আল্লামা সাইদী মুক্তি পরিষধ, মিশিগানের প্রতিবাদ সভায় আওয়ামী যুবলীগ নেতার বক্তব্য।
লিখেছেন লিখেছেন আয়নাশাহ ২৬ এপ্রিল, ২০১৪, ০৯:২০:৪৭ সকাল
আজ (২১শে এপ্রিল) বাদ মাগরিব আল্লামা সাঈদী মুক্তি পরিসধ মিশিগানের উদ্যগে আয়জিত প্রতিবাদ সভায় একজন আওয়ামী যুলীগ নেতার বক্তৃতা শুনে মনে হয়েছে বাংলার মুসলমানদের ঈমান এখনো পুরোপুরি মরে যায়নি, এক সময় জেগে ঊঠবেই। মাস দুইএক আগে দেশ থেকে আসা সিলেট যুবলীগের এই নেতা তাঁর বক্তৃতায় বললেন যে, এদেশে এসেই এখান থেকে তিনি তাঁর মা এর জন্য কি পাঠাতে হবে তা তাঁর মাকে জিজ্ঞাসা করলে তাঁর মা বলেন, আমার আর কিছুর দরকার নাই। তবে পারলে এমন কিছু পাঠাবি যাতে আমি সাঈদী সাহেবের ওয়াজ ভাল করে শুনতে পারি।
এই প্রতিবাদ সভায় নিজে উপস্থিত হয়ে সাঈদি সাহেবের মুক্তি দবি করেন। যদিও জ্যবাংলা জয় বংগবন্ধু বলে তাঁর বক্তৃতা শেষ করেন তবুও আওয়ামী সরকারের এই অন্যায়কে তিনি মানতে পারেন নি বলেই সাইদী সাহেবের মুক্তির আন্দোলনে নিজেকে শরীক করেছেন।
প্রতিবাদ সভায় মিশিগান বিএনপি'র সভাপতি জনাব আকমল হোসেন, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার কেন্দ্রীয় দাওয়া ডিরেক্টর মাওলানা রফিকুল ইসলাম এবং স্থানিয় আরো অনেকেই সাইদী সাহেবের উপর ঢাহা মিথ্যা মামলা বাতিল করে তাঁর নিঃশর্ত মুক্তি দাবী করেন।
ফেসবুকে ভিডিওটি দেয়ার পর ব্যাপক সংখ্যক লোক তা দেখেছেন এবং অসংখ্য বার শেয়ার হয়েছে। ব্লগেও দেয়া দরকার ছহিল কিন্তু দেয়া হয়নি। এজন্য দেরীতে হলে দিলাম।
https://www.facebook.com/photo.php?v=10202261369669631&set=vb.1052288434&type=2&theater
বিষয়: বিবিধ
২১৫৭ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দলীয় সীমানার ভেতরে তাকে আবদ্দ করা কখনোই উচিত
আর সাঈদী সাহেবের ফাঁসী হতে পারে সেকথা তিনি জেনে বুঝেই সারা জীবন কাজ করেছেন। তার ফাঁসী হলে কি করতে হবে সেই কর্মসুচী তিনি কয়েক বছর আগেই দিয়ে গেছেন। দেখুন, https://www.facebook.com/photo.php?v=435476343263261&set=vb.100004026973597&type=2&theater;
তবে আমার দৃঢ় বিশ্বাস, হাসিনা সাঈদী সাহেবকে ফাঁসীতে ঝুলাতে পারবে না।
এই সবকিছুকে চেলেঞ্জ দিয়ে যে লোকটি এখানে বক্তৃতা দিলেন তাকে সাধুবাদ জানানো উচিত নয়কি?
মন্তব্য করতে লগইন করুন