বিশ্ব ইতিহাসে কারো ফাঁসির রায়ের ঘটনায় এত মানুষের জীবন দান ও গণবিস্ফোরণের নজির খুঁজে পাওয়া যায় না

লিখেছেন লিখেছেন হাসান ০১ মার্চ, ২০১৩, ১১:০৪:৪৫ রাত



বিশ্ব ইতিহাসে কারো ফাঁসির রায়, মৃত্যুদণ্ড কার্যকর কিংবা হত্যার ঘটনায় এত মানুষের জীবন দান ও গণবিস্ফোরণের নজির খুঁজে পাওয়া যায় না।



বিচারের নামে নগ্ন প্রহসনের মাধ্যমে দেলু শিকদারের অপকর্মের দায় বিশ্ব নন্দিত আলেমে দ্বীন আল্লামা সাঈদীর ওপরে চাপিয়ে দিয়ে আ.লীগ আরও বেশি গণবিচ্ছিন্ন হয়ে গেল। সাঈদীর জনপ্রিয়তার বিষয়টি জানতাম, তাই বলে এত বেশি তা ভাবিনি। এবার বুঝলাম দিল্লী কেন সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।


শাহজালাল-শাহমখদের এই বাংলাদেশে আল্লাহর মজলুম গোলামের ফাঁসি কার্যকর করার মত আহাম্মকী দিল্লীপন্থীরা করবে কি?

দিল্লীর মদদে লুটেরাদের বাঁচানোর ফ্যাসিবাদী মঞ্চের নাটকের রেশ ধরে যে দু'টি অভিযোগে জনপ্রিয় এই মজলুমের মৃত্যুদণ্ড দেয়ার মাধ্যমে দেশকে ভয়ঙ্কর অবস্থায় ফেলা হয়েছে, আপিলে নিশ্চিত বেকসুর খালাস পাবেন ইনশাল্লাহ।


এই সাজানো রায়ের বিরুদ্ধে বিজ্ঞ আপিল বিভাগের বিচারক তো দূরের কথা শ..... হলেও বেকসুর খালাস দিবেন।

বিষয়: বিবিধ

১৩২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File