দেশের আলিম সমাজ আজ কোথায়?????
লিখেছেন লিখেছেন আয়নাশাহ ০৯ ডিসেম্বর, ২০১৩, ১২:১৩:০০ দুপুর
৯০% মুসলমানের দেশে একজন ইসলাম পন্থীর ফাঁসী হবে। সারা দুনিয়ার আইন বিশেষজ্ঞের মতে একটা বিতর্কীত বিচারে এবং এই দেশের ইসলামপন্থীদের মতে একটা জুডিশিয়েল কিলিং মিশনের মাধ্যমে ভারত এবং শেখ হাসিনা তাদের রাজনৈতিক পরতিকপক্ষকে আসলে ইসলামকে নিশ্চিহ্ন করতে চাচ্ছে। এই মিশনের কথা কে না জানে, কে না বুঝে? এমন এক সময় এই বিচারিক হত্যাকান্ড ঘটতে যাচ্ছে যখন জাতি হাসিনার শাষনের উপর প্রচন্ড ভাবে বিরক্ত, ক্ষুব্ধ। দেশের জাতিয়তাবাদি, ইসলামী এমনকি বাম ঘরানার কেউ তার সাথে নেই। শুধু ভারতের চানক্য নীতির সাহায্যে সে জাতির ঘাড়ে চেপে আছে এবং চপে থাকতে চাচ্ছে।
একজন নির্দোষ মানুষকে হত্যা করা গোটা মানব জাতিকে হত্যা করার শামিল। এই কথাটা আমাদেরকে আমাদের আলিম সমাজ প্রায়ই কুরআন থেকে উদ্ধ্বিৃতি দিয়ে বুঝান। কিনতু আজ দেশের এই সন্ধিক্ষণে আমাদের দেশের সত্য পন্থী আলিম সমাজের পক্ষ থেকে একটা কথাও শুনিনা কেনো?
আব্দুল কাদের মোল্লা কে, কোন দলের কি তা কি আলিম সমাজের কাছে ধর্তব্য বিষয়? নাকি একজন নির্দোষ মানুষকে হত্যা করা হচ্ছে এটা বিবেচ্য হওয়া উচিত?
এই সময়ে নানা দেশের নানা জন দেশে আসছেন নির্বাচন আর দেশের পরিস্তিতি নিয়ে একটার পর একটা মিটিং করে যাচ্ছেন। কিন্তু দেশের মুসলমানদের কন্ঠস্বর আলিম সমাজকে কেউ পাত্তা দিচ্ছেন না। আর আলিম সমাজও দেশের এই সময়ে নিরব দর্শকের ভুমিকা পালন করছেন। তারা কি দেশের এই সময়ে নিরবতার কোনো গ্রহণযোগ্য কারণ বলতে পারবেন?
আজ যদি হাসিনা আব্দুল কাদের মোল্লাকে ফাঁসীতে ঝুলাতে পারে আর দেশের আলিম সমাজ কোনো কথা না বলেন তবে আমরা মুসলমানরা তাদের প্রতি কি করে শ্রদ্ধা রাখতে পারি?
এমন লক্ষ লক্ষ আলিম সমাজকে জীবিত রেখে একজন মুমিনকে ফাঁসী দেবে অথচ আলেম সমাজ শুধু চেয়ে চেয়ে দেখবেন তা কি করে আমরা মেনে নেই? সকল দলের এবং মতের আলিমরা এই বিচারিক হত্যার প্রতিবাদ না করলে তারা শুধু দেশের মানুষের কাছেই নয়, কিয়ামতের দিন আল্লাহর কাছেও জবাব দিহি করতে বাধ্য হবেন।
আমি সকল দলের এবং মতের ইসলামী সংগঠনের প্রতি এই হত্যার বিরোদ্ধে রুখে দাঁড়াবার আহবান জানাই।
এই আহ্বানে সাড়া দেয়া না দেয়া তাদের বিবেচনার বিষয়। তবে কেউ আহ্বান জানায় নি, কেউ এমন ডাক দেয়নি এমন ওজুহাত তোলার আর কোনো সুযোগ তাদের থাকবে না।
বিষয়: রাজনীতি
১৪৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন