[b]বাংলাদেশের রাজনৈতিক অংগণে বহুল ব্যাবহৃত কয়েকটি শব্দের অর্থ জেনে নিন এবং আপনার জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করন।[/b]

লিখেছেন লিখেছেন আয়নাশাহ ২০ মার্চ, ২০১৩, ১১:০৯:৩৪ সকাল

বাংলাদেশের রাজনৈতিক অংগণে বহুল ব্যাবহৃত কয়েকটি শব্দের অর্থ জেনে নিন এবং আপনার জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করন।

তান্ডবঃ জামায়াত শিবির একটা স্লোগান দিলেই তাকে তান্ডব বলা হয়। কিন্তু গরু চাগল নয়, পাখির মতো গুলি করে মানুষ হত্যা করলেও কিংবা অফিসের ভিতর ঢুকে ভাঙচুর, গণপিটুনি দিয়ে শত শত গ্রেফতার করলেও তাকে অভিযান বলা হবে।

সহিংসতাঃ লঠি, গুলি, টিয়ার গ্যাসের বিপরিতে একটা ঢিল ছুড়লেই তাকে সহিংসতা বলে।

চোরাগুপ্তা হামলাঃ পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পরও বন্দুক দিয়ে পটানোর সময় বন্দুকে ধরে ফেললে বা কয়েকটা ঢিল মারলে তাকে চোরাগুপ্তা হামলা বলে।

রগকাটাঃ মারামারিতে কারো শরিরে কেটে গেটে গেলে তা যদি শিবিরের লোক না হয় তবে তাকে রগকাটা বলে। কিন্তু ব্যাক্তি যদি জামায়াত শিবিরের কেউ হয় তবে তাকে গণ ধোলাই বলা হয়।

সন্ত্রাসঃ জামায়াত শিবিরে কেউ জোরে কাশি দিলেও তাকে সন্ত্রাস বলে।

আদালত অবমাননাঃ গণজারন মঞ্চে দিনরাত মানিনা, জবাই করো, নাস্তা করো বলে চিৎকার দিলেও তা গণদাবী কিন্তু জামায়াতের কেউ তাদের নেতাদের মুক্তি দাবী করলেই তা আদালত অবমাননা।

মৌলবাদঃ মুসলমানদের ধর্ম নিয়ে কথা বললেই তা মৌলবাদ। অন্যান্যা ধর্ম এমনকি নাস্তিকদের কথা চলুক তাতে কিছুই যায় আসেনা।

সাম্প্রদায়িকঃ আপনি ইসলামকে নিয়ে কথা বললেই সাম্দাপ্রদায়িক হয়ে গেলেন, কিন্তু অন্যাণ্য ধর্ম নিয়ে কথা বললে আপনি মানবতাবাদী।

মওদুদীবাদঃ এমন কোনো মতবাদ দুনিয়াতে না থাকলেও বাংলাদেশে এটা একটা আস্ত ইটের টুকরা।

জিহাদি বইঃ মুসলমানদের ধর্ম নিয়ে কিছু লেখা থাকলেই তা জিহাদী বই।

নাশকতাঃ জামায়াত শিবিরের কেউ আড্ডা দিলেও তা নাশকতা।

ব্লগারঃ যারা কেবল ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে তাদেরকে ব্লগার বলা হয়।

নাস্তিকঃ আওয়ামী লীগ এবং চৌদ্দ দলের সাথে যারা আছেন তারা।

মুর্তাদঃ শাহবাগে যারা যায় তারা।

ধর্মদ্রোহীঃ শাহবাগীদের সাথে যারা আছে তারা ।

অহিংশ আন্দোলনঃ শাহবাগিরা যে আন্দোলন করে তা।

যুদ্ধাপরাধীঃ যুদ্ধ না করলেও যারা ইসলামের কথা বলেন তারা।

মুক্তিযুদ্ধাঃ আওয়ামী লীগ করলেই আপনি ।

রাজাকারঃ আওয়ামী লীগ না করলেই আপনি।

নব্য রাজাকারঃ আওয়ামী লীগ করলেও যদি সত্য বলেন তবে আপনি।

মানবাধীকারঃ ডঃ মিজানুর রহমান।

মানবাধীকার আণ্দোলনঃ সুলতানা চক্রবর্তির সংঠনের কি নাম যেনো।

শুশীল সমাজঃ মুনতাসির মামুনদের পরিবার যে সমাজ দ্বারা গঠিত।

নাগরিক সমাজঃ জাঃবি'র ভিসি যখন 'কু্ত্তার বাচ্চা , চুপ, একদম চুপ' বলে আদালতের সামনে একজন আসামীকে মারতে তেড়ে যান, এদের সমাজই হলো।

নাগরিক আন্দোলনঃ মুরগি সাপ্লাইয়ার শাহরিয়ার কবিরের আন্দোলন।

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিঃ নিশ্বজিতকে কুপিয়ে হত্যার পর যখন জানা গেলো বিশ্বজিত একজন হিন্দু ছেলে তখন তারা।

স্বাধীনতা বিরোধীঃ যারাই ভারতের আগ্রাসনের বিপক্ষে অবস্থান নেবে তারা।

মুক্তিযুদ্ধের চেতনাঃ অবচেতন ভাবে হাসিনার সাথে ইয়েস বলা।

গণ হত্যাঃ দুই চার'শ লোক মরলে কি আর গণ হত্যা হয়? আরো মারতে হবে তবেই না।

গণ গ্রেফতারঃ সারা দেশের মানুষকে এখনো গ্রেফতার করা হয়নি, একে গণ গ্রেফতার কি করে বলা হয়।

গণ মামলাঃ এখনো দেশের অর্ধেক মানুষের বিরোদ্ধে মামলা হয়নি। টারগেট পুরো হলে তবেই বলতে পারেন।

চিরুনি অভিযানঃ সাহারা নাই তাই ওটা এখন পুরোনো। এখন চলছে লাঙল অভিযান।

লাশের রাজনীতিঃ লগিবৈঠা দিয়ে শুরু হয়েছিল, আগামী ক'মাস আরো আছে। সঙগাটা বাস্তবে দেখা যাবে।

গুজবঃ হাজার হাজার শিশু অসুস্থ এবং কয়েকজন মরে গেলেও তা গুজব।

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালঃ স্কাইপিতে যা শুনেছেন তা তো টিপ আব দ্যা আইসবার্গ।

নাশকতার ষড়যন্ত্রঃ এহসানুল মাহবুব যুবায়ের একা একা রেস্ট হাউসে ঘুমিয়ে ঘুমিয়ে যা করছিলেন।

সংখ্যালঘুঃ আওয়ামী লীগের তুরুপের তাস।

ধর্ম নিরপেক্ষতাঃ সোনার পথার বাটি।

ধর্মান্ধঃ ধর্মানুসারী লোকের চোখ থাকলেও সে।

জঙ্গিঃ যারাই ইসলামের পক্ষে কাজ করবে তারা।

জঙ্গিবাদঃ ঘরে একটা খেলনা পিস্তল থাকলেও সে জঙিবাদী।

হেফাজতে ইসলামঃ বর্তামন সরকার এবং বিরোধী দলের আতঙ্ক।

ওলামা মাশায়েখঃ তুরাগ তীরের জন্য বড়ো বিপদ।

প্রজন্মঃ শাহবাগে গেলেই আপনি।

প্রজন্ম চত্তরঃ শোলাকিয়ার ইমামরা যেখানে একাত্মতা প্রকাশ করেন।

শহীদঃ খাঁটি ইসলামি পরিভাষা হলেও এখন তা মুর্তাদ দের জন্য সংরক্ষিত।

দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদঃ নাম জেনে কি হবে?

শাহবাগি আন্দোলনঃ যে আন্দোলনের কোনো বাগ নাই শুধু শাহ আছে।

হলুদ মিডিয়াঃ বাংলাদেশের সবগুলো মিডিয়া।

গণজাগরণঃ শাহবাগে যা হয় তা, কিন্তু সারা দেশে যা হয় তা তান্ডব।

উলামায়ে ছুঃ নাম বললে আমাকে মুরতাদ বলবেন কি?

সুয়োমটো রুলঃ এর অপর নাম শামসুদ্দীন চৌঃ মানিক।

শামসুদ্দিন চৌঃ মানিকঃ সুয়োমটো রুল।

সংলাপঃ আরেকবার সাধিলে খাইতাম।

আমার কোনো ভুল হলে দয়া করে মন্তব্যে ঠিক করে দেবেন।

ধন্যবাদ।

বিষয়: বিবিধ

১৯৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File