দেখুন স্ত্রীকে ভালোবাসার কত্তো মাহাত্ব্য.. তাই সবসময় স্ত্রীকে ভালোবাসুন, কাছে টানুন Love Struck Love Struck

লিখেছেন লিখেছেন তোমার হৃদয় জুড়ে আমি ১৮ অক্টোবর, ২০১৫, ১১:০৮:১৮ রাত



স্ত্রীকে ভালবাসুন, যখন সে আপনার চায়ে ছোট্ট একটা চুমুক দেয়! কারণ, সে নিশ্চিত হতে চায় সেটা আপনার পছন্দ মত হবে কিনা..

স্ত্রীকে ভালবাসুন, যখন সে আপনাকে সালাত আদায়ে জোর করে! কারণ সে আপনারই সাথে জান্নাতে যেতে চায়...

স্ত্রীকে ভালবাসুন, যখন সে আপনাকে সন্তানদের সাথে খেলা করতে বলে! কারণ সন্তানদের অভিভাবক সে একা নয়...

স্ত্রীকে ভালবাসুন, যখন সে আপনাকে নিয়ে ঈর্ষান্বিত হয়! কারণ, সে অন্যসব মানুষকে রেখে শুধুমাত্র আপনাকেই বেছে নিয়েছে..

স্ত্রীকে ভালবাসুন, যখন তার কিছু দোষ ত্রুটি আপনাকে বিরক্ত করে! কারণ, আপনারও এমন অনেক দোষ ত্রুটি রয়েছে...

স্ত্রীকে ভালবাসুন, যখন তার রান্না খারাপ হয়! কারণ, সে কিন্তু ঠিকই আপনার জন্য ভাল রান্নার চেষ্টা করেছে...

স্ত্রীকে ভালবাসুন, যখন সকাল বেলায় তাকে উষ্কখুষ্ক দেখায় কারণ, সে কিন্তু আবার আপনারই জন্য সাজগোজ করবে...

স্ত্রীকে ভালবাসুন, যখন সে আপনাকে সন্তানের লেখাপড়ায় সাহায্য করতে বলে! কারণ সে চায় আপনাকে সংসারের অংশ হিসেবে পেতে...

স্ত্রীকে ভালবাসুন, যখন সে জানতে চায় তাকে মোটা লাগছে কিনা! কারণ, আপনার মতামত তার কাছে অনেক গুরুত্বপূর্ণ; তাকে বলুন - তুমি সত্যিই সুন্দর..

স্ত্রীকে ভালবাসুন, যখন তাকে সুন্দর দেখায়! কারণ সে আপনারই, তাই প্রশংসা করুন...

স্ত্রীকে ভালবাসুন, যখন সে তৈরি হতে দীর্ঘ সময় পার করে দেয়! কারণ সে চায় তাকে আপনার চোখে সবচেয়ে সুন্দর লাগুক..

স্ত্রী কে ভালবাসুন, যখন সে এমন কোন উপহার দেয় যা আপনার পছন্দ হয়নি! কারণ সে আপনাকে খুশি করতে চায়,তাকে বলুন, ঠিক এমন উপহারই আপনার প্রয়োজন ছিল...

স্ত্রী কে ভালবাসুন...যখন তার মধ্যে কোন বদঅভ্যাস গড়ে ওঠে! কারণ আপনারও এমন অনেক বদঅভ্যাস রয়েছে; ইচ্ছা আর কোমলতার সাথে তার সেই বদঅভ্যাস পরিবর্তন করানোর সময় এখনো আপনার আছে..

স্ত্রীকে ভালবাসুন...যখন সে কাঁদে! তার কাছে কারণটা শুনুন, তাকে জড়িয়ে ধরে বলুন সব ঠিক হয়ে যাবে...

স্ত্রীকে ভালবাসুন, যদি সে অসন্তোষজনক কিছু করে ফেলে এরকম হতেই পারে এবং এর রেষ একসময় কেটেও যাবে...

স্ত্রীকে ভালবাসুন, যখন সে আপনার কাপড়ে ভুল করে দাগ লাগিয়ে ফেলে! কারণ সেটার জন্য তার নিজেরও অনেক মন খারাপ হয়...

স্ত্রীকে ভালবাসুন, যখন সে বারবার ফোনে জানতে চায়- কোথায় আপনি! কারণ সে শুধু চায় আপনি নিরাপদে থাকুন...

স্ত্রীকে ভালবাসুন, যখন সে তর্ক করে! কারণ সে তাই চায় যা আপনাদের দুজনের জন্যই ভাল হয়,তাকে বোঝান...

স্ত্রীকে ভালবাসুন...কারণ সে শুধুই আপনার! এটি ছাড়াতো তাকে ভালবাসার আর কোন বিশেষ কারণেরও প্রয়োজন নেই..

সূত্র দিয়া কাম নাই.. পোস্ট ভালো লাগলে মন্তব্য করুন ব্যাস

বিষয়: বিবিধ

৩৩৩৩ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346259
১৮ অক্টোবর ২০১৫ রাত ১১:১১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : স্ত্রীকে বেশী ভালোবাসবো বলেই হয়তো এখুনু বিয়াই কর্তে পারলাম না। Sad Broken Heart
১৯ অক্টোবর ২০১৫ রাত ১০:৫৩
287516
বৃত্তের বাইরে লিখেছেন : হৃদয় জুড়ে থেকেও বিয়ে করতে পারল্লেন্না কেন
346264
১৮ অক্টোবর ২০১৫ রাত ১১:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আর স্ত্রি???
ভালবাসার বদলে জামাইর একাউণ্ট এর হিসাব করবে!!
১৮ অক্টোবর ২০১৫ রাত ১১:৪২
287340
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : তা ঠিক... কিন্তু এমনটি অবশ্য সব ক্ষেত্রে নয়.. কিছু মেয়ে ভালোও আছে।
346265
১৮ অক্টোবর ২০১৫ রাত ১১:২৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

বিয়ের আগেই প্রতি দিন একবার করে পড়বেন এই পোস্ট Don't Tell Anyone

শুকরিয়া ! লিখাটা কিন্তু চমৎকার!
১৮ অক্টোবর ২০১৫ রাত ১১:৪৪
287343
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : অলাইকুম আস সালাম.. হাহাহাহা হুম এখন থেকেই জপ করতে থাকি,, হাজার হলেও স্ত্রী বলে কথা। Love Struck Love Struck Love Struck লাভ ইউ মাই জান (আপনাকে না কিন্তু Winking Winking )
১৯ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১৮
287418
অবাক মুসাফীর লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor


ভাইয়া, 'লাভ ইউ মাই জান' কথাটা বড্ড সেকেলে...

বলুন, 'লাভ ইউ মাই পাঁজরের হাড্ডি...!' ;-) Rolling on the Floor Rolling on the Floor
346272
১৮ অক্টোবর ২০১৫ রাত ১১:৩৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

পড়লাম, দোয়া করি, জাযাকাল্লাহ..
১৮ অক্টোবর ২০১৫ রাত ১১:৪৪
287344
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আসসালামুআলাইকুম!


হুম দোয়া কইরেন।
346273
১৮ অক্টোবর ২০১৫ রাত ১১:৩৫
আফরা লিখেছেন : এত বেশী ভালবাসলে স্ত্রী মাথায় চরে বসবে আর নামাতে পারবেন না ।

কাজেই স্ত্রীকে ভালবাসুন ছ্যাবলা পুরুষের মত নয়, আন্তরিক ভাবে যে ভালবাসায় যেন কোন কৃত্রিমতা না থাকে প্রয়োজনে স্ত্রীকে শাসন করুন তবে হাত দিয়ে নয় চোখ দিয়ে বলিষ্ঠ পুরুষের মত ।

ধন্যবাদ Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১৮ অক্টোবর ২০১৫ রাত ১১:৪৬
287346
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জ্ঞান দিতে আসবানা। বিয়ে না করলেও এই বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখি। বউকে কিভাবে নখদর্পনে রাখতে সে নলেজ আছে। Love Struck Love Struck
346282
১৮ অক্টোবর ২০১৫ রাত ১১:৫১
দুষ্টু পোলা লিখেছেন : Love Struck Love Struck Love Struck Broken Heart Broken Heart Cheer
১৯ অক্টোবর ২০১৫ রাত ১২:০৪
287348
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : স্ত্রী থেকে যারা দূরে তাদের জন্য এই পোষ্ট নয়,,,, Winking Winking Winking
346299
১৯ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৪৮
হতভাগা লিখেছেন : ভালবাসা , আহলাদিপনা , হান্কি-পান্কি - এসব বিয়ের আগে । বিয়ের পর হচ্ছে একের প্রতি অপরের দ্বায়িত্ব ও কর্তব্য পালন।

স্ত্রী যদি বুঝতে পারে যে আপনি তাকে ভালবাসেন তাহলে প্রতি নিয়ত সে সেটার পরীক্ষা নেবে এবং আপনাকে দিয়ে আপনার সাধ্যের বাইরে উসুল করাবে ।
আপনার প্রাপ্য দিতে গড়িমসি করবে বা চাইলে আপনার ভালবাসায় খাদ আছে বলে কাহিনী বানাবে ।

তার প্রতি আপনার ভালবাসা এবং বাবা মায়ের প্রতি আপনার ভালবাসার কমপেয়ার করে দৌড়ের উপর রাখবে ।

এটা বাস্তব সত্য । কোন পুরুষেরই এধরনের বোকামী করা উচিত নয়
১৯ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:২৪
287447
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বলেন কি তাহলে কি স্ত্রীকে ভালোবাসবো না? তাকে সব সময় দৌড়ের উপ্রে রাখা ঠিক হবে? Love Struck Love Struck
১৯ অক্টোবর ২০১৫ রাত ০৮:৫৩
287485
হতভাগা লিখেছেন : This is a game

এখানে ডমিনেট করে না খেললে অপজিশন চড়াও হবে ।

শরিয়ত মোতাবেক আপনারই ডমিনেট করা উচিত । যদি বেশী আহলাদ দেখাতে যান তাহলে সেই ডমিনেট করা শুরু করবে তা যতই বেশরিয়তী হোক না কেন ।

বর্তমানে আমরা সুখী সংসার হিসেবে যে সব সংসার দেখি সেখানে স্ত্রীরা ডমিনেট করে এবং স্বামী তার অধস্তন হয়ে থাকে , যেটা শরিয়ত পরিপন্হী ।

তাই যে কোন সুখী পরিবারই বেশরিয়তী - unless other wise proved
২০ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৩৯
287612
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কথা সত্য তবে স্ত্রীকে আগে ভালো করে বুঝে তারপর। ভালোবাসার সময় ভালোবাসা ডমিনেট করার সময় ডমিনেট। আমার থিওরি এটা। Love Struck Love Struck
২০ অক্টোবর ২০১৫ রাত ০৯:০৯
287660
হতভাগা লিখেছেন : বোঝাবুঝির কাজ নেই । বুঝতে গেলে সারা জীবন পার হয়ে যাবে । যে যার দায়িত্ব ও কর্তব্য শুরু করে দিতে হবে প্রথমেই । ভালবাসতে গেলে কি করবে সেটা প্রথম কমেন্ট থেকে আবার ক্ল্যারিফাই হয়ে নিন ।

এসব থিওরি টিওরী প্র‍্যাকটিকাল লাইফে অচল ।
346499
২০ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৫৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আজকাল যুগের কয়জন স্ত্রী তার স্বামীকে এমন ভালবাসে !!!
২০ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৩৮
287610
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বাসে বাসে.. মেয়েদের ভালোবাসা থাকে মনে তারা প্রদর্শন করে না। Love Struck Love Struck
346515
২০ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৩৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : স্
ত্রীকে ভালবাসুন, যখন সে তৈরি হতে দীর্ঘ সময় পার করে দেয়! কারণ সে চায় তাকে আপনার চোখে সবচেয়ে সুন্দর লাগুক..

রেডি হওয়ার সময়ের সাজগোজ স্বামীকে দেখানোর জন্য নয়! অন্য পুরুষকে দেখানোর জন্যো তাই এতো বিলম্ব।
২০ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৩৮
287611
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বলেন কি? কয়টা বিয়ে করেছেন? Frustrated Frustrated Frustrated
১০
346586
২০ অক্টোবর ২০১৫ রাত ১১:০৪
আব্দুল গাফফার লিখেছেন : এত অভিজ্ঞতা কত দিনের!যাই হোক কিছু কথা একদম খাঁটি বলেছেন, ভালবাসায় কৃত্রিমতা থাকতে নেই উভয় একজন আরেক জনকে ছাড়া অপরিপূর্ণ সুতুরাং উভয়কেই বুঝতে হবে । অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File