হাসিনা সরকারের বিরুদ্ধে মামলা উঠল আইসিসিতে
লিখেছেন লিখেছেন নয়ন খান ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২৮:২২ রাত
আন্তর্জাতিক অংগনের নামকরা আইনজীবিরা হাসিনা সরকারের নিত্যদিনের হত্যা, গুম, অত্যাচার, নির্যাতনের এক ফিরিস্তি নিয়ে আইসিসিতে আজকে এক মামলা দায়ের করলেন।
এখানে মূলত: নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন সরকারী বাহিনী দ্বারা সাধারণ জনতার উপর সহিংসতাকেই প্রাধান্য দেয়া হয়েছে।
এটি আমলে নিলে সূদানের প্রেসিডেন্টের মত হাসিনার বিরুদ্ধেও গ্রেফতারী পরোয়ানা জারি হতে পারে।
ঝানু আইনবিদরা হলেন, স্টিভেন কে কিউসি, টবি ক্যাডম্যান, জন ক্যামে, লর্ড কার্লি কিউসি, স্যার জিওফরি নাইস কিউসি, স্যার ডেসমন্ড ডি সিলভা, আ্যালিসন স্মিথ প্রমূখ।
পূরো রিপোর্টটা পড়তে এখানে ক্লিক করুন:
দেশপ্রেমিক সৈনিকরা খবরটি দ্রুত শেয়ার করে ছড়িয়ে দিন।
বিষয়: বিবিধ
১২৯৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আশা করি আমাদের উনাকে ও ফাসানো যাবে।
ICC বলে কত জল ?
কচু করবে ICC
মন্তব্য করতে লগইন করুন