আল্লামা সাইদী মুক্তি পরিষধ, মিশিগানের প্রতিবাদ সভায় আওয়ামী যুবলীগ নেতার বক্তব্য।

লিখেছেন লিখেছেন আয়নাশাহ ২৬ এপ্রিল, ২০১৪, ০৯:২০:৪৭ সকাল

আজ (২১শে এপ্রিল) বাদ মাগরিব আল্লামা সাঈদী মুক্তি পরিসধ মিশিগানের উদ্যগে আয়জিত প্রতিবাদ সভায় একজন আওয়ামী যুলীগ নেতার বক্তৃতা শুনে মনে হয়েছে বাংলার মুসলমানদের ঈমান এখনো পুরোপুরি মরে যায়নি, এক সময় জেগে ঊঠবেই। মাস দুইএক আগে দেশ থেকে আসা সিলেট যুবলীগের এই নেতা তাঁর বক্তৃতায় বললেন যে, এদেশে এসেই এখান থেকে তিনি তাঁর মা এর জন্য কি পাঠাতে হবে তা তাঁর মাকে জিজ্ঞাসা করলে তাঁর মা বলেন, আমার আর কিছুর দরকার নাই। তবে পারলে এমন কিছু পাঠাবি যাতে আমি সাঈদী সাহেবের ওয়াজ ভাল করে শুনতে পারি।

এই প্রতিবাদ সভায় নিজে উপস্থিত হয়ে সাঈদি সাহেবের মুক্তি দবি করেন। যদিও জ্যবাংলা জয় বংগবন্ধু বলে তাঁর বক্তৃতা শেষ করেন তবুও আওয়ামী সরকারের এই অন্যায়কে তিনি মানতে পারেন নি বলেই সাইদী সাহেবের মুক্তির আন্দোলনে নিজেকে শরীক করেছেন।

প্রতিবাদ সভায় মিশিগান বিএনপি'র সভাপতি জনাব আকমল হোসেন, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার কেন্দ্রীয় দাওয়া ডিরেক্টর মাওলানা রফিকুল ইসলাম এবং স্থানিয় আরো অনেকেই সাইদী সাহেবের উপর ঢাহা মিথ্যা মামলা বাতিল করে তাঁর নিঃশর্ত মুক্তি দাবী করেন।

ফেসবুকে ভিডিওটি দেয়ার পর ব্যাপক সংখ্যক লোক তা দেখেছেন এবং অসংখ্য বার শেয়ার হয়েছে। ব্লগেও দেয়া দরকার ছহিল কিন্তু দেয়া হয়নি। এজন্য দেরীতে হলে দিলাম।

https://www.facebook.com/photo.php?v=10202261369669631&set=vb.1052288434&type=2&theater

বিষয়: বিবিধ

২১৭০ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213375
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৬
প্রেসিডেন্ট লিখেছেন : আল্লামা সাঈদীর পরিচয় কোনো নির্দিষ্ট দলমতে সীমাবদ্ধ নয়। উপজেলা নির্বাচনে তাঁর সুযোগ্য সন্তান মাসুদ সাঈদী হিন্দু অধ্যূষিত কেন্দ্রগুলোতেও আওয়ামী সমর্থিত প্রার্থীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছেন। এটা প্রমাণ করে তাঁর গ্রহণযোগ্যতা কতটুকু!
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৩
161552
আয়নাশাহ লিখেছেন : একেবারে সত্য কথাটা বলেছেন। এখন জামায়াত যদি আললামা সাইদীকে তাদের দলীয় নেতা মনে করে তবে আ্ওয়ামী লীগের মতো ভুল করবে। আল্লামা সাঈদী বাংলার জনমানুষের নেতা এবং রাহাবার।
দলীয় সীমানার ভেতরে তাকে আবদ্দ করা কখনোই উচিত
213387
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৫
হতভাগা লিখেছেন : কি লাভ এসব করে ? সাঈদী সাহেবকে কি খালাস করে দেবে এরা ?
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৯
161563
আয়নাশাহ লিখেছেন : লাভ ক্ষতির হিসাব তো এখানে নয়। যারা দুনিয়ার লাভ ক্ষতির হিসাব নিয়ে ব্যস্ত তাদের জন্য এই পোষ্ট নয় ভাইজান। আওয়ামী যুবলীগের এই নেতা যখন সাঈদী সাহেবের মুক্তির দাবী করছিলেন তখন কি তিনি লাভ ক্ষতির হিসাব করছিলেন? তিনি তো জানেন, তার এই বক্তৃিতা তার জন্য কাল হতে পারে।
213388
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৬
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : কোন ইসলামি আন্দোলনের নেতাকে এইভাবে নির্যাতন করে বন্ধী কিংবা ফাসি কাষ্টে জুলানো ঠিক নয়, তাকে মুক্তি দেয়া হোক
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪১
161565
আয়নাশাহ লিখেছেন : অবস্থা এখন যা তাতে সাঈদী সাহেবকে শাস্তি দিলেও ওদের বিপদ, না দিলেও বিপদ। আওয়ামী লীগ এখন পড়েছে মাইনকার চিপায়। সারা দেশের মানুষ তাদের বিপক্ষে। সেটা তারাও জেনে গেছে।
213391
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪২
161566
আয়নাশাহ লিখেছেন : ধন্যাবদ দেখার জন্য।
213416
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৪
নীল জোছনা লিখেছেন : আর কোকিল কণ্ঠে কুরআনের সুর তুলবেনা সাঈদী Sad Sad Crying Crying Crying আর কয়দিন পরই গলায় দড়ি পড়বে এই ৭০ নারী ধর্ষকের।
২৬ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৫
161602
আয়নাশাহ লিখেছেন : হাসিনার বাপও একবার বন্দি করেছিল সাঈদী সাহেবকে। হাসিনাও করেছে। কিন্তু জেনে রাখুন, সাঈদী সাহেবের হায়াত যদি থাকে তবে সারা দুনিয়া মিলেও তাকে হত্যা করার সামর্থ্য কারও নেই।
আর সাঈদী সাহেবের ফাঁসী হতে পারে সেকথা তিনি জেনে বুঝেই সারা জীবন কাজ করেছেন। তার ফাঁসী হলে কি করতে হবে সেই কর্মসুচী তিনি কয়েক বছর আগেই দিয়ে গেছেন। দেখুন, https://www.facebook.com/photo.php?v=435476343263261&set=vb.100004026973597&type=2&theater;
তবে আমার দৃঢ় বিশ্বাস, হাসিনা সাঈদী সাহেবকে ফাঁসীতে ঝুলাতে পারবে না।
213436
২৬ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৬
পুস্পিতা লিখেছেন : প্রতিটি বিবেকবান মানুষই এই ধরনের জুডিশিয়াল কিলিং এর ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলবে। জামায়াত নেতাদের এই হত্যা করার যে ষড়যন্ত্র চলছে তা পুরো আওয়ামী লীগের নয় বলে মনে হয়। এসব আসলে ভারত, শেখ হাসিনা ও কিছু ব্যর্থ-হতাশ বামদের ষড়যন্ত্র। এর বিপরীতে বাংলাদেশের অধিকাংশ মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার বিপক্ষে।
২৭ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৪৭
162053
আয়নাশাহ লিখেছেন : দীর্ঘ ৪২ বছরে 'র' আমাদের দেশের মানুষকে এমন ভাবে বিভক্ত করে ফেলেছে যে, এখন কেউ আর বিবেক তাড়িত হয়ে চলতে পারেনা। নিজের বিবেককে 'র' এর কাছে বন্ধক দিয়েছে যেমন তথাকথিত বুদ্ধিজীবী নামক দলদাসরা তেমনি দলের আনুগত্য করতে গিয়ে সাধারণ মানুষও। অধীকাংশ মানুষ যদিও মনে করে সাঈদী সাহেব নির্দোষ কিন্তু কেবল দলের কারণে বলতে পারেনা। এই দলকানা মনোবৃত্তি থেকে দেশের আলিম সমাজও বের হয়ে আসতে পারছেন না। কিছু স্বার্থান্বেষী ফেরকাবাজ আলিম নামক উটেরা এখনো একটা বিবৃতি দিতে পারেন নি। সবাই দলদাসে পরিনত হয়েছেন। কোথায় বিবেক?

এই সবকিছুকে চেলেঞ্জ দিয়ে যে লোকটি এখানে বক্তৃতা দিলেন তাকে সাধুবাদ জানানো উচিত নয়কি?
213442
২৬ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এই ভিডিওটা গতকাল দেখেছি। সমস্যা হচ্ছে আওয়ামী লীগকে আর এখন আওয়ামী লীগ চালাই না। ভারতের থিং ট্যাংকের বাংলাদেশ চ্যাপ্টারের অপদার্থগুলোই হচ্ছে আওমী রাজনীতির নীতি নির্ধারক। ফলে মাঠ পর্যায়ের আওয়ামী বাল-বাচ্চারা কি মনোভাব পোষণ করছে তা জানার বা বুঝার হিম্মত নেই বাঘের পিঠে চওয়ার হওয়া দলীয় শীর্ষ নেত্রীনেতাদের।
২৭ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৪৯
162055
আয়নাশাহ লিখেছেন : একজন আওয়ামী লীগারের মুখ থেকে কথাগুলো বের হওয়া দরকার ছিল। আপয়ামী লীগের সমর্থকরা নিজ চোখে দেখুক তারা কি করে বিবেককে চেপে রেখেছে।
213570
২৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : যুবলীগের মায়ের কার্বার দেখে হাসি পাচ্ছে।
২৭ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫৩
162058
আয়নাশাহ লিখেছেন : যুবলীগের মা কে? হাসিনা? সে তো সবার চেয়ে বড়ো প্রতারক। আপনার হাসি পেলো, কান্না পাওয়া উচিত ছিল। দলকানা হলে মায়ের স্নেহ পর্যন্ত বুঝা যায়না সেকথা আবার আপনি প্রমান দিলেন।
213675
২৬ এপ্রিল ২০১৪ রাত ১০:৫০
ঈগল লিখেছেন : আল্লাহ পাক আওয়ামী নেতাদের সুবুদ্ধি দান করুন। সম্ভবত আওয়ামী লীগের সাথে ঘনিষ্ট বাম রামরা ছাড়া কেউই সাঈদী সাহেবের উপর জুলুম চাই না। কিন্তু দুঃখজনক হচ্ছে এই বামরামদের দ্বারা আওয়ামী লীগ আজ ঘেরাও।
২৭ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০১
162059
আয়নাশাহ লিখেছেন : কিছু আলিম নামধারীরা যে মনে মনে খুশী তা তো বুঝা যায় কারণ তারা কিন্তু নিজেদের কথা এবং কাজে ষাঈদী সাহেবের পক্ষে কিছুই করছেন না। এই না করাটা কি প্রমান করে না যে তারাও রাম এবং বামদের পক্ষে আছেন? মৌনতা সমমতির লক্ষণ বলেই জানি। আর হাদিসের ভাষ্য অনুযায়ী, অন্যায়কে ঈমানদারেরা হাত দিয়ে উপড়ে ফেলে, প্রতিরোধ গড়ে, না পারলে এর বিরুদ্ধে সোচ্ছার হয়, প্রতিবাদ করে। আর যাদের ঈমান সর্বনিম্ন স্তরে তারা মনে মনে ঘৃণা করে। তো মনে মনে যারা ঘৃণা করেন (আসলেই মনে মনে ঘৃণা করেন কি না তাও জানা যায়নি) তাদের ঈমানের শক্তি কতটুকু? এই ঈমান দিয়ে কি পার পাওয়া যাবে?
১০
213784
২৭ এপ্রিল ২০১৪ সকাল ০৭:৫৫
ইবনে হাসেম লিখেছেন : ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য। ঘনিষ্ট কয়েকজনকে আমিও পাঠালাম।
২৭ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০৩
162060
আয়নাশাহ লিখেছেন : আপনাকেও ধন্যাবদ দেখা এবং শেয়ার করার জন্য। এই বক্তৃতার দরকার ছিল, আল্লাহ দিয়ে সেই কাজটি করিয়ে দিয়েছেন। জাজাকাল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File