জামাতের বড় সফলতা হল আওয়ামী লীগের জনপ্রিয়তাকে তলানীতে নিয়ে আসা
লিখেছেন লিখেছেন নয়ন খান ০১ মার্চ, ২০১৪, ০১:৫১:১২ রাত
গত পাঁচ বছরের জামাতের রাজনীতির সবচেয়ে বড় সফলতা হল এত বড় একটা পূরাতন জনপ্রিয় দলকে এক্কেবারে অজনপ্রিয় দলে পরিণত করতে সক্ষম হওয়া। যেটা কেউই পারেনি গত পন্চাশ বছর ধরে। কেউ কি কখনো আন্দাজ করেছিল ভাইস চেয়ারম্যানে বিএনপি আ:লীগকেও ছাড়িয়ে যাবে জামাত? না, করেনি। কিন্তু সাধারণ মানুষ নিরবে জানিয়ে দিয়েছে তারা কি চায়।
সমস্ত রাষ্ট্রশক্তি মিলে নির্যাতনের স্টিম রোলার প্রয়োগ করেছে জামাতের উপর। মিডিয়া সন্ত্রাস দ্বারা তাদেরকে হেস্ত-ন্যস্ত করছে প্রতিনিয়ত। এমন কোন বর্বরতা, অসভ্যতা নাই যা জামাতের উপর প্রয়োগ করা হয় নাই। কিন্তু কি লাভ হয়েছে? তোফায়েলের মত নেতাকে আজ বলতে হয় জাপাই জেতাচ্ছে বিএনপিকে
আ:লীগ আজ উচ্ছিষ্ঠ একটা পার্টিতে পরিণত না হলে, তোফায়েলের মত নেতা এমন কথা বলতে পারেনা। যে জাতীয় পার্টি নিজেই নিজের বেওয়ারিশ জাতটা প্রমাণ করেছে, এবার সাথে নিয়েছে আ:লীগকেও। কালো বিড়াল সুরন্জিতকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। লাঠি নাসিমও বলে দিল একদিন যাদুঘরে আশ্রয় নিবে লীগ।
জনগণ বাবু, কালু, ফালু, টাকু, নুরুকে জানিয়ে দিল আগামী দিনে "অন্যান্য"রাই দেশ চালাবে, ইন্ডিয়া না।
বিষয়: রাজনীতি
১৬৫২ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার প্রশ্ন ঐ মানুষের জন্য যে, তারা কেন এই জঘন্য দলকে ভোট দেয়?
এ দুঃখ রাখি কোথায়?
একটা চরম নির্লজ্জ, বেহায়া, গুন্ডাকে পাচাঠা মিডিয়া বড়ো নেতা বলে, আপনিও তেমনি বলবেন?
হাতের কাছে পেলে আপনাকে কি করতাম,
আর বললাম না।
মন্তব্য করতে লগইন করুন