৫ মে’তে যে মৌলিক সত্য প্রতিষ্টিত হল
লিখেছেন লিখেছেন চন্দ্রাবতী ০৭ মে, ২০১৩, ১১:৪৩:৩৬ রাত
হেফাজত একটি অরাজনৈতিক সংঘঠন, ক্ষমতায় যাওয়ার লোভ তাদের চিন্তার উর্ধে, রাজনৈতিক ছলচাতুরী তাদের অভ্যাসে অনুপস্থিত, তাদের অনেকে গত ইলেকশানে আওয়ামী সরকারকে ভোট দিয়েছে, কাজেই সরকার তাদের প্রতিপক্ষ নয়। এরা শুধু কিছু দাবি জানিয়েছিল ঈমান নিয়ে যাতে স্বাচ্ছন্দে জীবন কাটাতে পারে, তাদের বিশ্বাসের যেন সাংবিধানিক স্বীকৃতি থাকে যা আগেও ছিল, সমাজে যেন অনাচার, ইভটিজিং না থাকে, এইডস মুক্ত যেন থাকে তরুণ প্রজন্ম......... ইত্যাদি। সরকার কে গদি থেকে নামানো বা আগামী ইলেকশানে তাদের প্রতিপক্ষ হয়ে নির্বাচন করার কোন খায়েস তাদের নেই............তথাপি কেন ৫ মে কাল রাতে নিরস্র-ঘুমন্ত অসহায় নিরীহ মানুষগুলোর উপর সরকার তার পেটুয়া বাহিনী লেলীয়ে দিল? উত্তর খুব সহজ- ১)হেফাজত একটি ইসলামী শক্তি/ গোষ্টি হিসেবে আবির্ভুত হয়েছে, ২) সত্যিকার অর্থে রাসুলের সুন্নাত পালন করতে যাওয়া (বাতিলের অনইসলামিক কর্মকান্ডের বিরুধীতা করা)৩) এমন দাবী পেশ করেছে যাতে কুরানের সমাজ তৈরির রাস্তা সহজ হয়, ৪) যে দাবী বাস্তবায়িত হলে বাতিলের মসনদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
জামায়াত –শিবিরের উপর যে নির্যাতন হচ্ছে তাও কিন্তু একই কারনে। যুদ্ধাপরাধ, মানবতা বিরুধী অপরাধ এসব হচ্ছে নাটক। হেফাজতের বিরুদ্ধে তো এসব অভিযোগ নেই তবে কেন সরকার খড়গ হস্ত হল? কাজেই যে মৌলিক সত্য প্রতিষ্টিত হল সেটা হল নবী (স)র পথে যে-ই চলবে, হকের কথা যে-ই বলবে তাদের বিরুদ্ধেই জাপিয়ে পরবে বাতিল শক্তি। যেমনটা পরেছিল নমরুদ ইব্রাহিম (আঃ) এর উপর, ফেরাউন মুসা (আঃ) এর উপর, জুলেখার জামাই ইউসুফ (আঃ) এর উপর, আবু জেহেল আবু লাহাবরা হযরত মু (সঃ) এর উপর। অথচ এই আবু লাহাবরাই নবীজীকে আল-আমিন উপাধি দিয়েছিল। আবার কোন দল বা গোস্টি যদি ইসলামের পক্ষে কথা বলে কিন্তু বাতিল তার কথায় কেঁপে উঠেনা, তাহলে বুঝতে হবে সে রাসুলের সুন্নাতের উপর প্রতিষ্টিত নেই- তার মধ্যে বেজাল আছে (যেমন- ফরিদ উদ্দীন মাসুদ গং, ওলামা লীগ, তাবলীগ)।
বিষয়: বিবিধ
১৫৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন