সোশ্যাল মিডিয়ার মন্তব্য প্রকাশ করা যাবে না, ‘বাঁশের কেল্লা’ এবং ‘নূরানি চাপা’ বন্ধের সুপারিশ

লিখেছেন লিখেছেন হাসান ১০ এপ্রিল, ২০১৩, ০২:৫২:০৯ দুপুর



সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তির করা মন্তব্য বা লেখা অনুমতি ছাড়া গণমাধ্যমে ছাপানো যাবে না। অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ার মন্তব্য প্রকাশ করা যাবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাঈনুদ্দিন খন্দকার মন্ত্রণালয়ে বুধবার সাংবাদিকদের এ কথা বলেন।

সোশ্যাল মিডিয়ায় ‘ধর্মীয় অবমাননা’ পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত বিশেষ কমিটিরও সভাপতি মাঈনুদ্দিন খন্দকার। ৯ সদস্যের ওই কমিটি গঠিত হয় গত ১৩ মার্চ।

মাঈনুদ্দিন বলেন, “এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে (সোশ্যাল মিডিয়া) কারো করা স্ট্যাটাস ও মন্তব্য বা এ ধরনের কোনো কিছু গণমাধ্যমে ছাপার আগে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নিতে হবে।”

‘বাঁশের কেল্লা’ নামের একটি ফেইসবুক পেইজ এবং ‘নূরানি চাপা’ নামে একটি ব্লগ বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে সুপারিশ

বিষয়: বিবিধ

১৪০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File