এক্সক্লুসিভ ভিডিও >> বুদ্ধিজীবীদের নিয়ে হাটে হাড়ি ভাঙলেন কাদের সিদ্দিকী (না শুনলে মিস)

লিখেছেন লিখেছেন তোমার হৃদয় জুড়ে আমি ২৭ ডিসেম্বর, ২০১৫, ১০:০২:০০ রাত



শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপি নেতা গয়েশ্বর রায়ের সাম্প্রতিক মন্তব্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ, তাদের অনুগত মিডিয়া ও বুদ্ধিজীবী শ্রেণী বেশ বেজার। অবাক করার ঘটনা হচ্ছে ঠিক একই ধরনের কথা বলেছিলেন, বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর খ্যাত আব্দুল কাদের সিদ্দিকী। তিনি বিগত এক আলোচনা সভায় বলেছিলেন, আজকে যাদের শহীদ বুদ্ধিজীবী বলা হচ্ছে তারা আসলে ছিলেন পাকিস্থানী সরকারের সুবিধাভোগী। তারা মুক্তিযুদ্ধের পুরো নয় মাসেই পাকি সরকারের বেতন ভাতা নিয়েছেন। তাদের নিয়ে বেশী বাড়াবাড়ি করা হচ্ছে। অবশ্য কাদের সিদ্দিকীর সেই বক্তব্যে আওয়ামী লীগ বান্ধব মিডিয়া ও দলীয় বুদ্ধিজীবী সাঙ্গপাঙ্গদের তখন সরব হতে দেখা যায়নি।


বিষয়: বিবিধ

১৫৪০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355436
২৭ ডিসেম্বর ২০১৫ রাত ১০:০৫
কাব্যগাথা লিখেছেন : "সন্মুখ সমরে জীবন দিয়েছে শহীদ, মৃত্যুতে যে লিখেছে জীবনের গান,/শহীদ খেতাবও পাবে কেউ সরকারী চাকুরিতে নয় মাস করে দিন গুজরান|"

ব্যাপারটা নতুন ভাবে ভাবা যেতেই পারে |
২৭ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১২
295149
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হুম কথা সত্য বলেছেন কাব্যগাঁথা ভাই। অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
355477
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:২৮
ইয়াফি লিখেছেন : এখন হাসিনা সরকার যে যুদ্ধাপরাধীর বিচার বলে যে ঘোলাটে শরবত জাতিকে খাওয়াচ্ছে তা দিনকে দিন পরিস্কার হতে থাকবে। এই শহীদ বুদ্ধিজীবিদের হত্যার অভিযোগে ইতিমধ্যে জামায়াতে ইসলামীর দ্বিতীয় শীর্ষনেতা আলী আহসান মুজাহিদকে ফাঁসি দেয়া হল এবং জামায়াতে ইসলামীর আমির মওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেয়ার তোড়জোড় চলছে। অথচ জীবনের শেষদিন পর্যন্ত আলী আহসান মুজাহিদ সাহেবের প্রশ্ন ছিল উনি কখন কোন বুদ্ধিজীবিকে হত্যা করেছিলেন এবং তাদের পরিবারের কেউ ট্রাইব্যুনালে এসে সাক্ষী দিল না কেন?
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:০৩
295207
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এখন দেখি জামায়াতের নেতারাই সঠিক পথে ছিলেন।
355492
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:২৩
শামীমা শারনীম শাম্মী লিখেছেন : সাকার পর এইবার গয়েশ্বর কে ফাসির দিবে প্রধান মন্ত্রী
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:০৪
295208
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : তাই তো মনে হচ্ছে .।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File