সালাহউদ্দিন কাদের চৌধুরীর কারাগারে কথিত বিকৃত যৌনাচারের বিষয়টি আ.লীগ ও বাম মিডিয়া ৪ মাস গোপন রেখেছিল!!?
লিখেছেন লিখেছেন হাসান ১৮ মার্চ, ২০১৩, ০৭:০২:১৬ সন্ধ্যা
সাকা চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা প্রথম আলো
জেলমুক্ত করার প্রলোভনে তরুণকে যৌন হয়রানি করেন সাকা চৌধুরী! বাংলা নিউজ
বিকৃত সুশীলরা যে কতটা মিথ্যাচার ও নোংরামীর আশ্রয় নিতে পারে তা নতুন প্রজন্ম প্রত্যক্ষ করছে। সালাহউদ্দিন কাদের চৌধুরীর কারাগারে কথিত বিকৃত যৌনাচারের বিষয়টি আ.লীগ ও বাম মিডিয়া ৪ মাস গোপন রেখেছিল এটি শয়তানকেও বিশ্বাস করানো যাবে না। প্রথম আলো, বিডিনিউজ, বাংলানিউজের মত মিডিয়াগুলো ‘‘২০ নভেম্বর ২০১২ থেকে ৫ জানুয়ারি ২০১৩ রাত ১১টা পর্যন্ত ঘটে যাওয়া ওই যৌন নিপীড়নের ঘটনা’’ এতদিন গোপন রাখল?
সালাউদ্দীন কাদের চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম বলেন, বিচারে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়ে সর্বজনশ্রদ্ধেয় বিএনপির এই নেতার বিরুদ্ধে বানোয়াট কল্প কাহিনী রচনা করা হচ্ছে। তাছাড়া জেল কোড অনুযায়ী এ রকম মামলার কোনো বিধান নেই। জেলখানায় কোনো ঘটনা ঘটে থাকলে জেল কোড অনুয়ায়ী কেবল জেল সুপারই ব্যবস্থা নিতে পারেন কিংবা কোনো ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করতে পারেন।
পায়ের নিচে মাটি না থাকা ক্ষমতাসীনরা জনগণকে আর কত ধোকা দিবে? বিভ্রান্ত করবে?
দেশের মানুষের চাওয়া পাওয়ার সাথে গণবিচ্ছিন্ন এই দিল্লীপ্রেমীদের কোনো সম্পর্ক নেই।
জনকন্ঠের আজকের জরিপটি জনমতের প্রতিফলন। এ থেকে জনগণের পালস্ বুঝে সবার শিক্ষা নেয়া উচিত।
বিষয়: বিবিধ
২১২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন