অবিলম্বে মাহমুদুর রহমানকে জামাতের আমীর আর কাদের সিদ্দিকীকে নায়েবে আমীর ঘোষণা করা হোক / /
লিখেছেন লিখেছেন তোমার হৃদয় জুড়ে আমি ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:২৮:১৩ সন্ধ্যা
মাহমুদুর রহমানের সস্তা সাহস দেখে আমি অবাক হই। রাজাকার জামাত শিবিরের পক্ষাবলম্বন করে পত্রিকায় নিউজ ছাপিয়ে যেভাবে দেশদ্রোহীতা শুরু করেছেন তাতে সাধারণ মানুষও হতবাক হয়ে যাবে। দেশে যখন একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে সেখানে ছেলেপেলেদের সাহস যোগাবে কিনাকি উনি শুরু করেছেন তাদের সমালোচনা। আবার দেশে আস্তিক নাস্তিকতাকে টেনে এনে দেশে আলেম সমাজের মধ্যে এক ধরনের উত্তেজনা ছড়িয়ে দিয়েছেন। গতকাল উনি জামাতের পক্ষাবলম্বন করে যেভাবে বক্তৃতা দিলেন তাতে উনাকে জামাতে আমীর ঘোষণা করলেও এই ঋণ শোধ হবার নয়। আবার অন্য দিকে বেশ কিছুদিন হলো বঙ্গবীর কাদের সিদ্দিকীও (আসলে হবে নব্য রাজাকার) রাজাকারদের পক্ষাবলম্বন শুরু করেছেন। মিডিয়াতে যেভাবে উনি রাজাকারদের পক্ষে ফাল পাড়া শুরু করেছেন তাতে উনাকে জামাতের নায়েবে আমীরের পোষ্টটা দিলে তেমন ক্ষতি হবে না।
বিঃদ্রঃ বেশ কয়েকমাস হলো সাইদী নিজামী জেলে থাকাতে পোষ্ট দুইটা বর্তমানে ফাঁকাই পড়ে রয়েছে।
বিষয়: বিবিধ
১৮৩৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যদি পান না করবেন তবে আপনার মতন চুনো পুটিকে তো সরকার টাকা দিবে না সরকারের পক্ষে বাটপারিকরতে তাই না
আরো লেখেন না সামনে ........
মন্তব্য করতে লগইন করুন