গণমাধ্যমের কন্ঠরোধের মধ্য দিয়ে বছরের শেষ ও শুরু; নববর্ষে ছাত্রলীগ কর্মীদের চাঁদাবাজি : পাঁচ সাংবাদিককে মারধর

লিখেছেন লিখেছেন হাসান ১৪ এপ্রিল, ২০১৩, ০৭:২০:৩০ সন্ধ্যা



মাহমুদুর রহমানের মা ও সংগ্রাম সম্পাদকের বিরুদ্ধে মামলা

বিদায়ী বছরের শেষ হলো আমারদেশ সম্পাদককে গ্রেফতারের মধ্য দিয়ে আর নতুন বছরের শুরু হলো বিকল্প পন্থায় পত্রিকাটির প্রকাশনা বন্ধ ও ১৯ কর্মচারী গ্রেফতারের মাধ্যমে। এছাড়া নতুন বছরের প্রথম দিবসে মামলা করা হয়েছে সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, মাহমুদুর রহমানের মা ও স্ত্রীর বিরুদ্ধে।



পয়লা বৈশাখের নামে রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে যানবাহন থামিয়ে চাঁদাবাজি করেছেন ছাত্রলীগের কিছু কর্মী। এই চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগের কর্মীদের হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের পাঁচ সংবাদকর্মী।

আহতরা হলেন: প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ জায়িফ, ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক প্রতীক চক্রবর্তী, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মলয় কুমার দত্ত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুজন মন্ডল ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দুলাল সমদ্দার

বিষয়: বিবিধ

১৮৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File