তোমাকে তো থামলে চলবে না
লিখেছেন লিখেছেন তোমার হৃদয় জুড়ে আমি ১৪ ডিসেম্বর, ২০১৪, ০৫:৫৫:৩৭ বিকাল
তুমি তো হারতে শেখোনি
তাহলে আজ কেনো থেমে যাবে?
কেনো থেমে যাবে তোমার পথচলা
তোমার কথা বলা !
পৃথিবীটা বড় নিষ্ঠুর
কিছু না দিলে কিছু দেয় না
তুমি তো অনেক দিয়েছো
বিনিময়ে কি পেয়েছো? অবজ্ঞা আর অবহেলা
না, না তুমি থামতে পারো না
অবিরাম গতিতে চলবে তোমার শানিত ছুরি
আর কথার ফুলঝুড়ি
ক্ষণে ক্ষণে আসুক যত বাঁধা
তবুও তোমাকে এগিয়ে যেতে হবে
দেখাতে হবে আলোর পথ
দিতে হবে নতুন ভোরের সন্ধান
বিষয়: বিবিধ
১২৫০ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চালিয়ে যান, আমরা পিছনেই আছি।
সে হলো আমার ঘৃণা এবং ভালোবাসার ঠিক মাঝামাঝি।
ধেয়ে আসা আমির হামজার মিছিলে
মালেক, জব্বারের গগন বিদারী আওয়াজ।
প্রকম্পিত জনপদ।
দুনিয়া ত্যাগী এ মিছিলকে
বহুবার থামিয়ে দেয়া হয়েছিল।
কিন্তু, প্রতিবাদীরা এটাকে থেমে যেতে দেয়নি।
জান্নাত থেকের বের হয়ে আসা
কল্পনাতীতি সে অভিজাত্যর নেশায়
ওরা বড়ই আপোষহীন।
প্রতীজ্ঞা, বিজয়ের এ ঝান্ডা
উড্ডীন করতেই হবে।
থেমে যেতেই আমির হামজা, মালেকের
আর্তনাদ ভেসে আসে,
তোমরা কি আমাদের এ মিছিল
আর এগুতে দিবেনা?
না। না। এ হতে পারেনা।
ঐতো সামনে বিশাল কাছের দেয়াল।
একটা প্রচন্ড আঘাতেই
ভেং্গে চুরমার হয়ে যাবে।
আবুজেহেলের উলঙ্গ সভ্যতা দিয়ে সাজানো
মিছে ঐ পাহাড়ের পেছনেই
নতুন সুয্যোদয় থেকে বের হয়ে আস
জান্নাতের রশ্মি সবকিছু ভেদ করে
বের হয়ে আসার অপেক্ষায়।
বুকে ধারণ করা সে সোনালী সকালের প্রত্যাশায়
আমরা থামতে পারিনা।
আপনার সাথে অনুভুতি যোগ করলাম মাত্র। ধন্যবাদ।
দিতে হবে নতুন ভোরের সন্ধান
মন্তব্য করতে লগইন করুন