ইতিহাসে অমর প্রবাদ মহিলা/পুরুষ

লিখেছেন লিখেছেন আয়নাশাহ ০১ মে, ২০১৪, ১০:৫৯:৩৩ সকাল

সিলেটের একটা প্রচলিত প্রবাদ বাক্য ছিল এরকমঃ

আওরর মাঝে আকালুকি, আর যতো কুয়া

মানসর মাঝে দেওয়ান মন্সুর, আর যতো পুয়া।

অর্থাৎ 'হাকালুকি' হাওরের তুলানায় অন্য হাওরগুলো কুয়া সমতুল্য। আর 'দেওয়ান মনসুর' এর তুলনায় অন্য সব মানুষ ছেলে সমতুল্য।

তবে এখন সেই প্রবাদকে এরকম ভাবে বদলে ফেলতে হবে।

বেটি অইলো হাসু ** আর যতো 'বুয়া',

বেটা অইলো শামিম ওসমান আর যতো 'পুয়া'।

নিরদেশনাঃ

হাসু ** = কেউ না চিনলে আমার দোষ নাই।

বুয়া = ঘরের কাজের মেয়ে।

পুয়া = সেলেট এবং চিটাগাঙের লোকেরা ছোট ছেলেদেরকে বলে।

বিষয়: বিবিধ

১৩৩৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215850
০১ মে ২০১৪ সকাল ১১:১৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হাহাহাহা দারুন মজার তো!
০১ মে ২০১৪ সকাল ১১:৩৯
164099
আয়নাশাহ লিখেছেন : http://www.youtube.com/watch?v=uNqDz8TuHFQ
215851
০১ মে ২০১৪ সকাল ১১:২৩
পুস্পিতা লিখেছেন : এই শামীম ওসমানরাই হাসিনার গলার কাটা হবে। শুধু সময়ের অপেক্ষা।
০১ মে ২০১৪ সকাল ১১:৩৫
164094
শিশির ভেজা ভোর লিখেছেন : আপনি তো একটা ছাগি। কথায় কথায় হাসিনার নাম মুখে না আনলে পেটের ভাত হজম হয় না।
০১ মে ২০১৪ সকাল ১১:৩৯
164098
আয়নাশাহ লিখেছেন : http://www.youtube.com/watch?v=uNqDz8TuHFQ
215859
০১ মে ২০১৪ সকাল ১১:৩৪
শিশির ভেজা ভোর লিখেছেন : অনুমানের উপর নির্ভর করে কিছু বলা থেকে বিরত থাকুন। তদন্ত হোক পরে দেখা যাবে।
০১ মে ২০১৪ সকাল ১১:৩৭
164097
আয়নাশাহ লিখেছেন : http://www.youtube.com/watch?v=uNqDz8TuHFQ
০১ মে ২০১৪ সকাল ১১:৫২
164103
আয়নাশাহ লিখেছেন : অনুমান কি করলাম? চোরের মনে সব সময় পুলিশ পুলিশ। শামীম ওসমানের মতো বেটা কে আছে? বক্তৃতাটা কি শুনেছেন? শেখ মুজিব ফেইল।
215873
০১ মে ২০১৪ সকাল ১১:৩৮
মাটিরলাঠি লিখেছেন : অনেকদিন থেকে একটা সন্দেহ হচ্ছে - বর্তমান রাজনীতি চলছে, দুই সন্তান যেনো নিরাপদ থাকে - বাকী সব আই-ওয়াশ?
০১ মে ২০১৪ সকাল ১১:৫৩
164104
আয়নাশাহ লিখেছেন : কথা কিন্তু মিছা না ভাই। তবে লাঠি কিন্তু মাটির হলে চলবে না, বিকল্প চিন্তা করতে হবে।
215874
০১ মে ২০১৪ সকাল ১১:৩৯
আয়নাশাহ লিখেছেন :
215889
০১ মে ২০১৪ সকাল ১১:৫৪
হতভাগা লিখেছেন : To get rid of the tyrani of Shamim Osman and gong

নারায়নগন্জে বড় ধরনের ক্র‍্যাক ডাউন করা উচিত ।
আমার মনে হয় নারায়নগন্জ বাসীও তাই চাইবে ।
০১ মে ২০১৪ দুপুর ১২:৪১
164132
আয়নাশাহ লিখেছেন : কে দেবে সেই আদেশ? শেখ মুজিব পারেনাই গাজী এবং তাঁর চেলাদের ধরতে আর হাসিনা পারবে? হাসিনা নিজে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে তখন শামীম ওসমানের নাঃগ্ণঞ্জে এরকম ঘটনা ঘটবে আর হাসিনা জানবে না একথাও বিশ্বাস করতে বলেন?
215962
০১ মে ২০১৪ দুপুর ০১:৪৭
জুমানা লিখেছেন : পরের জন্য কুয়া কুয়া খুরলে সেই কুয়ায় নিজেকে পরতে হয় ,তা আমাদের হরতা করতা রা ভুলে গেছেন।
215987
০১ মে ২০১৪ দুপুর ০২:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আসলেই তাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File