মডারেটর ও ব্লগারদের যে বিষয়গুলো মনে রাখা দরকার
লিখেছেন লিখেছেন তোমার হৃদয় জুড়ে আমি ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৪৬:৫২ দুপুর
সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ব্লগ এখন অনেক জনপ্রিয় একটি মাধ্যম। যেকেউ ইচ্ছে করলেই সকল সমস্যার সমাধান পেয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যেই। নিজেকে মেলে ধরতে পারছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের কাছে। নিজের মেধাকে শানিত করে নিতে পারছে। নিজের ভিতরকার মনষ্যুত্বকে জাগিয়ে তুলতে পারছে। এই দিক দিয়ে ব্লগ আমাদের অনেক উপকার করছে কিন্তু সাথে সাথে বিরক্তিরও কারণ হয়ে দাড়াচ্ছে।
যেসব বিষয় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়
১। একটি বিষয় নিয়ে একের অধিক পোষ্ট আসা যা ভালো পোষ্টগুলোকে পিছনে ফেলে দেয়
২। রাজনৈতিক ক্যাচালমার্কা পোষ্ট
৩। অশ্লীলতা ও গালাগালিপূর্ণ পোষ্ট
৪। প্রচারণামূলক পোষ্ট
৫। উস্কানী ও অপরকে হেয়মূলক পোষ্ট
৬। আস্তিক নাস্তিক মার্কা পোষ্ট
এইসব বিষয়গুলো যদি এড়িয়ে চলা যায় তাহলে ব্লগ হয়ে উঠবে সবার কাছে গ্রহনীয়। ব্লগারদের পাশাপাশি মডারেটরদেরও অধিক সচেতন হতে হবে যাতে কেউ সুযোগ বুঝে ব্লগকে অস্থিতিশীল করতে না পারে।
পরিশেষে সুস্থ ও সুন্দর ব্লগের প্রত্যাশা রাখি
বিষয়: বিবিধ
১২৩৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর প্রস্তাবনাময় পোস্টের জন্যে অনেক ধন্যবাদ ও শুভ কামনা আপনাকে.....।
মন্তব্য করতে লগইন করুন