সাইবার যুদ্ধে শিবির এগিয়ে!!!!!

লিখেছেন লিখেছেন চন্দ্রাবতী ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৪৭:০৮ দুপুর

কাল রাতে হ্যাকড হয় শিবিরের অয়েব সাইট http://www.shibir.org.bd/ ওয়েবসাইট হ্যাক করেছেন ‘বিডি এক্সটর’ নামের এক হ্যাকার



ওয়েবসাইটটি হ্যাক করে লেখা হয়েছে, ‘মাই ওয়ার ইজ ডিক্লেয়ার্ড অ্যাগেইনস্ট ইউ’।

শিবিরের ওয়েবসাইট হ্যাক করে এই হ্যাকিংয়ের বিষয়টি শাহবাগের নামে উত্সর্গ করা হয়েছে। ‘দিস হ্যাকড ইজ ডেডিকেটেড টু শাহবাগ’—এ কথা হ্যাক হওয়া পেজে লিখে দিয়েছেন ওই হ্যাকার। ওয়েবসাইটের হোম পেজে বন্ধনীর মধ্যে ইংরেজিতে ওপরের বাক্যগুলো লেখা রয়েছে।

হ্যাকার তাঁর পরিচয় দিয়েছেন ‘BD XTOR’ নামে; এরপর সবুজ বন্ধনীতে লাল হরফে লেখা রয়েছে ‘প্রাউড টু বি অ্যা বাংলাদেশি’।

অপরদিকে আজ শনিবার সকালে জাতীয় ই-তথ্যকোষ http://www.infokosh.bangladesh.gov.bd/ হ্যাক করেছে ‘মুসলিম সাইবার টিম’ নামের একটি হ্যাকার দল। এই দলটি ই-তথ্যকোষের হোমপেজে কালো ব্যানারে লিখেছে—‘উই লাভ টু ব্রেক দ্য সিকিউরিটিজ ইউ ক্রিয়েট’।



শিবির ইতিমধ্যে তাদের ওয়েবসাইট উদ্ধার করে ফেলেছে। কিন্তু জাতীয় ই-তথ্যকোষ সাইটটি এখনো উদ্ধার করতে পারেনি সরকারী আইটি এক্সপার্টরা।



কিছুক্ষন আগে নেয়া স্ক্রিন শট

বিষয়: বিবিধ

২৭৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File