রনি লিখেছে রে, রনি লিখেছে।
লিখেছেন লিখেছেন আয়নাশাহ ২০ মে, ২০১৪, ১২:১৩:২০ দুপুর
রনি লিখেছে রে, রনি লিখেছে।
কি লিখেছে, কি লখেছে?লিখেছে, সাইদী সাহেব অনেক ওয়াজ করেছেন, তাঁর মাহফিলে লাখ লাখ মানুষ জমায়েত হতো, তিনি সবাইকে ধরে রাখতে পারতেন তাঁর কথার দ্বারা। তাঁর ওয়াজ শুনে তিনি ভক্ত হয়ে গেছেন। তাঁর পিতাকে ওয়াজ শুনিয়েছেন। এর পর তাঁর পিতাকে সেবা করছেন, হেন করেছেন, তেন করেছেন, ইত্যাদি ইত্যাদি ।
রনি সাহেব আল্লামা সাঈদী সাহেবকে নিয়ে একটি লেখাতেই ইসলামিস্টদের পেট ফুলে ধুম। লেখাটা তুফানের বেগে শেয়ার করছেন আর রনি সাহেবকে আবেগে 'আমাদের লোক' মনে করে একেবারে আসমানে তুলে দিচ্ছেন। সাঈদী সাহেবকে নিয়ে এরকম আবেগ ধর্মী লেখা যদি কোনো ইসলামিস্ট লিখতো তবে কেউ তেমন গুরুত্ব দিতেন না। রণি একজন সাবেক এমপি এবং আওয়ামী লীগার বলেই ইসলামিস্টদের এতো খুশী খুশী ভাব। তবে আমার ধারণা, অনেকেই রনি সাহেবের লেখাটা গভীর ভাবে বুঝতে ব্যর্থ হয়েছেন।
লেখাটা পড়েছি কিন্তু আমার আবেগ উথলে উঠেনাই। সাঈদী সাহেবের তাফসির শুনে আসছি সেই ছটবেলে থেকেই। তাঁর অনেক গুলো বক্তব্য মুখস্থ হয়ে গিয়েছিল এবং কুছু এখনো আছে। কিন্তু রনি সাহেবের লেখা আমার মনে মোটেই দাগ কাটতে পারেনি। কার সাথে কার বন্ধুত্ব আর শত্রুতা সেটা দেখে কারো সম্মন্ধে একটা ধারণা করা যায়। এখন আসুন মিঃ রনিকে দেখি সেই নিরিখে। তাঁর লেখালেখি, রাজনীতি, চলা ফেরা, বন্ধুত্ব এবং শত্রুতা এসব বিবেচনা করুন। কি দেখেন? দেখবেন তিনি বলেন এক আর করেন আরেক। এই কিছুদিন আগেও তিনি কিসব কান্ড করেছেন, কি সব বলেছেন এসব বিবেচনা করতে হবে। যেহেতু আমরা কেউ কারো অন্তরের খবর জানিনা তাই আমাদের পরস্পর মোয়ামিলাত, আমাদের বাহ্যিক আচার আচরণ, মেলা মেশা, লেন দেন, চলা ফেরা, কাজ কর্ম ইতাদি বিবেচনা করেই একে অন্যের উপর ধারনা করতে হয়। রনি সাহেবকেও আমি তাঁর অতীত, বর্তমান কাজ কর্ম, আচার আচরণ, মেলা মেশা, লেন দেন, চলা ফেরা দিয়েই মাপবো। হতে পারে তিনি ভবিষ্যতে দরবেশ হবেন, কংবা পীরে কামিল হবেন। তিনি যদি এমনই সাঈদী ভক্ত হবেন তবে কেনো তিনি সাঈদি সম্পর্কে খোজ খবর নিয়ে তাঁর পক্ষে কথা বলেন নাই? কেনো তিনি সাঈদী সাহেবের পক্ষে সাক্ষী হন নাই? নাহয় ধরে নিলেম তিনি এমপি ছিলেন এজন্য পারেন নাই। এখন তো তিনি এমপি নন এবং আওয়ামীলীগও করেন না। এখন তাঁর কিসের সমস্যা সত্য বলতে? এই লেখায় তিনি কি একবারের জন্যও বলেছেন যে এই মামলায় সত্য উদ্ঘাটিত হয়নি? সাইদী সাহেবকে নির্দোষ ঘোষণা করা ঊচিত বলে কি তিনি সারসরি না হোক, ভিন্ন ভাবেও কি একথা বলেছেন? না, বরং সাইদী সাহেবের ফাঁসীর রায় হয়েছে বলে "কিন্তু ইমতেহানের সময় মানুষের জন্য বড় কর্তব্য হলোÑ আল্লাহ পাকের ফায়সালার প্রতি খউফ ও রিজ্জাসহকারে সন্তুষ্ট থাকা।" বলে তিনি কি বুঝাতে চেয়েছেন? তিনি কি এটা বলতে চান নি যে, সাঈদী সাহেবের ফাঁসী হয়ে গেলেও আমরা যেনো কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত হয়ে "আল্লাহ পাকের ফায়সালার প্রতি খউফ ও রিজ্জাসহকারে সন্তুষ্ট " থাকি, কোনো কথা বার্তা প্রতিবাদ না করি এবং হাসিনার জন্য কোনো সমস্যা সৃষ্টি না করি। "সাঈদী-ভক্তরা হয়তো কোনো কিছুই জানেন না দুনিয়ার আদালত সম্পর্কে" বলে তিনি কি বুঝাতে চান? দেশের সকল সাইদী ভক্ত এই আদালত সম্পর্কে কিছুই জানেন না? এটাও আমরা বিশ্বাস করবো? আপনি কি মনে করেন যে আপনারা, আমরা, সাঈদী সাহেবের সব আইন জীবীরা শুধু নয়, সারা দুনিয়ার আইন বিশেষজ্ঞরাও কিছুই জানেনা না? কি বলবো বলুন, আমার শুধু গাঁ রি রি করছে।
আর সাঈদী সাহেবের এমন ভক্ত তিনি যে তাঁর সব কথা তিনি মানেন। তবে কি কারনে তিনি সাইদী সাহেবের মূল দাওয়াত,(এবং সেটাই তাঁর আসল মিশন) আল্লাহকে সার্বভৌম গণ্য করা, ইসলামী আইনে রাষ্ট্র সমাজ পরিচালনা করা, ধর্মনিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ ইত্যাদি মানেন নাই? বরং এসবের সম্পূর্ণ বিপরীত দর্শনের উপর প্রতিস্টিত রাজনীতি করেছেন এবং সাইদী সাহেব্দের দর্শনকে জিবীত কবর দেয়ার জন্য আপ্রান চেষ্টা করেছেন। সাঈদী সাহেব তো এসব কথা মাঝে মাঝে নয়, বরং তাঁর প্রতিটী বক্তৃতায় বলেছেন। এমনকি স্ংসদেও বলেছেন। এর পরও রণি সাহেবরা কোন সওয়াবের জন্য হাসিনাদের আঁচলে ছিলেন এবং এখনো আছেন? তিনি কি তাঁর এই লেখায় বা অন্য কোথাও এমন ইঙ্গিত দিয়েছেন যে তিনি এখন থেকে সবকিছু ছেড়ে ছুড়ে ইসলাম পন্থী হয়ে গেছেন? নাকি বার বার হাসিনার লথি গুঁতা খেয়েও 'আমার নেত্রী' বলে হাসিনাকে অব্যাহত বাতাস দিচ্ছেন না? আর কতোবার তিনি নিজেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে প্রচার করেছেন হিসাব আছে?
এর মতো শট, ধান্দাবাজ আর কে হতে পারে? আসিফ নজরুলকে আমরা জানি একজন বাম লোক। কিন্তু তিনিও এই বিচার নিয়ে অনেক সাহসী কথা বলেছেন অথচ তাঁর আদতে কোনো রাজনৈতিক শক্তিই নাই। এই মতলব বাজ আব্দুল কাদের মোল্লাকে নি্যে আরেকটা লেখা লিখেছিল তখন তাকে বেশ ভাল মনে হয়েছিল কিন্তু আসলে যার চৌহদ্দি যতোটুকু সে তাঁর বেশী যেতে পারেনা। ছগলকে খুটিতে বাঁধে রাখা হলে সে এই খুটি আর রসির বাইরে যেতে পারেনা। আই ছগলটাও তেমনি আওয়ামী খাসলতের বাইরে যেতে পারে নাই। তাঁর ভবিষ্যৎ কি তা আল্লাহই ভাল জানেন। তবে আমি এরকম লোকের উপর মোটেই ভরসা রাখতে পারিনা। নিজের সামান্য মগজের জোরে বড়ো বড়ো কথা বলে ফেললাম। আল্লাহ যেনো মাফ করে দেন।
বিষয়: বিবিধ
২৬৯০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
https://www.facebook.com/photo.php?fbid=10201836147892180&set=a.1172995851866.2024109.1437120808&type=1
কিছু বিষয় বিশ্লেষণের দাবি রাখে বৈকি! ফেসবুক অ্যাক্টিভিস্ট আবুল আবুইল্লার চমৎকার বিশ্লেষণটি দেখুন-
"কেবল জিজ্ঞাসা করেছিলাম শেখ হাসিনা সম্পর্কে আপনার মূল্যায়ন কী? তিনি বলেছিলেন, আমরা তাকে শ্রদ্ধা করি বঙ্গবন্ধু কন্যা হিসেবে। তিনি যদি জানতেন তার প্রতিদ্বন্দ্বীরা তাকে কিভাবে শ্রদ্ধা করে কেন করে এবং কখন করে তাহলে তার রাজনৈতিক দর্শন আরো মর্যাদা পেত।"
বাপ-বেটি কে উপরে তোলার কি ধূর্ত চেষ্টা!!! কথাগুলি সাইদী সাহেব বলেছেন বল্লে সাধারণ মানুষের কাছে বাপ-বেটির ইমেজ কিছুটা হলেও বাড়বে। সাইদী সাহেব যাদের এত শ্রদ্ধা করেন, ওনার ভক্তরা তো করবেই।
এই কয়টা লাইন দিয়েই রনি তার ল্যাঞ্জা বের করে দিছে।
রনি ভাই !
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার শুকরিয়া আদায় করছি, যিনি আপনার মানসিক অবস্থার পরিবর্তন না করলে এমন সুন্দর, হৃদয়গ্রাহী ও সময়োপযোগী একটি লেখা আপনার পক্ষে লেখা সম্ভব হতনা। বিণয়াবতচিত্তে মহান মাবুদের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।
এরপর আমি আপনার শুকরিয়া আদায় করছি। আমি ভাবতেও পারিনি আপনি এমন সুন্দর একটি লেখা জাতিকে উপহার দেবেন।
আপনি বিশ্বাস করবেন কিনা জানিনা। আপনার লেখাটি পড়েছি আর আমি কেদে বুক ভাসিয়েছি। একটি লাইন শেষ করে আরেকটি লাইনে গিয়েছি আর চোখ মুছেছি। দীর্ঘ সময় নিয়ে লেখাটি পড়েছি। অনেকবার পড়েছি। যতবার পড়েছি ততবারই মনে হয়েছে প্রথমবার পড়ছি। বিশ্বাস করুন, তবুও তৃষ্ণা মেটেনি আমার।
পড়াটি শেষ করেই মোবাইল হাতে নিয়েছিলাম আপনাকে শুকরিয়া জানাবো ভেবে। কিন্তু পরক্ষনেই মনে পড়লো আপনি দেশে নেই, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় আছেন। ফোনে কথা বলতে না পেরে তাই ম্যাসেজ লিখছি।
অতি আবেগে ইসলামপন্থীরা বারবার ভুল করে ও প্রতারিত হয়।
যাক, তাঁর পুরো বিশ্লষনটাই সুন্দর ও প্রাঞ্জল! সাইদী সাহেব কেন শত্রু হয়েছেন? কেন তিনি মৃত্যুর দুয়ারে দাড়িয়ে? সে ব্যাপারে তিনি লিখেন নাই। জানিনা কেন? হয়ত সামনের দিনে আরো কিছু যোগ করার ইচ্ছা আছে! বলেই এই যাত্রায় লিখে পরিষ্কার করতে চায়নি নি।
ইসলামের মুল স্পিরিট হল, সাইদী সাহেব বলে কথা নয়। ইসলামের সাথে শত্রুতার নিয়তে যদি দিনমজুর ব্যক্তির গায়েও কেউ হাত তুলে, তাকে রক্ষা করা সকল মুসলিমের কর্তব্য। সাইদী সাহেবের জন্য যে মাত্রার প্রতিরোধ দরকার, দিন মজুরের জন্যও সমান দরকরা। রনি ব্যাপারটি উহ্য রেখে গেছেন। আমার মনে হয়, আদালত অবমাননার মামলার প্যাচের কারনে তিনি তা আপাতত কৌশলে চেপে গেছেন।
আমিও ব্যক্তি জীবনে সাইদী সাহেবের ওয়াজ শুনে সঠিক রাস্তা পেয়েছিলাম। বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা ব্যক্তিদের মধ্যে সাইদী সাহেব আমার হৃদয়ের একটি বাতি ছাড়া আর কিছু নয়। আমি তাকে আল্লাহর কারণে হৃদয়ের প্রতিটি অনুভুতি দিয়ে ভালবাসি।
হ্যা, আশা করতে মানা নাই। আমরাও আশায় আছি রনি সাহেব আরো লিখবেন।
মন্তব্য করতে লগইন করুন