মাওলানা আর পীর ফকিরেরা ডিমে তা দেওয়া থেকে উঠে এবার ঠুনকো বিষয়ে আন্দোলন করার চেষ্টা করতেছে []==[] []==[]
লিখেছেন লিখেছেন তোমার হৃদয় জুড়ে আমি ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:১৩:৪৭ রাত
এতদিন মাওলানারা ডিম তা দিচ্ছিলেন। হঠাৎ জামাত শিবিরের কিছু অনলাইন বিপথগামীরা শাহবাগের গণজোয়ারে আতঙ্কিত হয়ে রাসুল ও ইসলাম সম্পর্কে কটূক্তি করে নিরিহ ব্লগারদের ফাঁসানোর ষড়যন্ত্র করতেছে। এটা করতে পারলে দেশের ৮০ ভাগ মুসলমানরা ফুঁসে উঠবে এই ভেবে তারা দিনের পর দিন ফেসবুক ও ব্লগে ইসলাম ও রাসুলের নামে নানাবিধ কুটুক্তি করে যাচ্ছে। এসব মাওলানারা মনে করে ইসলাম মানে ৫ ওয়াক্ত নামাজ পড়া আর রাসুল ও কুরআনকে অবমাননা করলে রাস্তায় নেমে বিক্ষোভ করা। মনে রাখিস বিপথগামীরা তোদের এই আশা কোনদিনো পূর্ণ হবে না। দুই একটা মওলানা রাস্তায় নেমে বিক্ষোভ করলেই শাহবাগের আন্দোলন স্তিমিত হয়ে যাবে এমন ভাবাটা বোকামি।
বিষয়: বিবিধ
১১৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন