এমন স্ত্রী যদি ঘরে থাকে তাহলে জগতে আর কি লাগে! Praying Praying

লিখেছেন লিখেছেন তোমার হৃদয় জুড়ে আমি ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৯:০৪:৪৩ রাত



প্রতিদিন স্বামীর পাশ কাটিয়ে ঘুম থেকে উঠে প্রতি রাতেই মানিকের স্ত্রী আধা ঘন্টা এক ঘন্টার জন্য হারিয়ে যায়!- একা সে কোথায় যায় এবং কেন যায়…?

মানিক সে চিন্তায় অস্থির। তাহলে বউ কি আমার পরকিয়া সম্পর্কে জড়িয়ে গেল…?

আবার ভাবছে বউ তো নামাজও পড়ে! তাহলে কি লোক দেখানো নামাজ পড়ে,,,,,,? নাকি ভাল সাজার ফান করে অন্য কিছু করছে,,,,,?

নাহ্ অবশেষ মানিক সিদ্ধান্ত নিলো' আজ সে বউয়ের সব রূপ না দেখে ছাড়বে না। দিনের বেলায় বউয়ের আল্লাহ রাসুলের কথা। আর মাঝ রাতে পর পুরুষের সাথে মেলামেশা করা.!!

আজ তারে আমি দেখে নেব। ভালোর নিচে আসলে সে কি করছে…!'

আজ মানিকের আর ঘুম আসছেনা কখন বউ বের হবে সেই চিন্তায়। রাত যখন গভীর হল আস্তে আস্তে বউ উঠে নলকূপে গেল। আর মানিক দূর থেকে লক্ষ করছে। তার বউ একটু পরে এসে পাশের রুমে গেল….!!! অন্ধকার বলে কিছুই বুঝা যায় না, সে যে কি

করছে। আর কারো শব্দ নেই ওখানে, তাহলে একা একা

কি করছে সে?

সন্দেহটা আরো বেড়ে গেল। প্রায় আধ ঘন্টা পর কান্নার শব্দ পেয়ে মানিক আস্তে আস্তে দরজার কাছে কান দিল। কান্না আরো স্পষ্ট হল কি যেন বলছে সে, তা বেশি বুঝতে পারছেনা! এখন কান্না কিছুটা কমেছে কথা অল্প অল্প বুঝা যায়। তার কথা গুলো ছিল এমন, হে আল্লাহ তুমি 'সবকিছুর মালিক' ও 'সকল কিছুর সৃষ্টিকর্তা” 'আমাদের পালনকর্তা”” তাই তোমার কাছে একটাই চাওয়া আমার। তুমি আমার স্বামীকে মুত্তাক্বী পরহেজগার ও নামাজী বানিয়ে দাও মালিক”। “আর তুমি আমাকে সৎ সন্তান দান কর আল্লাহ”।

“যারা আমার স্বামীর দুশমন ও শত্রু তাদের তুমি হেদায়েত দান কর”‘!

:

একথা শুনে মানিক তার চোখের পানি আর ধরে রাখতে পারলোনা। সে নিজের ভুল বুঝতে পেরে, তখনি সে প্রতিজ্ঞা করল। জীবন থাকতে কখনো সে আর তৈল ও মধুতে ভেজাল মেশাবে না এবং পরিপূর্ণ ভালো হয়ে যাবে। এবং সে তার স্ত্রীকে কখনোই আর অবিশ্বাস করবেনা"

এবং সব সময় তাকে ভালোবাসবে সে।

আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন একজন করে নেককার স্ত্রী মিলিয়ে দাও। যে নিজে নামাজ পড়বে ও নিজের স্বামীকে নামাজের কথা স্মরণ করিয়ে দিবে।

<<< আমীন>>>

সংগৃহীত

বিষয়: বিবিধ

৮৪৯০ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355550
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:২৬
আফরা লিখেছেন : ভাল তো গল্পটা --- আসলেও মেয়েরা ভাল, ছেলেরাই খারাপ ।

ধন্যবাদ শিক্ষনিয় গল্পটা শেয়ারের জন্য ।
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৩৩
295221
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এটা ঠিক হলো না। আপনার আব্বাজানও ছেলে ছিলেন.. আপনার ভাইজানও ছেলে এবং আপনার হবু বরও ছেলেই। সুতরাং আপনি কি বললেন একবার ভেবে দেখেছেন আফ্রু ?
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৩৮
295223
আফরা লিখেছেন : আপনি তো ছেলে হয়ে ও মাঝে মাঝে এমন গল্পে শেয়ার করেন মেয়েদের স্বর্গে তুলে দেন !!!!

২৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৪৩
295224
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : একজন সৎ আল্লাহভীরু নারীই পারে পৃথিবীটাকে বদলে দিতে। আমি চাই পৃথিবীর সব নারীই এমন হোক এবং আমার জীবনে যে আসবে সেও এমনই হোক।
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ১০:০৭
295228
আফরা লিখেছেন : আর আমি চাই পৃথিবীর সব ছেলেরাই সৎ আল্লাহভীরু হবে তাদের কাছেই স্ত্রীরা শিখবে । এর মানে এটা না স্ত্রীরা সৎ আল্লাহভীরু থাকবে না তবে অগ্রগামী থাকবে স্বামীরা ।
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ১০:২৪
295230
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সেই আশাতেই থাকো আর জাহান্নামের দিকে ধাবিত হও। পৃথিবীতে একা কিছু সম্ভব হয় না। নারী পুরুষ মিলিয়েই সুখী সংসার গড়তে হয়। কেউ শুধু শিখাবে আর কেউ শিখবে সেটা হলে হবে না। কিছু না কিছু গুণাবলি সবার মাঝেই থাকতে হবে।
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৩১
295232
আফরা লিখেছেন : আমি তো সেটাই বলেছি ।
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৪২
295233
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : যাক একটাকে অন্তত ঠিক করতে পেরে আমি সত্যি ধন্য। প্রথম মন্তব্য আর শেষ মন্তব্যে অনেক তফাত। এইভাবেই বুঝি মেয়েদের ঠিক করতে হয়। Tongue Tongue Love Struck Love Struck
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৫৬
295245
আফরা লিখেছেন : ওরে বাবা !!! ১ লাইন বেশি বুঝেন দেখি আপনি পুরুষ হয়ে ও আপনার গল্পে পুরুষদের হেয় করা হয়ছে , তাই আমার কমেন্ট ওরকম ছিল ।

আমি নারী হলেও নারীবাদী নই । আমি বিস্বাস করি একজন পুরুষ একজন নারীর চেয়ে গ্যানে গুনে , ধৈর্যে , সততায় এগিয়ে আছে , এবং আমি তাদের সন্মান করব । হোক সে আমার বাবা , ভাই বা অন্য কেউ ।
২৯ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৩২
295248
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : উত্তম চরিত্রের নারী উত্তম চরিত্রের পুরুষের জন্য় এবং উত্তম চরিত্রের পুরুষ উত্তম চরিত্রের নারীর জন্য়-এটাই কোরানের কথা। তাই যেসব পুরুষরা বা পুরুষদের মা-বোনরা দীনি পাত্রী খোঁজেন এই আশায়, পাত্র খারাপ হলেও দীনি বউয়ের স্পর্শে তারা ভাল হয়ে যাবে, তদের চিন্তাতেই সমস্যা আছে। কিছুদিন আগে একজন পুরুষকে রীতিমত পোস্ট দিতে দেখেছিলাম যে, যদি এমন হয় সব খারাপ চরিত্রের পুরুষদের সাথে দীনি মেয়েদের ধরে ধরে বিয়ে দিয়ে দেয়া যায়, তাহলেই দীনি বউয়ের স্পর্শে তারাও নাকি দীনি হয়ে উঠবে। হ্যা এমন কিছু বাস্তব উদাহরণ আছে যে দীনি স্ত্রীর স্পর্শে খারাপ চরিত্রের পুরুষ ভাল হয়ে গেছে। কিন্তু তার মানে এইনা যে সব ক্ষেত্রেই এমন হবে। বরং ব্যতিক্রম হবার সম্ভাবনাই বেশি যেখানে উল্টা দীনি নারীই দীনি দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হন। কুরআনের কথা খুব ক্লিয়ার মুনাফিক (নামকাওয়াস্তে বেনামাজি, ইসলাম অবজ্ঞাকারী বাপ-দাদার সুবাদে মুসলিম) ,মুশরিক, কাফির একজন মুমিন নারী/পুরুষের বিয়ের জন্য় হারাম যদিও তাদের সৌন্দর্য বা অন্য় বিষয় তোমাদের তাদের প্রতি আকর্ষণ সৃষ্টি করে। মুমিন যেন বিয়ে করে শুধুমাত্র মুমিনকেই। কোরানে এত ক্লিয়ার কথার পরে মুমিন নারীর সাথে কোন নন-মুমিন ব্যক্তির বিয়ের কোন প্রশ্নই থাকতে পারেনা যাকে হাজবেন্ডের হেদায়েতের জন্য় রীতিমত দোয়া করতে হয়। আর মুজ্তাহিদ, ফকিহ, মুহাদ্দিস আলিমরাও এবিষয়ে একমত যে এই ধরনের বিয়েগুলি শুদ্ধনা এবং সন্তান খারাপ চরিত্রের হবার সম্ভাবনা থাকে। এবং মুমিন নারী যদি বিয়ের পর জানতে পারে যে তার হাজবেন্ড মুমিন নয়, তখন সে তার বিছানা পৃথক করে নিবে, হাজবেন্ডকে বারবার তওবার পরামর্শ দিবে, আত্বীয়দের দ্বারা বোঝাবে কিন্তু হাজবেন্ড যদি ফিরে না আসে সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ করবে। এটা শাইখ উসায়মিন এর মত । আর যে যেমন সে তেমনই পায় কারন কুরআন বলে, খারাপ চরিত্রের নারী খারাপ চরিত্রের পুরুষের জন্য় এবং খারাপ চরিত্রের পুরুষ খারাপ চরিত্রের নারীর জন্য়।
কাজেই কোন মুমিন যদি বিয়ের পর বুঝতে পারে সে তার সঙ্গী/সঙ্গিনী দ্বারা প্রতারিত, তবে সেটা ভাগ্যের পরিহাস বলে মেনে নেয়ার কোন সুযোগ নেই । প্রয়োজনিয় সব কিছু করার পরেও যদি তারা তওবা না করার উপর অটল থাকে, তবে মুমিন নারী/পুরুষ বিবাহ বিচ্ছেদ করবে এবং অন্যত্র মুমিন কাউকে বিয়ে করবে কারণ এই ধরনের সম্পর্ক টিকিয়ে রাখলে গুনাহের ভাগিদার হতে হবে। মুমিন কখনো নিজের ঈমান বা আল্লাহর উপর কাউকে প্রাধান্য দিবেনা।
355556
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এমন নারি স্যাটেলাইট দিয়াও খুজে পাবেন না!
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৫৩
295226
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এখনো হাতে গোণা আছে তবে এত আল্লাহভীরু নাও থাকতে পারে। Love Struck Love Struck
২৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০১
295282
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আমরা কয়জনের খবর রাখি??

এখনো তাঁরা আছেন-
আমিই যদি কয়েকজনকে দেখে থাকি তবে বিশ্ব জুড়ে তাদের সংখ্যা একেবারে কম নয়!!
355566
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৫৯
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ সুন্দর ঘটনাটি শেয়ার করার জন্য।

এমন মহিলার সংখ্যা এখনো একেবারে হারিয়ে যায় নি। মা-শা আল্লাহ আমার নিকটাত্মীয়দের মধ্যেও আছে।

জাযাকাল্লাহ খাইর

২৮ ডিসেম্বর ২০১৫ রাত ১১:০৩
295234
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : শুনে প্রীত হলাম। আমারও বিশ্বাস এখনো অনেক ঘরে এমন মহিলা আছেন। অনেক অনেক ধন্যবাদ আবু জান্নাত ভাই।
355568
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ১১:০৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ১১:২৮
295243
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : দন্নবাধ ভাই।
355574
২৯ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৩৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : উত্তম চরিত্রের নারী উত্তম চরিত্রের পুরুষের জন্য় এবং উত্তম চরিত্রের পুরুষ উত্তম চরিত্রের নারীর জন্য়-এটাই কোরানের কথা। তাই যেসব পুরুষরা বা পুরুষদের মা-বোনরা দীনি পাত্রী খোঁজেন এই আশায়, পাত্র খারাপ হলেও দীনি বউয়ের স্পর্শে তারা ভাল হয়ে যাবে, তদের চিন্তাতেই সমস্যা আছে। কিছুদিন আগে একজন পুরুষকে রীতিমত পোস্ট দিতে দেখেছিলাম যে, যদি এমন হয় সব খারাপ চরিত্রের পুরুষদের সাথে দীনি মেয়েদের ধরে ধরে বিয়ে দিয়ে দেয়া যায়, তাহলেই দীনি বউয়ের স্পর্শে তারাও নাকি দীনি হয়ে উঠবে। হ্যা এমন কিছু বাস্তব উদাহরণ আছে যে দীনি স্ত্রীর স্পর্শে খারাপ চরিত্রের পুরুষ ভাল হয়ে গেছে। কিন্তু তার মানে এইনা যে সব ক্ষেত্রেই এমন হবে। বরং ব্যতিক্রম হবার সম্ভাবনাই বেশি যেখানে উল্টা দীনি নারীই দীনি দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হন। কুরআনের কথা খুব ক্লিয়ার মুনাফিক (নামকাওয়াস্তে বেনামাজি, ইসলাম অবজ্ঞাকারী বাপ-দাদার সুবাদে মুসলিম) ,মুশরিক, কাফির একজন মুমিন নারী/পুরুষের বিয়ের জন্য় হারাম যদিও তাদের সৌন্দর্য বা অন্য় বিষয় তোমাদের তাদের প্রতি আকর্ষণ সৃষ্টি করে। মুমিন যেন বিয়ে করে শুধুমাত্র মুমিনকেই। কোরানে এত ক্লিয়ার কথার পরে মুমিন নারীর সাথে কোন নন-মুমিন ব্যক্তির বিয়ের কোন প্রশ্নই থাকতে পারেনা যাকে হাজবেন্ডের হেদায়েতের জন্য় রীতিমত দোয়া করতে হয়। আর মুজ্তাহিদ, ফকিহ, মুহাদ্দিস আলিমরাও এবিষয়ে একমত যে এই ধরনের বিয়েগুলি শুদ্ধনা এবং সন্তান খারাপ চরিত্রের হবার সম্ভাবনা থাকে। এবং মুমিন নারী যদি বিয়ের পর জানতে পারে যে তার হাজবেন্ড মুমিন নয়, তখন সে তার বিছানা পৃথক করে নিবে, হাজবেন্ডকে বারবার তওবার পরামর্শ দিবে, আত্বীয়দের দ্বারা বোঝাবে কিন্তু হাজবেন্ড যদি ফিরে না আসে সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ করবে। এটা শাইখ উসায়মিন এর মত । আর যে যেমন সে তেমনই পায় কারন কুরআন বলে, খারাপ চরিত্রের নারী খারাপ চরিত্রের পুরুষের জন্য় এবং খারাপ চরিত্রের পুরুষ খারাপ চরিত্রের নারীর জন্য়।
কাজেই কোন মুমিন যদি বিয়ের পর বুঝতে পারে সে তার সঙ্গী/সঙ্গিনী দ্বারা প্রতারিত, তবে সেটা ভাগ্যের পরিহাস বলে মেনে নেয়ার কোন সুযোগ নেই । প্রয়োজনিয় সব কিছু করার পরেও যদি তারা তওবা না করার উপর অটল থাকে, তবে মুমিন নারী/পুরুষ বিবাহ বিচ্ছেদ করবে এবং অন্যত্র মুমিন কাউকে বিয়ে করবে কারণ এই ধরনের সম্পর্ক টিকিয়ে রাখলে গুনাহের ভাগিদার হতে হবে। মুমিন কখনো নিজের ঈমান বা আল্লাহর উপর কাউকে প্রাধান্য দিবেনা।
২৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:০৭
295324
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনাকে অশেষ ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
355580
২৯ ডিসেম্বর ২০১৫ রাত ০২:৪৯
কুয়েত থেকে লিখেছেন : ধন্যবাদ লেখাটি ভালোই লাগলো।
২৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:০৭
295325
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
355592
২৯ ডিসেম্বর ২০১৫ সকাল ০৫:১৭
শেখের পোলা লিখেছেন : অবশ্যই শিক্ষনীয় বিষয়৷ ধন্যবাদ৷
২৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:০৭
295326
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
355617
২৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৪৫
egypt12 লিখেছেন : আমীন... Rose
২৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:১১
295327
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমিন ছুম্মা আমিন
355622
২৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:১১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:১১
295328
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
১০
356128
০৪ জানুয়ারি ২০১৬ রাত ১০:৩৪
নির্বোধ১২৩ লিখেছেন : বেশ ভাল লাগল।
হেদায়েতের জন্য বেশ উপযোগী পোস্ট।
০৪ জানুয়ারি ২০১৬ রাত ১১:০১
295710
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : থ্যাংকু ভাই। Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File