল লিখেছেন : কিছু তো দলীয় গুন্ডাদের সিল, সে বিষয়ে আমার কোন সন্দেহ নাই। তবে তাদের প্রাপ্ত ভোটের অধিকাংশই ম্যাঙ্গোপিপলদের দেয়া ভোট এতে কি সন্দেহ আছে?
আমার প্রশ্ন ঐ মানুষের জন্য যে, তারা কেন এই জঘন্য দলকে ভোট দেয়?
184824
০১ মার্চ ২০১৪ রাত ০৩:৫৬
প্যারিস থেকে আমি লিখেছেন : শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।।
০১ মার্চ ২০১৪ সকাল ০৯:৩১
136787
নয়ন খান লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷
184838
০১ মার্চ ২০১৪ সকাল ০৫:১৯
সাদাচোখে লিখেছেন : বিশ্বময় চুরি, ডাকাতি, প্রতারনা, ইত্যাদি ছিল এবং আছে। বাংলাদেশের দূর্ভাগ্য এই যে - এ দেশে চুরি, ডাকাতি আর প্রতারনার পাশাপাশি সমানতালে আছে আওয়ামীলীগ। দূর্ভাগ্য বলছি এই জন্য যে চুরি ডাকাতি আর প্রতারনার শিকার মানুষ বছর না ঘুরতে তাদের শরীরিক, মানুষিক ও আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে পারে, কিন্তু আওয়ামীলীগ এর শিকার হলে মানুষ ২ / ৩, ৪ বছর না - বরং দশক কিংবা যুগের পর যুগ শারীরিক, মানুষিক ও আর্থিক ক্ষতির শিকার হয়।
০১ মার্চ ২০১৪ সকাল ০৯:৪০
136792
নয়ন খান লিখেছেন : এই ফ্যাসিস্টদের খপ্পর থেকে জাতিকে মুক্ত করতে হবে ৷
184864
০১ মার্চ ২০১৪ সকাল ০৯:১১
আয়নাশাহ লিখেছেন : আপনিও বললেন 'তোফায়েলের মতো নেতা'।
এ দুঃখ রাখি কোথায়?
একটা চরম নির্লজ্জ, বেহায়া, গুন্ডাকে পাচাঠা মিডিয়া বড়ো নেতা বলে, আপনিও তেমনি বলবেন?
হাতের কাছে পেলে আপনাকে কি করতাম,
আর বললাম না।
০১ মার্চ ২০১৪ রাত ১০:৪৩
137113
নয়ন খান লিখেছেন : কারন আছে ৷ বাল গোষ্ঠি ওকে দেবতা মানে৷ তাই বলছিলাম৷ সরি আছি ৷

184926
০১ মার্চ ২০১৪ দুপুর ০১:০৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : নয়ন খান লিখেছেন : প্রবীণ এক রাজনীতিবিদ বলেছিলেন, বাংলাদেশের দূর্ভাগ্য আওয়ামী লীগ নামে একটা পার্টি এই দেশে আছে। এটি শুধুমাত্র প্রবীণ এক রাজনীতিবিদের কথা নয়, বাংলার শান্তিপ্রিয় জনতার কথা। ধন্যবাদ।
০১ মার্চ ২০১৪ রাত ১০:৪৫
137114
নয়ন খান লিখেছেন : ধন্যবাদ।
১০
185408
০২ মার্চ ২০১৪ সকাল ১০:৪৪
সজল আহমেদ লিখেছেন : ধন্যবাদ।
১১
202382
০৪ এপ্রিল ২০১৪ সকাল ০৬:০০
বিভীষিকা লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File