কখনো ভাবিনি এতটা রাঙিয়ে তুমি চলে যাবে
লিখেছেন লিখেছেন তোমার হৃদয় জুড়ে আমি ১৮ জানুয়ারি, ২০১৬, ০৯:৫৯:৪৬ রাত
কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবেনা আমার পৃথিবী রাঙিয়ে......যারা ভালবাসে, খবর নেয়, যারা কপালে হাত বুলিয়ে দেয়, দিতে চায়, তাদের সবসময় এভোয়েড করা উচিত, তাদের থেকে শতহস্ত দূরে থাকাটাই ভালো ।আমি ছিলাম ও থাকতেও চাইতাম.. ভালোর ভালোত্ব আর খারাপের মিশ্রণ খুব ভয়াবহ.. ভালবাসার যন্ত্রণা খুব পীড়াদায়ক, মানুষকে শেকলে আটকে ফেলে, মানুষ আটকে যায়... আমার সহ্য হত না... মনে হত মস্তিষ্কের যেই অগোছালো রুমটা দিয়ে চিন্তা করি, যেই রুমটা আমার খুব প্রিয়, সেই রুমটা দখল হয়ে যাচ্ছে, কেউ রুমটাকে সুন্দর পরিপাটি করে সাজিয়ে দিচ্ছে। আমার ব্যবহারের জিনিসগুলো আমাকে আর সব উল্টেপাল্টে খুজতে হবেনা... আর খুজে না পেয়ে মেজাজ খারাপ হবেনা... সত্যি বলতে এগুলোই আমি আমার বলে ভাবতাম...এই অগোছালো ঘর, খুঁজে না পাওয়া, নিজের জীবন নিজেরই রাখা, যা খুশি তাই করা। ঠিক এসবের মাঝেই একটা একটা করে দিনে দিনে তুমি আমার হয়ে উঠেছিলে... আমিই আমার করে নিয়েছিলাম তার থেকেও সত্যি হল যে অনেক বেশি আমাকে তোমার করে নিয়েছিলে তুমি... আমিও হয়ে উঠেছিলাম... তখন মাথায় হাত বুলিয়ে দেওয়ার কথা শুনলে মনে হত যে এটাই আমার... এই মুহূর্তটাই আমার... এই হাত তো কখনো সরবেনা... এই যত্ন তো কখনো কমবেনা... বরং দিনে দিনে আরও বাড়বে ... ভাবতাম অগোছালো রুমটা যাক না গুছিয়ে... হয়ে উঠি না একটু গোছালো... এতেই তো সবাই ভালো থাকবে... তারপর ধীরে ধীরে সেই অগোছালো ঘরটা গুছিয়ে রাখার সাধ বাড়তে থাকল। রুমটা দখল হয়ে যাওয়ার জায়গায় ভাবতে শুরু করলাম একসাথে থাকা, সকালে উঠে তোমার মুখ দেখা আর সেই “ওঠোনা !! এই ওঠো !!” এরকম আওয়াজগুলোকে সারাটা জীবন নিজের করে পাওয়ার কথা ... তারপর ?? তারপর তো শুধুই স্বপ্নের জাল বোনা... আমি স্বপ্ন দেখতাম... তুমি দেখাতে... তুমিও কম স্বপ্ন দেখতেনা.. আর আমি সেই সব সব স্বপ্নকে পূরণ করার কথা ভাবতাম... . তোমার চোখে দেখা সেই হাজার স্বপ্ন আমি ভুলিনি... আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় প্রতিদিন প্রতিটা সময় সেই সব স্বপ্নগুলো... আমি আজ ও মানতে পারিনা তুমি আমার কাছে নেই... নেই তুমি আমার পাশে... হয়তো কখনো আর থাকবেও না... সবকিছুতেই তোমাকে দেখি... কি রিকশা, কি বাস, আর কিইবা বসে বা হাঁটতে থাকা কোন অপরিচিত মুখ... দৌড়ে সামনে যাই... যেতে গিয়ে ভাবি নাহ তুমি না... আবার ভাবি যে না তুমি ই... আজ ও আমার হাত কাটে, রক্ত ঝরে, হাত পোড়ে,ঘুম হয়না, জেগে থাকা ও হয়না, আজও আমি রাত করে ফিরি...না খেয়ে থাকি... কিন্তু তুমি নেই শত বিধি নিষেধ নিয়ে দাঁড়ানোর...বিশ্বাস কর ওসব আমার কল্পনা ছিলনা আমার বাস্তব ছিল ওসব সবকিছু... আমি তোমাকে শুধু ভালবাসিনি... তুমি আমার অর্ধাঙ্গিনী ই ছিলে... আজ ও আছো... আজ ও ঘুম ভেঙ্গে গেলেই ফোন টা হাতে নিয়ে দেখি কতবার তুমি ফোন করেছ... না জানিয়ে ঘুমিয়ে গেলে হঠাৎ লাফ দিয়ে উঠি যে তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘুমাতে হবে... উঠে ফোনটা হাতে নিয়ে ডায়াল করার পর মনে পড়ে ডুকরে কেদেছি শুধু বন্ধু হয়ে একটু ঠাই পেতে তোমার জীবনে... বন্ধু নাহক অপরিচিতের বেশে ই নাহয় একটু জায়গা চেয়েছি..কোনোটাই পাইনি.... অজান্তেই ফোনটা কেটে যায়... চোখ দিয়ে পানি পড়তে শুরু করে... আজ ও কাঁদি... কিছু আসে যায়না... কারণ তুমি অন্য কারও... তুমি এখন তাকেই ভালোবাসো... তাকে নিয়েই স্বপ্ন দেখ... হাউমাউ করে চিৎকার করে বাস্তবতা আর অবাস্তব কল্পনাগুলো... ফুপিয়ে কাঁদে আমার সব স্বপ্ন... তুমি কোথায় ?? কোথায় তুমি ?? একটিবার এসে দেখে যাও কিভাবে বেঁচে আছি... একটাবার জেনে যাও মৃত্যুযন্ত্রণাও যে এর থেকে ভয়াবহ নয়... এখনো কাঁদছি... অঝোর ধারায় পানি পড়ছে আর হাত চলছে কীবোর্ড এ... নাহ এ হাত এ এখন কীবোর্ড মানায় না... পালাতে হবে... জীবন থেকে পালাতে হবে... মুখ লুকাতে হবে জীবন থেকে... কারণ ?? নাহ কোন কারণ নেই... মাথা ধরে আসছে... সব সৃতি চিৎকার করে তোমাকে ডাকছে... একটুিবার জানতে ইচ্ছে হচ্ছে ... তুমি ভালো আছো তো ?? সত্যিই তুমি ভালো আছো তো ?? সত্যি করে বলত তুমি কেমন আছো...
বিষয়: বিবিধ
২৭৬৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন