ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ধারাবাহিক মিথ্যাচারের নমুনা : ব্লগার ফাজিলের ফাজলামে যখন খবর!!
লিখেছেন লিখেছেন হাসান ১৮ মার্চ, ২০১৩, ০৪:৪০:১০ রাত
মানবতাবিরোধী বিচারের জন্য গঠিত প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনালের নিয়ে শুধু মুসলিম বিশ্বই নয়, বাংলাদেশের দিল্লীপন্থী কতিপয় মিডিয়া ছাড়া গোটা দুনিয়ার সোচ্চারের বিষয়টি কারো অজানা থাকার কথা নয়।
কিছু দিন আগে কাবার শরীফের ইমামের নেতৃত্বে গিলাপ লাগানোর ছবিকে ভুলবশত দৈনিক আমার দেশ ও সংগ্রামে মানববন্ধনের ছবি হিসেবে ছাপা হয়। পরবর্তী দৈনিক সংগ্রাম তাদের ভুল স্বীকার করে দু:খ প্রকাশ করে। এটিসহ নানা অসত্য বিষয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টার মিথ্যা প্রপাগান্ডা অব্যাহত রেখেছে।
কিছু নমুনা
ইংরেজি দৈনিক ডেইলি স্টার মিথ্যা প্রপাগান্ডা
সঠিক তথ্য দেখুন
ব্লগিং জগতে অতিপরিচিত আওয়ামীপন্থী দুষ্টু ব্লগার ফাজিলের একটি ফান পোস্টকে তারা ইসলামেরপন্থীদের মিথ্যাচার হিসেবে উল্লেখ করেছে।
চলবে
বিষয়: বিবিধ
২১৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন