Roseআজ সৌদি আরবে ঈদ: সবাইকে ঈদের শুভেচ্ছা Rose

লিখেছেন লিখেছেন লোকমান ০৪ অক্টোবর, ২০১৪, ০৩:১৮:৩৫ রাত



আজ শনিবার সৌদি আরবে ঈদুল আযহা পালিত হবে। মুসলমানদের দুটি প্রধান ধর্মীয় উৎসব একটি ঈদুল আযহা। আসলে ঈদুল আযহা কোন উৎসব উদযাপনের নাম নয় বরং ত্যাগ বা কুরবানির দৃষ্টান্ত পেশ করার নাম। তাই ঈদুল আযহাকে কোরবানির ঈদও বলা হয়। আজ ফজর নামাজ আদায় করে হাজিরা দুপুর তথা সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পূর্বে শয়তানকে পাথর মারার পর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করবে।যারা হজে যাননি তারা ঈদের নামাজ আদায় করে পশু কোরবানি করবে।

সৌদি আরবে সাধারণত উট, ভেড়া ও দুম্বা কোরবানী করা হয়। তবে প্রবাসীরা গরু ও ছাগল কোরবানী করে থাকে।

ঈদ উপলেক্ষ নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। রাস্তা-ঘাট সপিংমল হোটেল রেস্টুরেন্টগুুলো সেঝেছে নতুন সাঁজে। বিভিন্ন জায়গায় ঈদের শুভেচ্ছা সম্বলিত প্লেকার্ড সোভা পাচ্ছে। প্রবাসীদের মাঝে লক্ষ করা গেছে অন্য রকম উতসাহ উদ্দিপনা।

ইসলামের ইতিহাস থেকে জানা যায় ঈদুল আযহা তথা কুরবানির প্রচলন হয় মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহীম আ: এর মাধ্যমে। ইব্রাহীম আ: কে পরিক্ষা করার উদ্দেশ্যে আল্লাহ তায়ালা তার প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ করেছিলেন। ইব্রাহীম আ: এর প্রিয় ছিল তার কলিজার টুকরো সন্তান হযরত ইসমাঈল আ:। তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কলিজার টুকরো সন্তানকে কোরবানী করার জন্য রাজি হয়ে যান। তাকে কোরবানী করার জন্য কোন এক জঙ্গলে নিয়ে যান। পিতা পুত্রের ভালোবাসা যেন আল্লাহর নির্দেশ পালনে অন্তরায় হয়ে না যায় তাই দুজনের চোখ বেঁধে ইব্রাহীম আ: প্রিয় সন্তানের গলায় ছুরি চালান। ইসমাঈল আ: কোরবানী হয়ে যাক এটা আল্লাহর ইচ্ছা ছিল না বরং আল্লাহ পাক পরীক্ষা করতে চেয়েছিলেন ইব্রাহীম আ: প্রিয় সন্তানকে বেশি ভালোবাসে না তার রবকে। তিনি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ন হন। তাই আল্লাহ তায়ালা ফেরেস্তাদের মাধ্যমে ইসমাঈল আ: কে সরিয়ে সেখানে একটি পশু রেখেদেন ফলে ইসমাঈল আ: বেঁচে যান আর পশু কোরবানি হয়ে যায়। তখন থেকে প্রতি বছর আরবী জিলহজ্ব মাসের ১০ তারিখে পশু কোরবানি করা হয় যা ঈদুল আযহা নামে পরিচিত।

সৌদি প্রবাসীদের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা "ঈদ মোবারক"।

বিষয়: বিবিধ

১৪১৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271261
০৪ অক্টোবর ২০১৪ রাত ০৩:৪৪
শেখের পোলা লিখেছেন : কানাডা প্রবাসীদের পক্ষ থেকে আপনাদেরও ঈদের শুভেচ্ছা৷ আমাদের এখানে শনি ও রবি দুদিন ঈদের নামাজ হবে৷ আমার এলাকায় শনিবার৷ধন্যবাদ৷
271265
০৪ অক্টোবর ২০১৪ রাত ০৪:০৪
কাহাফ লিখেছেন :
সৌদি রিয়াদ প্রবাসীদের তরফ থেকেও আপনাকে সহ সবাই পবিত্র ঈদুল আজহার'ঈদ মোবারক'

০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩১
215473
ইমরান ভাই লিখেছেন : দারুন হইছে Big Grin আমার লিংকটা কাজে লাগছে Big Grin Big Grin
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৭
215476
কাহাফ লিখেছেন :
এর জন্যে শুকরিয়া আপনাকে সব সময়ই, জাযাকাল্লাহ জানাই @ইমরান ভাই....Good Luck Good Luck
271330
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০১:২৮
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আপনাকেও ঈদের শুভেচ্ছা।
271339
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনাকেও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক!
271773
০৬ অক্টোবর ২০১৪ রাত ১২:১৩
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু ও ঈদ মুবারাক। আল্লাহ আমাদের ভাল কাজগুলো গ্রহন করুন এবং আমাদের ত্রুটিগুলো ক্ষমা করে দিন, আমীন Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File