ব্লক সাইট ভিজিট করুন খুব সহজে, ঝামেলাহীনভাবে (স্ক্রীনশটসহ)
লিখেছেন লিখেছেন তোমার হৃদয় জুড়ে আমি ২৬ মার্চ, ২০১৫, ০৭:২৯:৩৬ সন্ধ্যা
ব্লক সাইট ভিজিট করুন খুব সহজে, ঝামেলাহীনভাবে। আর এটা ব্যবহারে আপনি আগের চেয়ে পেতে পারেন বেশী নেট স্পীড। মাত্র একটি এড অনস যুক্ত করলেই আপনি এই সুবিধা পাবেন। তবে এটা গুগল ক্রমে খুব ভালো কাজ করে। মজিলাতে হয় তবে মাঝে মাঝে প্রবলেম করে। তাই কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
প্রথমে ক্রম ব্রাউজার না থাকলে এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করুন।
তারপর এখানে ক্লিক করুন
এরকম পেজ আসলে নির্দেশিত জায়গায় (ADD TO CHROME ) ক্লিক করুন (প্রয়োজেন স্ক্রীনশট দেখুন)
তারপর নতুন ছোট্ট উইন্ডোস আসলে Add এ ক্লিক করুন (এরকম)
Add এ ক্লিক দিলে আপনার ক্রম ব্রাউজারের উপরের ডান কোনায় এরকম একটা এড অনস যুক্ত হবে।
আপনি চাইলে সেটা অফ অন করে রাখতে পারে।
ব্যস কাজ শেষ। একবার অন্তত যাচাই করে দেখুন। নিজে সফল হলে অন্যকে জানানোর দায়িত্ব আপনার।
বিষয়: বিবিধ
১৬৬৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বর্তমানে টুডেব্লগ ও ম্যাগাজিন বাংলাদেশের অনেক জায়গায় দেখা যাচ্ছেনা!
সুতরাং অনেকের প্রয়োজন হতে পারে...
আপনার প্রশংসাসূচক মন্তব্যের জন্য ধন্যবাদ
আল্লাহ্ আপনাকে সদা সর্বদা ভাল রাখুন।
মন্তব্য করতে লগইন করুন