মধ্য প্রাচ্যে কি পরিবর্তন আসন্ন?
লিখেছেন লিখেছেন আয়নাশাহ ০৮ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:২০:৩৬ সকাল
মিশরের সামরিক জান্তাকে যেসব সৌদি আমলা সহযোগিতা করেছে তাদেরকে বিচারের আওতায় আনার ডাক দিয়েছেন সৌদী প্রিন্স। ..................মিডল ঈস্ট মনিটর। ফেব্রুয়ারী ৭, ২০১৫।
সৌদি আরবের প্রাক্তন রায়েল কোর্টের প্রধান সহ যেসব আমলা মিশরের সামরিক জান্তার ক্ষমতা দখলের পেছনে সমর্থন দিয়েছেন তাদেরকে বিচারের আওতায় আনার ডাক দিয়েছেন একজন সৌদি প্রিন্স। সৌদি প্রিন্স সাউদ বিন সেইফ আল-নাসির এক টুইটার বার্তায় প্রাক্তন রয়্যাল কোর্টের প্রধান খালেদ আল তুইজিরি'র নাম উল্লেখ করে তাকে সহ সবাইকে বিচারের আওতায় আনার কথা বলেছেন বলে ইখওয়ান অনলাইন.কম গত শুক্রবার দাবী করেছে।
সিরিজ টুইট বার্তায় বাদশাহ আব্দুল আজিজ আল সোউদ এর দৌহিত্র বলেন, রয়্যাল কোর্টের প্রধান খালেদ আল তুইজিরি এবং মিশরের জেনারেলরা মিলে প্রায় বিশ বিলিয়ন ডলার চুরি করে তাদের নিজেদের মধ্য ভাগ বাটোয়ারা করে নিয়েছে। "বৃষ্টির মতো করে বিলিয়ন ডলার জেনারেলদের মাঝে ছড়িয়ে দেয়ার পরও একটা সমস্যারও সমাধান হয়নি বরং মিশরের জনগণ এখনো বিদ্যুত, গ্যাস এবং রুটির জন্য হাহাকার করছে। এটা এখন পরিষ্কার যে, তুইজিরি আর মিশরের জেনারেলরা মিলে সব অর্থ লুটে নিয়েছে।"
তিনি প্রশ্ন করেন ' যেসব আমলা সৌদি আর্থের এই অপচয় কেনো করা হল তা তুইজিরি এবং জেনারেলদেরকে কি কারণে জিজ্ঞাসা করা হচ্ছে না"। "মিশরে দেয়া এই অর্থ কি ঋণ, নাকি উপহার নাকি সাহায্য সেটা কেউ জানেনা" বলে তিনি যোগ করেন।
অতি লাভজনক সুয়েজ খাল প্রকলপের উপর কোনো সম্ভাব্যতা জরিপ হয়নি অথচ দেশের মানুষ এবং মুসলমানদের উপর স্বৈর তন্ত্র কায়েম করতেই যারা এই অর্থ অপচয় করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন এবং বিচারের আওতায় আনার বিষয়ে তিনি জোর দেন।
(অনুবাদ আমার নিজের। ভুল হলে ক্ষমা করে শুধরে দেবেন)
বিষয়: আন্তর্জাতিক
১৭১২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই সংবাদ দেবার জন্য আপনাকে ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন