তোমাকে তো থামলে চলবে না Shame On You Shame On You

লিখেছেন লিখেছেন তোমার হৃদয় জুড়ে আমি ১৪ ডিসেম্বর, ২০১৪, ০৫:৫৫:৩৭ বিকাল

তুমি তো হারতে শেখোনি

তাহলে আজ কেনো থেমে যাবে?

কেনো থেমে যাবে তোমার পথচলা

তোমার কথা বলা !

পৃথিবীটা বড় নিষ্ঠুর

কিছু না দিলে কিছু দেয় না

তুমি তো অনেক দিয়েছো

বিনিময়ে কি পেয়েছো? অবজ্ঞা আর অবহেলা

না, না তুমি থামতে পারো না

অবিরাম গতিতে চলবে তোমার শানিত ছুরি

আর কথার ফুলঝুড়ি

ক্ষণে ক্ষণে আসুক যত বাঁধা

তবুও তোমাকে এগিয়ে যেতে হবে

দেখাতে হবে আলোর পথ

দিতে হবে নতুন ভোরের সন্ধান

বিষয়: বিবিধ

১২৩৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294258
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
সাগরের ঢেউ লিখেছেন : ভাইজান যাকে নিয়ে লিখেছেন -- সে এটা পড়লে টাসকি খেয়ে আবার জেগে উঠে উল্কার মত ধাবিত হবে -- লেখা ভাল লাগছে - ধন্যবাদ
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
237826
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সে জেগে আছে এবং থাকবে। হয়তোবা মনের আকাশে কিছু কালো মেঘ জমেছে। আপনার সুন্দর মন্তব্যটির জন্য অশেষ ধন্যবাদ Good Luck Good Luck
294261
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
রক স্টার লিখেছেন : ভালো লাগলো>>>> ডারুন
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
237827
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ধন্যবাদ অনেক ধন্যবাদ Big Hug Big Hug
294267
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
রক স্টার লিখেছেন : Oky w.c
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
237828
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Good Luck Good Luck
294268
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাহ অনেক সুন্দর লিখেছেন, কি চমৎকার ছন্দের মিল!
চালিয়ে যান, আমরা পিছনেই আছি।
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
237830
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : অনেক ধন্যবাদ গাজী ভাই আপনাকে সুন্দর মন্তব্যটির জন্য। আপনাদের মত প্রতিথযশা লেখকদের পিছনে থাকলে চলবে না সামনে থাকতে হবে। Big Hug Big Hug
294273
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : `তবুও তোমাকে এগিয়ে যেতে হবে' কিন্তু সে কে ভাই? কবিতা তবে দারুন হয়েছে। শুভ কামনা থাকলো
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
237833
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কবিতার কাছে এটা সাগরের এক বালতি পানির মত। Big Hug
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২১
237836
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ছি ছি কি বলেন এসব! প্রতিটি কবিতায় তার স্বমহীমায় ভাস্বর! আপনার বর্ণনার ঢঙ খুব পছন্দ হয়েছে। কিন্তু প্রশ্নটার উত্তর পাইনি!
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
237841
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আরেকবার ধন্যবাদ আপনাকে।

সে হলো আমার ঘৃণা Broken Heart এবং ভালোবাসার Love Struck ঠিক মাঝামাঝি।
294290
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:০৯
সন্ধাতারা লিখেছেন : দারুণ প্রত্যয়দীপ্ত লিখা। খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১৩
237854
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ আপু উৎসাহমূলক মন্তব্যের জন্য। Rose Rose
296886
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৩
প্রবাসী মজুমদার লিখেছেন : কবিতার থিমটাই অন্যরকম।

ধেয়ে আসা আমির হামজার মিছিলে
মালেক, জব্বারের গগন বিদারী আওয়াজ।
প্রকম্পিত জনপদ।
দুনিয়া ত্যাগী এ মিছিলকে
বহুবার থামিয়ে দেয়া হয়েছিল।
কিন্তু, প্রতিবাদীরা এটাকে থেমে যেতে দেয়নি।
জান্নাত থেকের বের হয়ে আসা
কল্পনাতীতি সে অভিজাত্যর নেশায়
ওরা বড়ই আপোষহীন।
প্রতীজ্ঞা, বিজয়ের এ ঝান্ডা
উড্ডীন করতেই হবে।
থেমে যেতেই আমির হামজা, মালেকের
আর্তনাদ ভেসে আসে,
তোমরা কি আমাদের এ মিছিল
আর এগুতে দিবেনা?
না। না। এ হতে পারেনা।
ঐতো সামনে বিশাল কাছের দেয়াল।
একটা প্রচন্ড আঘাতেই
ভেং্গে চুরমার হয়ে যাবে।
আবুজেহেলের উলঙ্গ সভ্যতা দিয়ে সাজানো
মিছে ঐ পাহাড়ের পেছনেই
নতুন সুয্যোদয় থেকে বের হয়ে আস
জান্নাতের রশ্মি সবকিছু ভেদ করে
বের হয়ে আসার অপেক্ষায়।
বুকে ধারণ করা সে সোনালী সকালের প্রত্যাশায়
আমরা থামতে পারিনা।


আপনার সাথে অনুভুতি যোগ করলাম মাত্র। ধন্যবাদ।
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৮
240701
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমারটা থেকে আপনারটাই তো হাজারগুণে ভালো। অনেক অনেক ধন্যবাদ প্রবাসী ভাই সুন্দর একটি মন্তব্যের জন্য Big Hug Big Hug Big Hug
297306
২৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৬
নির্বোধ১২৩ লিখেছেন : দেখাতে হবে আলোর পথ

দিতে হবে নতুন ভোরের সন্ধান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File