'নে, তোর বাপরে ফাঁসি দিলাম।'
লিখেছেন লিখেছেন আয়নাশাহ ০৪ নভেম্বর, ২০১৪, ১১:৫০:৫৯ সকাল
ফাঁসীর রায় হওয়ার পর এক শাহবাগী হিন্দু ফেসবুকে লিখেছে-
'নে, তোর বাপরে ফাঁসি দিলাম।'
একজন সাচ্চা মুক্তিযদ্ধাই বটে।
শেখ হাসিনা বলেছে, একটা একটা রায় হবে, সেই রায় কার্যকর হবে।
বুঝা গেলো, আওয়ামী এবং বাম সবার কথাই এক।
কিন্তু আর কে কি বললো ?
বিএনপি - আমাদের কিছুই বলার নেই। ওরা মৌলবাদী, আমরা হলাম সেক্যুলার।
দেওবন্দি - ওরা মওদুদীর ইসলাম মানে, সাহাবাদের নিষ্পাপ মনে করেনা। আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নাই।
মাইজভান্ডারী - ওরা তো মুসলমানই না। ওরা মাজারের বিরুদ্ধে। ওরসে আসেনা, সুফিবাদ মানেনা।
চরমোনাই - ওরা চার তরিকা মানেনা, আমার কাছে মুরিদও হয়না। নারী নেতৃত্ব মানে। ওদের ফাঁসী হলে হোক।
ফুলতলী - ওরা নবীজীকে (সঃ) হাজির নাজির মানেনা, মিলাদ কিয়াম করেনা। ওদেরকে মেরে ফেলাই উচিত।
আহলে হাদিস - আহলে হাদিসের বাইরে কোনো মুসলমান আছে নাকি? ওরা মাজহাবের পুজা করে।
ওহাবী - ওরা খালি রাজতন্ত্রের বিপক্ষে বলে। ওরা থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার।
তাবলীগী - ওরা আছে রাজনীতি নিয়ে। রাজনীতী করলে তো মারামারি কাঁটা কাটী হবেই। আমরা এসবের মধ্যে নাই।
মাদখালি - ওরা শুধু গদি দখলের জন্য ফিতনা সৃষ্টি করে। নামাজ রোজা করলেই তো দ্বীন কায়েম হয় গেলো। গদী দখলের
কি দরকার?
সালাফী - সহি সুন্নাহ অনুয়ায়ী শাসক যদি ফাসিকও হয় আর অত্যাচারীই হোক, তবুও বিদ্রুহ করা জায়েজ না। লিংকনের
দেয়া হারাম পন্থায় কোনোদিন দ্বীন কায়েম হবেনা। ওরা বিদ্রুহী।ওদেরকে দমনের অধিকার শাসকের আছে।
বাকী থাকলো কি?
যারা বাকী থালো ওরা দুনিয়াকে তুচ্ছ করে আল্লাহর সন্তুস্টির জন্য কাতার বেঁধে লড়াই করে, শহীদ হয় কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেনা। দুনিয়ার সকল শক্তি যখন ওদের বিরুদ্ধে দাঁড়ায় তখনই বুঝতে হবে হক্ক কারা।
এখন প্রশ্নঃ
হক্ক কয়টা? একটাই এবং শুধু একটাই।
আর বাতিল কয়টা?
হক্কের বাইরে যা ই আছে সব বাতিল, সব।
আল ইসলামূ হাক্কুন, ওয়াল কুফরু বাতিল।
আল ইসলামু নূরুন, ওয়াল কুফরু জুলমাহ।
বিষয়: বিবিধ
১৭৪২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আত্মঘাতী বিরোধই মুসলিমদের বর্তমান দূরবস্হার মূল কারণ! স্বার্থের পিছু সবাই নিয়েছে! প্রকৃত ইসলাম কেউ মানার সাহস করছে না!যারাই মানার ক্ষেত্রে এগিয়ে তারাই নির্যাতন-নিষ্পেষণের শিকার!
আল্লাহ যেন সকল মুসলিমদের কে এক কাতারে আসার তৌফিক দান করেন, আমিন!
শুনুন আইন মন্ত্রীর কথা। https://www.facebook.com/video.php?v=393211874165080
ভালো লাগলো কথাগুলো
মন্তব্য করতে লগইন করুন