প্রবাসীদের ভোটাধিকার আদায়ে আপনার সাহায্য চাই।

লিখেছেন লিখেছেন আয়নাশাহ ১৪ অক্টোবর, ২০১৩, ১০:৫৩:৩৯ সকাল

ফেসবুক, টূইটার, ব্লগ এবং ভার্চুয়াল জগতে বাংলাদেশের প্রবাসীরাই বেশী সোচ্ছার। আমার মনে পড়ে এরশাদের আমলে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বেশ হই চই হয়েছিল। বিএনপি এবং আওয়ামীলীগ উভয়ই প্রবাসীদের ভোটাধীকার দেবে বলে ওয়াদা করেছিল। মিডিয়াগুলোতেও এ নিয়ে বেশ লেখালেখি হয়েছিল। নেতারা বিদেশ এলেই এ নিয়ে কথা বলতেন। প্রবাসীদের এই দাবীর প্রতি সবাই একাত্নতা ঘোষণা করতেন। ইলেকশন কমিশনও প্রবাসীদের ভোটার লিস্টে রাখার কথা বলেছিলেন। এমনকি মঈন ফখর উদ্দিনের সময়ও এ নিয়ে কথা হয়েছে বলে মনে পড়ে। কিন্তু গত সাত আট বছর ধরে এ নিয়ে কনো কথা শুনা যায়না। আওয়ামীলীগের সময় কি প্রবাসীরা তাদের ভোটাধিকার নিয়ে মাথা ঘামানো থেকে বিরত থাকবেন?

দেশের বাইরে প্রায় দেড় কোটি ভোটার আছেন। হিসাব করলে মোট ভোটারের প্রায় এক পঞ্চমাংশ ভোটার দেশের বাইরে আছেন। একটি দেশের এক পঞ্চমাংশ ভোটারকে বাদ দিয়ে কি করে নির্বাচন হয়?

আমরা দেখেছি ইরাকের নির্বাচনের সময় সারা বিশ্বে ছড়িয়ে থাকা ইরাকীরা ভট দিয়েছেন। এভাবে অন্যান্য দেশের নির্বাচনের সময়ও বিদেশে অবস্থানরত ভোটারদের ভোট দানের ব্যাবস্থা করা হয়।

যদি দেশের বাইরে অবস্থান কারী ভোটারদের সংখ্যা নগণ্য হতো তাহলে হয়তো বিষয়টা তেমন গুরুত্ব পেতোনা। কিন্তু আমাদের বেলায় সেটা নয়। দেশের বিশাল সংখ্যক ভোটারকে নির্বাচন প্রক্রিয়ায় আনতেই হবে। দেশের নাগরিকদের এটা মৌলিক অধিকার।

আমরা প্রবাসীরা আমাদের এই মৌলিক অধিকার চাই। আমরাও নির্বাচন প্রক্রিয়ায় নিজেদের অবদান রাখতে চাই।

এজন্য আসুন, প্রবাসীরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই মৌলিক অধিকার আদায়ের জন্য সোচ্ছার হই।

যারা ব্লগে, ফেইসবুকে, টূইটারে ভাল তারা এই অধিকার দায়ের জন্য আলাদা পেইজ খুলুন, আপনার যুক্তি এবং পরিসংখ্যান দিয়ে সরকার এবং নির্বাচন কমিশনকে আমাদের অধিকার আদায়ে বাধ্য করুন। আমাদের এই মৌলিক অধিকার আদায়ে প্রয়োজনে রিট আবেদন করার জন্য পদক্ষেপ নিন।

আমি আশা করি সকল প্রবাসীরা আমাদের সাথে থাকবেন।

আমার চেয়ে অনেকেই এই বিষয়টা নিয়ে আরো ভাল এবং যৌক্তিক লেখা লিখতে পারবেন বলে আমি মনে করি। দয়া করে লেখাটা শেয়ার করুণ এবং সবাইকে তাদের মতো করে লিখতে উদ্বুদ্ধ করুন। আমাদের ঐক্যবদ্ধ প্রচেস্টা অব্যাহত থাকলে আমাদের মৈলিক অধিকার থেকে আমাদেরকে কেঊ বঞ্চিত করতে পারবে না।

বিষয়: রাজনীতি

১৪০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File