[b] ডাইনিকে এক দন্ডেরও বিশ্বাস নাই।[/b]
লিখেছেন লিখেছেন আয়নাশাহ ২৭ অক্টোবর, ২০১৩, ১০:৪৯:৩২ সকাল
যতক্ষ পর্যন্ত কেয়ার টেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে হাসিনা সুধা সদনে না গেছে ততক্ষন পর্যন্ত এই ডাইনিকে বিশ্বাস করা যাবেনা। সে মদিনা শরিফে বসে যে ও্য়াদা করেছিল তা রাখেনাই, লন্ডনে বসে যে ওয়াদা করেছিল তা রাখেনাই, সে ৫৭ বছরে রিটায়ার করবে বলেছিল- কথা রাখেনাই। সে জীবনে কোনোদিন হরতাল করবে না বলেছিল- রাখেনাই। ২৫ তারিখে সংসদ ভেঙে দেবে বলেছিল- ভাঙে নাই। ২৫ তারিখের পর ছোট মন্ত্রীসভা করবে বলেছিল - করেনাই। বরং সারা দেশে ১৪৪ ধারা জারি করে অসংখ্য মানুষকে হত্যা, আহত এবং জীবনের জন্য পঙ্গু করে দিচ্ছে। খালেদা জিয়াকে তার বাড়ি থকে বের করে দি্যে সেখানে আক্ষরিক অর্থে ঘুঘু চরাচ্ছে। ২৮ অক্টোবর নিজে হুকুম দিয়ে তার বাহিনী দিয়ে প্রকাশ্যে মানুষ হত্যা করতেও তার বুক কাঁপে নাই। ইলিয়াস আলী সহ অসংখ্য লোককে গুম করে দিতেও তার কলিজা কাঁপেনাই। যে জামায়াতের ফরমুলা নিয়ে আন্দোলন করে সে ক্ষমতায় এলো, সেই জামায়াত নেতৃবৃন্দকে হত্যা করতেও তার সামান্য পরিমান লাগেনা। যে কেয়ার টেকার সরকারের জন্য সে এই জাতিকে কতো ভোগান্তি দিয়েছে সেই কেয়ার টেকার সরকারকে সে তুলে দিলো। ৯০% মানুষের বিশ্বাসের সাথে বেঈমানী করে সে সংবিধান থেকে আল্লাহর উপর আস্তা তুলে দিয়েছে। তাকে কি করে বিশ্বাস করা যায়?
সুতরাং বেগম জিয়াকে খুব ভেবে চিনতে হিসাব করে এগুতে হবে। এই কাল নাগীনিকে বিশ্বাস নাই।
বিষয়: বিবিধ
১১১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন