আপনি চাইলে সহজেই গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিকে যেভাবে আপনার লেখা প্রকাশ পারেন

লিখেছেন লিখেছেন হাসান ২৫ জানুয়ারি, ২০১৩, ০৭:০০:২৬ সন্ধ্যা

জাতীয় দৈনিকসমূহের প্রিন্ট সংস্করনে আপনার লেখা প্রকাশ করতে চাইলে লেখাটি কম্পোজ করে পত্রিকার সংশ্লিষ্ট বিভাগের নাম উল্লেখ করে মেইল করাটাই উত্তম। সেক্ষেত্রে আপনার লেখাটি মান সম্পন্ন হলে যেকোনো গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিকেই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারন মানসম্পন্ন লেখার বড় বেশি অভাব। আর মধ্যম সারি কিংবা পেছনের সারির দৈনিক হলে কম্পোজ করা রেডি লেখা ছাপা হওয়ার সম্ভাবনাই অধিক।


আমার বিশ্বাস, পত্রিকায় প্রকাশিত কিছু কিছু লেখার চেয়ে অনেক সম্মানিত ব্লগারের লেখা অধিক মানসম্পন্ন।

এছাড়া মুহুর্তেই মধ্যেই যেকোনো গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিকের অনলাইন সংস্করনে আপনার একাধিক লেখা কিংবা বক্তব্য প্রকাশ করতে পারেন। সেখানেও পাবেন সমাজের বিভিন্ন শ্রেণীর হাজার হাজার পাঠক। এক্ষেত্রে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সাধারনত রেজিস্ট্রেশনের পদ্ধতিও খুব সহজ। আবার মন্তব্য করতে অধিকাংশ ক্ষেত্রে রেজিস্ট্রেশনও লাগে না। জনমত গঠন, জন সচেতনতা তৈরি কিংবা কোন বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে এটি বেশ কার্যকর।

যেমন:

১. এখানে ক্লিক করুন Click this link

২. এখানে ক্লিক করুন Click this link

ব্লগসমূহ নেতিবাচক নেশার বিপরীতে একটি ইতিবাচক প্লাটফর্ম। দেশে বর্তমানে প্রায় ৯ কোটি মোবাইল ও ৪ কোটি ইন্টারনেট ব্যবহারকারী। অদূর ভবিষ্যতে নেটের খরচ কমে যাওয়ার কারনে এবং গতি বেড়ে যাওয়ার কারনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ছাড়িয়ে যাবে(২ বছরের মধ্যে)। সেক্ষেত্রে ব্লগগুলো পাবে নতুন মাত্রা। তরুণদের ফেসবুকে বিভিন্ন কারনে সীমাহীন সময় দেওয়া কিংবা নেতিবাচক সাইটগুলো থেকে গঠনমূলক সাইটে বা কাজে ব্যস্ত রাখা না গেলে ডিজিটালের প্লাবন জাতির উন্নতির পরিবর্তে সর্বনাশ ঢেকে আনতে পারে।

মোবাইল কিংবা ইন্টারনেটের ভালো দিক ৯৯% হলে খারাপ দিক মাত্র ১%। কিন্তু সমস্যা হলো কেউ যদি সেই খারাপ দিক তথা অপব্যবহার নিয়ে পুরো সময় ব্যস্ত থাকে।

একটা ছুড়ি দিয়ে ডাক্তার অপারেশন করে রোগীকে ভাল করে তোলেন, অন্যদিকে ডাকাত কিংবা ছিনতাইকারী সেটা দিয়ে খারাপ কাজ করে।

টাকা দিয়ে ভাল ছেলেটি বই, কলা কিংবা মধু ক্রয় করে, আর খারাপ ছেলেটি সেই টাকা দিয়ে বিড়ি-সিগারেট কিংবা এরচেয়েও খারাপ কিছু ক্রয় করে।

আপনাদের লেখা পাঠানোর সুবিধার্থে ই-মেইল এড্রেস:

Mailing Address of Newspapers of Bangladesh

The Daily Amar Desh

E-mail:

The Bangladesh Observer

E-mail:

Bdtoday



The Daily Naya Diaganta

E-mail:

The Bangladesh Today

E-mail:

The Dainik Bhorer Kagoj

E-mail :

gnews



The Dainik Inqilab

E-mail:

The Dainik Ittefaq

E-mail: T

The Dainik Janakantha

E-mail:

The Dainik Jugantor

E-mail:

The Dainik Manovzamin

E-mail:

New Age

E-mail:

The Dainik Prothom Alo

E-mail:

The Daily Star

E-mail:

The Financial Express

E-mail:

The Independent

E-mail:

The New Nation

E-mail:

News Today

E-mail:

Jaijaidin

E-mail:

The Kalerkantho

E-mail:

Samakal

E-mail:

মোদ্দা কথা হলো প্রযুক্তির ইতিবাচক দিকগুলো পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করার পাশাপাশি নেতিবাচক প্রভাব থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে।

বিষয়: বিবিধ

১৯৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File