বিশ্ব-বাচাল বলল, "আইন মন্ত্রণালয়ের সঙ্গে কোন সম্পর্ক নেই"

লিখেছেন লিখেছেন নয়ন খান ০২ অক্টোবর, ২০১৩, ০৮:৩৫:২৪ সকাল

এরি নাম বিশ্ব-বাচাল। ড: পিয়াস করিম নাম এই নামটা দিয়েছেন। আমাদের মাননীয় তথ্যমন্ত্রী সব জান্তা। সব বিষয়ে কথা বলেন। এ এক বিশ্ব-বাচাল! রায়ের কপি আগেই ফাঁস নিয়ে আইন মন্ত্রণালয়ের খবর নাই, বিশ্ব-বাচালের ঠিকই প্রতিক্রিয়া আছে। দুইদিনের তথ্যমন্ত্রী হয়ে আইন মন্ত্রনালয়ের জোচ্চুরিরও তদন্ত উনি করবেন!

কি দিয়ে কি যে বলে একমাত্র আল্লাহই জানেন। না আছে ন্যূনতম ভদ্রতা, না আছে সভ্যতা, শিষ্টতা। এইটা যে কি করে বুয়েটে পড়ল?

ডঃ পিয়াস এক সময় ইনুর রাজনীতির আশ-পাশেই ছিলেন। ইনুর আরেক বন্ধুর সাথে সেদিন কথা হল এই বিদেশ ভূইয়ে। এক সাথে ফুটবল খেলতেন, পূরনো বন্ধু। উনি EPSU মানে East Pakistan Student Union, এখন যাকে ছাত্রলীগ বলে লিপিস্টিক পার্টি - ছাত্র ইউনিয়ন করতেন।



লন্ডনে মার খাওয়া পর উনি বললেন, ঠিক হইছে, ওই শালাকে আরো দুটো দেয়া দরকার। সারা জীবনে এইটা একটা বেয়াদবই থেকে গেল।

রায় প্রকাশের আগেই ফাঁস। প্রকাশিত রায় হুবহু মিলে গেল বিডিটুমরোর 'মিডিয়া ওয়াচ'র কপির সাথে

শফিক আহমেদের নেতৃত্বে কড়া বামদের একটা গ্রুপ হয়েছে। এরা হাসিনাকে জানান দিয়েছে, আমরা আর কিছু চাইনা সাম্প্রদায়িকতাকে (মানে মূলতঃ ইসলাম) ধ্বংস করব। আদালত আর শিক্ষাকে আমাদের হাতে ছেড়ে দেন। আমাদের ব্যাপারে যেন আওয়ামী লীগ নাক না গলায়।

তাই হচ্ছে। এমন কোন কেলেংকারী নাই যে এরা করছে না। কিন্তু তার কোন পরোয়াই নাই।

নিশ্চিন্তে বিশ্ব-বেহায়ার মত আইন মন্ত্রী বলেই যাচ্ছে আন্তর্জাতিক মান অক্ষুন্ন রেখেই বিচার কাজ সম্পন্ন হচ্ছে। রায় দ্রুত কার্যকর করা হবে।



বিঃ দ্রঃ পাঠক Inu নাম লিখে গুগল ইমেজে সার্চ দিন। দেখেন কি আসে? এইটা কেমনে হইল?

বিষয়: রাজনীতি

১৬৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File