শিবির, এরা কারা? এদের শক্তির উতস কি?

লিখেছেন লিখেছেন নয়ন খান ২২ নভেম্বর, ২০১৩, ১১:০৭:৪৩ রাত

দমছে না শিবির! কি এক দূর্দান্ত শক্তির নাম! একের পর এক মরছে! একদল মরছে, আরেক দল এসে তাদের স্থান দখল করছে। পংগপালের মত ঝাঁকে ঝাঁকে আগুনে ঝাঁপিয়ে পড়ছে এরা। কমছে না তো! কোথা থেকে এসে তারা এই সাক্ষাত মরণকে হাসি-মূখে আলিংগন করছে? এমনকি তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমও থেমে নেই। চলছে পাঠ চক্র, লাইব্রেরী উদ্বোধন, আলোচনা অনুষ্ঠান, মেধাবীদের পুরস্কার বিতরণ ইত্যাদি।



কি ভয়ংকর উপায়েই না ওদেরকে নির্যাতন করছে আওয়ামী সরকার। পোষ্য র‍্যাব, পুলিশ, বিজিবি সব বাহিনী সর্বশক্তি দিয়েও থামাতে পারছে না! টুকুর নিজস্ব বাহিনী রাতে বিরাতে থানায় থানায়, সেনা ক্যাম্পে, ডিবি অফিসে গিয়ে শিবিরকে পেটাচ্ছে। গুয়ান্তেমা বে'ও যেন হার মানে। নখ দিয়ে চোখ উপড়ে ফেলছে। পিটাতে পিটাতে ছেলে-পেলেদের শেষ করে দিচ্ছে শয়তানের যোগ্য উত্তরসূরী হাসিনা। চোখ বেঁধে, হাত উল্টোদিকে বেঁধে পেটাচ্ছে। পা দুটো উপরদিকে বেঁধে উলংগ করে পেটাচ্ছে। পংগু হয়ে যাচ্ছে হাজার হাজার তরতাজা ছাত্ররা। প্রায় দৈনিকই পথে বসছে এক একটা পরিবার। একদিকে সন্তান হারানোর শোক অন্যদিকে পুলিশী বানিজ্য। সর্বদিক দিয়েই নি:স্ব!



টগবগে যুবকদের গ্রেফতার করছে, আর বেরুচ্ছে লাশ নয়তো পংগু হয়ে।

কিন্তু তবুও তো থামছে না এরা? এত শক্তি এরা পায় কোত্থেকে? হাসিনা নিশ্চয়ই ভাবেনি এত্তদিন লাগবে এই খুদে বাহিনীকে দমাতে! সমস্ত রাষ্ট্রশক্তি ব্যস্ত মাত্র একটা দলকে দমাতে!

আর সেই নির্যাতিত দল যেন কোমড় আরো শক্ত করে নব উদ্যমে মাঠে নামছে। কোন সূরের মূর্চ্ছনায় এরা দুনিয়ার উল্টা স্রোতে হাঁটছে?

বিষয়: রাজনীতি

১৯০৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310281
২১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : সুর একটাই শাহাদাতের তামান্না। এই মৃত্যুই যে সবচেয়ে সম্মানের মৃত্যু।
325183
১১ জুন ২০১৫ দুপুর ০৩:৫৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :

কিন্তু এখন একটু ঝিমিয়ে পড়ছে মনে হয়।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File