এসো হে বন্ধু
লিখেছেন লিখেছেন লোকমান ১৮ নভেম্বর, ২০১৪, ১১:১৩:২১ রাত
তোমায় নিয়ে স্বপ্নের জাল বুণি
তোমার জন্য প্রতিক্ষার প্রহর গুনি
অতি যতনে লালন করি কত আশা।
.
তোমায় নিয়ে কবিতা লেখি
রঙ্গিন রঙ্গিন স্বপ্ন দেখি
বুকের ভিতর রাখি যত ভালোবাসা।।
.
তুমিও কি আমার মত
রঙ্গিন রঙ্গিন স্বপ্ন দেখো
মনের মাঝে প্রিয় বন্ধুর ছবি আঁকো?
.
তবে কেন এমন করে
নি:সঙ্গ একা ঘরে
দুরে আমায় রাখো??
এসো ভালোবাসার মোহনায়
বন্ধুত্বের আঙ্গিনায়
ঘর বাঁধি দুজনায়।
.
আজীবনের বন্ধনে
হাসি আর ক্রন্দনে
এসো হারিয় যাই অজানায়।।
.
হাঁসি অানন্দ আর বেদনা
না পাওয়ার সব যাতনা
এসো সব ভাগাভাগি করি।
.
দুটি দেহ এক মনে
এক সঙ্গে প্রতি ক্ষনে
এসো নতুন জীবন গড়ি।।
{রিয়াদ-১৮.১১.২০১৪ইং}
বিষয়: সাহিত্য
১৫৪৮ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বয়স তো পার হয়ে যাইতেছে তবু ভাবির দেখা নাইরে ভাবির দেখা নাই
তাই? ফাগুনের দিন শেষ হবে একদিন ......
ব্লগার ফখরুল ভাইয়ের পোস্টের যথার্থতা অসাধারণ নান্দনিকতায় চমৎকার ভাবে ফুটে উঠেছে সুন্দর এই কবিতায়!
অতিসত্বর চির কুমার সংঘ থেকে পদত্যাগ করার ইচ্ছা মনে হচ্ছে লোকমান ভাই.....???
ঐদিকে না…
ঐটা আগুন জ্বলে যাবে! ঝলসে যাবে :-)
সংগিনীকে আপন করতে চাও তবে আমার কাছে এসো। উপদেশ দিচ্ছি …
তোমার জন্য লাল গোলাপ নিয়ে দাড়িয়ে থাকা সুদানী রমনী কি তোমার মনে সামান্য দাগ কাটাতে পারেনি হে পরন্ত যৌবনা যুবক।
অবহেলায় তাকে দূরে ঠেলে দিওনা
শুভকামনা রইলো
কালো কিংবা ফর্সা সেটা বড় কথা নয়
মনের মত একটা মন থাকতে হয়।
রুপবতীর মনে যদি থাকে কালিমা
তবে কি পাবে সুখ?
কালোর মনটা যদি হয় ভালো
তবে কি রবে দু:খ??
কবে থেকে হলে দরবেশ
হে মাথায় পট্টি ওয়ালা,
নতুন করে ধরবে নাকি
ঘটকের বেশ?
আপনার জন্যও শুভ কামনা
হে সাদাকালো ম্যান,
সুখ শান্তিতে জীবনটা ভরে যায় যেন।
মন্তব্য করতে লগইন করুন