আজ বাদ আসর আব্দুল্লার জানাজা
লিখেছেন লিখেছেন লোকমান ২৩ জানুয়ারি, ২০১৫, ০৪:৩২:১৮ বিকাল
আজ শুক্রবার বাদ আসর (আর কয়েক ঘন্টা পর) অনুষ্ঠিত হবে সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের নামাজে জানাজা। সৌদি আরবের রাজকীয় আদালতের এক বিবৃতিতে এ কথা জনানো হয়। বিবৃতিতে বলা হয় ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে বাদশা আবদুল্লাহর জানাজা অনুষ্ঠিত হবে।
তার নামাজে জানাজায় মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি ও জর্দানের বাদশাহ আবদুল্লাহ অংশ গ্রহন করবেন বলে জানা গেছে।
অপর দিকে একই দিন বাদ ইশা সৌদি আরবের নতুন বাদশাহ হিসেবে শপথ নিবেন তারই ভাই সালমান বিন আব্দুল আজিজ(৭৯)। ইতিপূর্বে সালামন ক্রাউন প্রিন্স এর দায়িত্ব পালন করে আসছিলেন। তাছাড়া তিনি দীর্ঘ ৫০ বছর গর্ভনরের দায়িত্ব পালন করেছেন। সৌদি বাদশাহ হিসেবে সালামানের শপথ গ্রহনের পর ক্রাউন প্রিন্স হিসেবে শপথ নেবেন মাক্রিন বিন আবদুল আজিজ আল সৌদ।
উল্লেখ্য সৌদি বাদশাহ আব্দুলাহ বিন আব্দুল আজিজ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শুক্রবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০বছর।
বিষয়: বিবিধ
১৭৪৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হয়েছিল ৯০বছর।
ফেবুতে বাদশা আব্দুল্লাহর মৃত্যু সংবাদে একজনের কমেন্ট এ রকম-'বিপদের সংবাদে ইন্না লিল্লাহ...........পড়তে হয় তা জানি, কিন্তু এর মৃত্যু কি বিপদ না আনন্দের সংবাদ বুঝতে পারছি না!এখন আলহামদু লিল্লাহ বললে পাপ হবে কী???'
শ্রদ্ধেয় ব্লগার লোকমান ভাই জবাব টা জানাবেন কি???
মন্তব্য করতে লগইন করুন