হারিয়ে যাইনি...
লিখেছেন লিখেছেন লোকমান ১৩ মার্চ, ২০১৫, ০১:১০:২৫ রাত
হারিয়ে যাইনি আমি...
এখনো আছি এবং থাকবো ইনশা আল্লাহ ।
যদিও এখন বেশি ব্লগ লেখা হয় না।
তবে সুযোগ পেলেই ব্লগে এসে একটু ঘুরে যাই।
কারণ ব্লগ এবং ব্লগারগণ বিশেষ করে টুডে ব্লগ এবং এখানকার ব্লগাররা আমার অনেক আপন। এই দুয়ের ভালোবাসা মিশে আছে হৃদয়জুড়ে।
বিষয়: বিবিধ
১৬২৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিয়মিত ব্লগে আসুন সবার সাথে ব্লগিং করুন হৃদয়ে সবার জন্য ভালবাসা আছে মুখে বলতে হবে না সবাই এমনিতেই বুঝে যাবে ভাইয়া ।
কর্ম ও আচরণে ভালবাসার প্রকাশ না পেলে অনেক মাশুল দিতে হয়!
জীবন থেকে শিখেছি এখন!!
মন্তব্য করতে লগইন করুন