যে কারনে জামায়াতের সমাবেশ: মিছিলে জনতার বিশেষ করে তরুণ প্রজন্মের ঢল কেন?
লিখেছেন লিখেছেন হাসান ০৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৩৫:৩৭ রাত
সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, জনদুর্ভোগ লাঘব, দলের নেতাদের মুক্তি ও বগুড়ায় জামায়াত-শিবির কর্মীদের হত্যার প্রতিবাদে গতকাল শনিবার দলটি এক বিবৃতির মাধ্যমে আগামীকাল সোমবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করে।
দলের ৪টি তরতাজা জীবন চলে যাওয়ার পরেও খুনী ক্ষমতাসীন আ.লীগের অফিসে ১টি ঢিল পর্যন্ত যে শিবির মারেনি, সেই শিবির নাকি জঙ্গি!!???? হায়রে মিডিয়া!!!!!!
যেখানে আ.লীগের মিছিলে ক্রীমখোড় নেতাদের ভাড়াটিয়া লোকই বেশি, সেখানে জামায়াতের মিছিলে শিক্ষিত জনতার বিশেষ করে তরুণ প্রজন্মের ঢল কেন? স্বচ্ছ বিচার হলে জামায়াত হতো অপবাদমুক্ত আর ইস্যুমুক্ত আওয়ামী রাজনীতির জানাজা হতো!
স্বচ্ছ বিচার হলে লাভবান হতো জামায়াত; জনগণের আপত্তি প্রশ্নবিদ্ধ বিচারে। নজিরবিহীন ব্যর্থতা, দুর্নীতি ও রাজৈতিক দমন-পীড়ণের কারনে হাতেগোনা কিছু ক্রীমখোড় ও সুশীল মিডিয়া ছাড়া সরকারের পাশে কে্উ নেই।
- জামায়াতের সমাবেশের কারন বিচার বাতিল নয়, বিচারের নামে প্রহসন না করে স্বচ্ছতা তথা আন্তর্জাতিক মান রক্ষা করা।
- মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক ছাড়াও রাজনৈতিক উদ্দেশ্য বিনা কারনে হাজার হাজার নিরাপরাধ নেতা কর্মীর মুক্তি
- দেশব্যাপী বন্ধ দলীয় কার্যালয় খুলে দেয়াসহ রাজনৈতিক অধিকার
- স্কাইপি কেলেঙ্কারির যথার্থ ব্যবস্থা, গুম হওয়া সুখরঞ্জনকে ফিরিয়ে দেয়া, সত্য প্রকাশের কারনে অন্তরীণ মাহমুদুর রহমানের ওপর থেকে সরকারের নিপীড়ণ বন্ধ করা
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন