মিডিয়া ওয়াচের যে লেখার জন্য বিডিটুমোরোকে ব্লক করেছে, প্রতিবাদ স্বরুপ সেটাকে স্টিকি করা হউক! হাত তুলুন কে কে আছে?

লিখেছেন লিখেছেন নয়ন খান ০৪ অক্টোবর, ২০১৩, ০২:৩৪:২৫ রাত

সরকার নিজেই প্রমাণ করেছে মিডিয়া ওয়াচের লেখাটা কতখানি সত্য!

এই মুহূর্ত পর্যন্ত লেখাটা ৮৫৭২৩ বার পঠিত। এত জনপ্রিয় লেখাকে মডুরা কেন স্টিকি করছে না?

ভয়ে?

ভয়ে মরে কাপুরুষ

লড়ে যায় বীর।

বার বার অথর্ব্য সরকার বিডিটুডে, টুমোরোকে ব্লক করছে। একমাত্র অপরাধ সত্যকে সাহসের সাথে তুলে ধরা। তাই এই নির্ভেজাল সত্য লেখাকে প্রতিবাদের ভাষা হিসেবে কয়েকদিন স্টিকি করার জন্য জোর দাবী রাখছি। এই লেখার প্রয়োজনীয়তা এখনো ফুরিয়ে যায়নি। সরকার তদন্ত করছে। পাঠকও জানতে চাইবে লেখাটা কোথায়?

বিষয়: বিবিধ

১৫৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File